স্নাতকোত্তীর্ণদের কেন্দ্রীয় সংস্থায় কাজের সুযোগ। এই মর্মে ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্টস ইন্ডিয়া লিমিটেড (বেসিল)-এর তরফে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
কোন পদে নিয়োগ করা হবে?
ফিল্ড অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হবে। চুক্তি অনুযায়ী, তিন মাস বা তার বেশি সময় কাজ করতে হবে। শূন্যপদ একটি।
কারা আবেদন করতে পারবেন?
যে কোনও বিষয়ে স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে স্নাতকোত্তীর্ণ প্রার্থীদের নিয়োগ করা হবে।
আরও পড়ুন:
আবেদনের শর্তাবলি:
- প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
- নাম নথিভুক্ত করার জন্য অ্যাপ্লিকেশন ফি জমা দিতে হবে।
- ইমেলের মাধ্যমে স্কিল টেস্ট/ ইন্টারভিউয়ের জন্য ডেকে পাঠানো হবে।
- সমস্ত নথি সঠিক ভাবে পেশ করার পরেই আবেদন পত্র পাঠাতে হবে।
- বিজ্ঞপ্তিতে উল্লিখিত মেল আইডিতেই এক মাত্র আবেদনপত্র গ্রহণ করা হবে।
অন্যান্য শর্তাবলি:
- ফিল্ড আসিস্ট্যান্ট বা সমতুল্য পদে কর্মরত ব্যক্তিদের নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।
- কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে দক্ষ হওয়া প্রয়োজন।
- হিন্দি ভাষায় সাবলীল ভাবে কথা বলতে এবং লিখতে জানা দরকার।
- দিল্লি বা পার্শ্ববর্তী অঞ্চলের বাসিন্দা হলে অগ্রাধিকার দেওয়া হবে।
বয়স:
আবেদনকারীদের বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে হওয়া প্রয়োজন।
বেতন:
এই পদে নির্বাচিত প্রার্থী মাসে ২২ হাজার ৭৪৪ টাকা বেতন হিসেবে পাবেন।
পদ এবং নিয়োগ সংক্রান্ত আরও তথ্য জানতে ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্টস ইন্ডিয়া লিমিটেড (বেসিল)-এর ওয়েবসাইট দেখে নিতে হবে।