ভারতীয় রেলের তরফে শিক্ষানবিশ (অ্যাপ্রেন্টিস) নিয়োগ করা হবে। তাঁদের রেলের দক্ষিণ-পূর্ব-মধ্য শাখার নাগপুর ডিভিশন এবং মোতিবাগ ওয়ার্কশপে প্রশিক্ষণ চলবে। মোট শূন্যপদ ৪০৭।
নিযুক্তদের ফিটার, কার্পেন্টার, প্লাম্বার, ইলেক্ট্রনিক্স মেকানিক, মেকানিস্ট, টার্নার-সহ বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ চলাকালীন সরকারি নিয়ম অনুযায়ী অ্যাপ্রেন্টিসেরা ৭,৭০০ টাকা থেকে ৮,০৫০ টাকা ভাতা পাবেন। মোট এক বছরের জন্য তাঁদের প্রশিক্ষণ দেওয়া হবে।
আরও পড়ুন:
উল্লিখিত বিভাগে প্রশিক্ষণ নিতে আগ্রহীদের বয়স ১৫ থেকে ২৪ বছরের মধ্যে হওয়া প্রয়োজন। আবেদনকারীদের স্নাতক স্তরে, দশমের পরীক্ষায় এবং আইটিআই কোর্সে প্রাপ্ত নম্বরের নিরিখে বেছে নেওয়া হবে।
আগ্রহীদের অনলাইনে আবেদন জমা দিতে হবে। আবেদনের শেষ দিন ৪ মে। বাছাই প্রার্থীদের সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠান মারফত যোগাযোগ করে নেওয়া হবে। এই বিষয়ে আরও তথ্য জেনে নিতে রেলের দক্ষিণ-পূর্ব-মধ্য শাখার ওয়েবসাইটটি দেখে নিতে পারেন।