পূর্ব বর্ধমানের বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে অবসরপ্রাপ্তদের জন্য কাজের সুযোগ। সেই মর্মে সম্প্রতি জেলার প্রশাসনিক ওয়েবসাইটে একটি নিয়োগ-বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। হাসপাতালে চুক্তির ভিত্তিতে কর্মী নিয়োগ করা হবে। প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে ইন্টারভিউয়ের মাধ্যমে। এর জন্য আগে থেকে আবেদন জানাতে হবে না প্রার্থীদের।
হাসপাতালে নিয়োগ হবে ফেসিলিটি ম্যানেজার পদে। শূন্যপদ রয়েছে পাঁচটি। এই পদে এক বছরের জন্য কাজের সুযোগ রয়েছে। তবে নিযুক্তদের বয়স ৬৫ বছর হওয়ার আগেই সংশ্লিষ্ট পদ থেকে সরে আসতে হবে। নিযুক্তদের পারিশ্রমিক হবে ১৪,০০০ টাকা প্রতি মাসে।
আরও পড়ুন:
-
এনআইটি দুর্গাপুরে একটি যৌথ প্রকল্পে কাজের সুযোগ, নিয়োগ ইন্টারভিউয়ের মাধ্যমে
-
বারাসতের ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটিতে পিএইচডির সুযোগ, কারা আবেদন করতে পারবেন?
-
ইগনুতে শুরু স্প্যানিশ ভাষার এমএ কোর্সের ভর্তি প্রক্রিয়া, কারা আবেদন করতে পারবেন?
-
কলকাতায় নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে কাজের সুযোগ, শূন্যপদ ৩০টি
-
ইউকো ব্যাঙ্কে চাকরির সুযোগ, কর্মস্থল কলকাতায় ব্যাঙ্কের সদর দফতরে, শূন্যপদ ক’টি?
আবেদনকারীদের অবসরপ্রাপ্ত কর্মী হতে হবে। থাকতে হবে শারীরিক সক্ষমতা এবং পেশাদারি দক্ষতা। তুলনামূলক কমবয়সিদের এই পদে নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।
হাসপাতালে আগামী ২৯ জানুয়ারি নিয়োগের ইন্টারভিউয়ের আয়োজন করা হবে। বিজ্ঞপ্তিতে সময়ের উল্লেখ করা হয়নি। ওই দিন প্রার্থীদের জীবনপঞ্জি-সহ অন্যান্য নথি সঙ্গে নিয়ে যথাস্থানে পৌঁছে যেতে হবে। এই বিষয়ে বিশদ জানতে আগ্রহীদের প্রথমে জেলার প্রশাসনিক ওয়েবসাইটে যেতে হবে। এর পর সেখানে ‘রিক্রুটমেন্ট’ বিভাগ থেকে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।