Advertisement
০৫ নভেম্বর ২০২৪
WB Govt Job Recruitment 2023

ডায়মন্ড হারবার উইমেনস ইউনিভার্সিটিতে শিক্ষক নিয়োগ, কোন বিষয়ের?

বোটানি বিষয়ে শিক্ষক নেওয়া হবে। ইউনিভার্সিটির সেন্ট্রাল লাইব্রেরির জন্য লাইব্রেরিয়ান নেওয়া হবে।

Diamond Harbour Women’s University

ডায়মন্ড হারবার উইমেনস ইউনিভার্সিটি। ছবি: সংগৃহীত।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৬ অগস্ট ২০২৩ ১৪:৫৬
Share: Save:

ডায়মন্ড হারবার উইমেনস ইউনিভার্সিটিতে রয়েছে চাকরির সুযোগ। সেই মর্মে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

শিক্ষক এবং লাইব্রেরিয়ান নিয়োগ করা হবে। মোট শূন্যপদ রয়েছে তিনটি। চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে। বোটানি বিষয়ে শিক্ষক নেওয়া হবে। ইউনিভার্সিটির সেন্ট্রাল লাইব্রেরির জন্য লাইব্রেরিয়ান নেওয়া হবে। উভয় পদে প্রতি মাসে ৩০ হাজার টাকা করে বেতন দেওয়া হবে। ইউজিসি নিয়ম অনুযায়ী যোগ্যতা যাচাই করে শিক্ষক এবং লাইব্রেরিয়ানকে নেওয়া হবে কাজে। ৭০ বছর বয়সের নিচে অবসরপ্রাপ্ত কর্মীরাও আবেদন করতে পারবেন।

কী ভাবে আবেদন করবেন?

প্রথমে ডায়মন্ড হারবার উইমেনস ইউনিভার্সিটির ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে যাওয়া প্রয়োজন। বিজ্ঞপ্তিতে দেওয়া লিঙ্কের সাহায্যে আবেদনপত্র ডাউনলোড করতে হবে। এর পর আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি বিজ্ঞপ্তিতে দেওয়া ঠিকানায় স্পিড পোস্টের মাধ্যমে জমা দিতে হবে। ৩০ অগস্ট আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন।

এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে ডায়মন্ড হারবার উইমেনস ইউনিভার্সিটির ওয়েবসাইটটি দেখতে পারেন।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE