ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেডের তরফে কর্মী নিয়োগ করা হবে। এই মর্মে কোল ইন্ডিয়া লিমিটেড (সিআইএল)-এর অধীনস্থ সংস্থার তরফে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। জানানো হয়েছে, সংস্থায় নির্ধারিত মেয়াদের জন্য একটি পদমর্যাদায় কাজের সুযোগ রয়েছে। নিয়োগ হবে চুক্তিভিত্তিক। এর জন্য আগ্রহীদের অফলাইনে আবেদন জানাতে হবে।
সংস্থায় অবসরপ্রাপ্ত ইলেক্ট্রিক্যাল সুপারভাইসর পদে কর্মী নিয়োগ করা হবে। শূন্যপদের সংখ্যা ৫০। নিযুক্তদের কাজের মেয়াদ থাকবে এক বছর। তাঁদের পারিশ্রমিক স্থির করা হবে সংস্থার নির্ধারিত নিয়ম মেনে।
আরও পড়ুন:
সংশ্লিষ্ট পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়স হতে হবে ৬৫ বছরের মধ্যে। আবেদনকারীদের অবসরপ্রাপ্ত ইলেক্ট্রিক্যাল সুপারভাইসর হতে হবে। পাশাপাশি প্রয়োজন যথাযথ সার্টিফিকেশনরও। এ ছাড়াও যোগ্যতার অন্য মাপকাঠির কথা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
আবেদনের জন্য আগ্রহীদের বিজ্ঞপ্তি মোতাবেক ফরম্যাটে আবেদনপত্র-সহ অন্যান্য নথি বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানায় পাঠিয়ে আবেদনপত্র পাঠাতে হবে। আবেদন জানানোর শেষ দিন আগামী ১৫ মে। নিয়োগের শর্তাবলি জানতে সংস্থার ওয়েবসাইটটি দেখে নিতে হবে।