বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।
বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে রয়েছে কাজের সুযোগ। সেই মর্মে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
জুনিয়র রিসার্চ ফেলো নেওয়া হবে। প্রতিষ্ঠানের তরফে ইনস্টিটিউট অফ এনভায়রনমেন্ট অ্যান্ড সাসটেনেবল ডেভেলপমেন্টের তরফে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। ইসরো রেসপন্ড ফান্ডেড প্রজেক্টে কাজ করতে হবে জেআরএফ-কে। প্রজেক্টির নাম ‘ডেভেলপমেন্ট অফ অ্যালগরিদম ফর হাই ভেজিটেশন ওয়াটার এস্টিমেশন ইউজ়িং অপটিক্যাল/ আইআর অ্যান্ড মাইক্রোওয়েভ স্যাটেলাইট ডেটাসেটস ওভার এগ্রিকালচার ল্যান্ডস’।
প্রতি মাসে ৩১ হাজার টাকা করে দেওয়া হবে। তিন বছরের জন্য রয়েছে প্রজেক্টটিতে কাজের সুযোগ।
আবেদনের কী যোগ্যতা প্রয়োজন?
যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ফিজিক্স/ জিওইনফরমেটিক্স/ সিভিল/ এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং/ কম্পিউটার সায়েন্স/ এনভায়রনমেন্টাল সায়েন্স বিষয়ে মাস্টার অফ টেকনোলজি (এমটেক) অথবা মাস্টার অফ সায়েন্স (এমএসসি) ডিগ্রি থাকতে হবে। প্রার্থীকে ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট/ গ্র্যাজুয়েট অ্যাপ্টিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। আবেদনকারীর বয়স ২৮ বছরের মধ্যে হওয়া দরকার। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।
কী ভাবে আবেদন করবেন?
প্রার্থীকে প্রথমে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে ‘রিক্রুটমেন্ট’-এ গেলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী বিস্তারিত জীবনপঞ্জি এবং প্রয়োজনীয় নথি মেল করতে হবে। ৫ অক্টোবর আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন।
নিয়োগ সংক্রান্ত বিষয়ে বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটি দেখতে পারেন।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy