সাগর দত্ত হাসপাতাল, কামারহাটি। ছবি: সংগৃহীত।
উত্তর ২৪ পরগনা জেলার সরকারি হাসপাতালে কাজের সুযোগ। এই মর্মে কামারহাটির সাগর দত্ত হাসপাতালের তরফে নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হাসপাতালের প্যারা-ক্লিনিক্যাল এবং ক্লিনিক্যাল বিভাগের জন্য সিনিয়র রেসিডেন্ট প্রয়োজন। চুক্তির ভিত্তিতে ওই পদে কাজ করতে হবে। মোট কত জন ব্যক্তিকে ওই পদে নিয়োগ করা হবে, তা প্রাপ্ত আবেদনপত্রের উপর ভিত্তি করে ঠিক করা হবে।
এই পদে ডক্টর অফ মেডিসিন (এমডি), মাস্টার অফ সার্জারি (এমএস) কিংবা ডিপ্লোম্যাট অফ ন্যাশনাল বোর্ড (ডিএনবি) ডিগ্রি অর্জন করেছেন, এমন প্রার্থীদের নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। তবে আবেদনকারীদের ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিল অনুমোদিত রেজিস্ট্রেশন নম্বর থাকা বাধ্যতামূলক।
সংশ্লিষ্ট বিভাগের তরফে ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে নেওয়া হবে। সশরীরে হাসপাতালের প্রিন্সিপাল কনফারেন্স রুমে জীবনপঞ্জি, শিক্ষাগত যোগ্যতা এবং কর্মজীবনের শংসাপত্রের মতো গুরুত্বপূর্ণ নথি নিয়ে উপস্থিত থাকতে হবে। ওই ঠিকানায় ২৮ মার্চ সকাল সাড়ে ১০টার মধ্যে উপস্থিত থাকতে হবে।
এই পদে আবেদনের জন্য অফলাইনে যোগাযোগ করতে হবে। বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানায় ডাকযোগে কিংবা সশরীরে উপস্থিত হয়ে আবেদনপত্র জমা দিতে হবে। ২৮ নভেম্বর বেলা সাড়ে ১০টার মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। ওই নির্দিষ্ট সময়ের শেষে আর কোনও আবেদন গ্রহণ করা হবে না। এই বিষয়ে আরও তথ্য জেনে নিতে প্রার্থীদের প্রতিষ্ঠানের ওয়েবসাইটে গিয়ে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy