ভারত ইলেকট্রনিক্স লিমিটেড। ছবি: সংগৃহীত
কেন্দ্রীয় সংস্থায় স্থায়ী পদে চাকরির সুযোগ খুঁজছেন? কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্থ সংস্থা ভারত ইলেকট্রনিক্স লিমিটেডে প্রকাশিত হয়েছে এমনই একটি নিয়োগের বিজ্ঞপ্তি। বিজ্ঞপ্তি অনুযায়ী, মোট ১১টি শূন্যপদে স্থায়ী কর্মী হিসেবে নিয়োগ করা হবে স্নাতকোত্তর প্রার্থীদের। তবে নিয়োগ এবং আবেদন সংক্রান্ত বিষয়ে রয়েছে বেশ কিছু শর্তাবলি।
আবেদনকারীদের কোন বিষয়ে স্নাতকোত্তর হওয়া প্রয়োজন?
‘ফোটোনিক্স’, ‘অ্যাপ্লায়েড অপটিক্স’, ‘অপটিক্যাল ইঞ্জিনিয়ারিং’ বিষয়ে মাস্টার ইন সায়েন্স (এমএসসসি) কিংবা ‘লেজার’, ‘অপটো ইলেকট্রনিক্স’, ‘অপটিক্যাল ইঞ্জিনিয়ারিং’ বিষয়ে মাস্টার ইন ইঞ্জিনিয়ারিং (এমই) কিংবা মাস্টার ইন টেকনোলজি (এমটেক) সঙ্গে স্নাতকস্তরে ইলেকট্রনিক্স’ বিষয়ে ইঞ্জিনিয়ারিং কিংবা টেকনোলজি-র ডিগ্রি থাকা প্রয়োজন। এই সমস্ত প্রার্থীরা ‘প্রবেশনারি ইঞ্জিনিয়ার’ পদের জন্য আবেদন করতে পারবেন।
সিনিয়র ইঞ্জিনিয়ার পদে আবেদনকারীদের ক্ষেত্রে ‘ইলেকট্রনিক্স’ বিষয়ে স্নাতক কিংবা স্নাতকোত্তর স্তরে ইঞ্জিনিয়ারিং অথবা টেকনোলজির ডিগ্রি থাকা দরকার। এ ছাড়াও যাঁরা ‘মেকানিক্যাল’ বিভাগে স্নাতক কিংবা স্নাতকোত্তর ইঞ্জিনিয়ারিং অথবা টেকনোলজির ডিগ্রি লাভ করেছেন, তাঁরা আবেদন জানাতে পারবেন।
পদ সংখ্যা:
‘প্রবেশনারি ইঞ্জিনিয়ার’ পদে ওবিসি (এনসিএল) ২, তফসিলি উপজাতি ১ এবং অন্যান্য প্রার্থীদের জন্য ৩টি শূন্যপদ রয়েছে।
‘সিনিয়র ইঞ্জিনিয়ার’ পদে ওবিসি (এনসিএল) ১, তফসিলি উপজাতি ১ এবং অন্যান্য প্রার্থীদের জন্য ৩টি শূন্যপদ রয়েছে।
বয়স:
‘প্রবেশনারি ইঞ্জিনিয়ার’ পদে যাঁরা আবেদন করবেন, তাঁদের বয়স হতে হবে ২৫ থেকে ২৭ বছরের মধ্যে।
অনূর্ধ্ব ৩২ বছর বয়সি প্রার্থীদের আবেদন গৃহীত হবে সিনিয়র ইঞ্জিনিয়ার পদে।
পূর্ব অভিজ্ঞতা:
‘সিনিয়র ইঞ্জিনিয়ার’ পদে আবেদনকারীদের চার থেকে পাঁচ বছরের প্রাসঙ্গিক অভিজ্ঞতা থাকা প্রয়োজন রয়েছে।
বেতন:
‘প্রবেশনারি ইঞ্জিনিয়ার’-দের মাসিক বেতন হবে ৪০ হাজার থেকে ১ লক্ষ ৪০ হাজারের মধ্যে।
মাসে ৫০ হাজার থেকে ১ লক্ষ ৬০ হাজার বেতন পাবেন ‘সিনিয়র ইঞ্জিনিয়ার’।
ডাকযোগে প্রার্থীদের আবেদন পাঠাতে হবে ০৫ জুলাই, ২০২৩ এর মধ্যে। এই তারিখের পর আর কোনও আবেদন গৃহীত হবে না। প্রার্থীদের আবেদনপত্রের সঙ্গে পাঠাতে হবে অন্যান্য প্রয়োজনীয় নথি। নিয়োগ এবং আবেদন সংক্রান্ত বিষয়ে আরও বিস্তারিত জানতে প্রার্থীদের সংস্থার ওয়েবসাইট দেখে নিতে হবে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy