পরামর্শদাতা পদে কর্মী প্রয়োজন ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনসের দফতরে। প্রতিষ্ঠানের ফাইন আর্টস, জেনারেল এবং লাইব্রেরি তথা পাবলিকেশন বিভাগে নিযুক্তদের কাজ করতে হবে। তবে কতগুলি পদে কর্মী নিয়োগ করা হবে, সেই বিষয়ে কোনও তথ্য প্রতিষ্ঠানের তরফে জানানো হয়নি।
ফাইন আর্টস বিভাগের পরামর্শদাতাকে ফাইন আর্টসে স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্ন হতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে আগে অন্তত তিন বছর কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন।
আরও পড়ুন:
লাইব্রেরি সায়েন্সে স্নাতকোত্তর যোগ্যতা আছে এবং তিন বছর বা তার বেশি সময়ের জন্য পরামর্শদাতা হিসাবে কাজের অভিজ্ঞতা রয়েছে, এমন ব্যক্তিরা লাইব্রেরি তথা পাবলিকেশন বিভাগে কাজের জন্য আবেদনের সুযোগ পাবেন।
জেনারেল বিভাগের পরামর্শদাতা হিসাবে সাংস্কৃতিক বিষয়ে গবেষণার অভিজ্ঞতা এবং পিএইচডি ডিগ্রি রয়েছে, এমন ব্যক্তির আবেদন গ্রহণ করা হবে। এ ক্ষেত্রে তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকা বাঞ্ছনীয়।
প্রার্থীদের বয়স ৪০ বছরের মধ্যে হওয়া আবশ্যক। নির্দিষ্ট সময়ের চুক্তিতে নিযুক্তদের কাজ করতে হবে। আগ্রহীরা ইমেল মারফত আবেদন পাঠাতে পারবেন। আবেদনের শেষ দিন ১৬ ফেব্রুয়ারি। বাছাই করা প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য ডেকে নেওয়া হবে।