ভারত হেভি ইলেক্ট্রিক্যালস লিমিটেডে কর্মখালি। প্রতিষ্ঠানের নয়া দিল্লির দফতরে জেনারেল ম্যানেজার এবং অ্যাডিশনাল জেনারেল ম্যানেজার পদে কর্মী নিয়োগ করা হবে। মোট শূন্যপদ আটটি। তবে পদ-সংখ্যা পরিবর্তিত হতে পারে।
এই কাজে বিজ়নেস অ্যাডমিনিস্ট্রেশনে স্নাতকোত্তর যোগ্যতা আছে, এমন ব্যক্তিদের বেছে নেওয়া হবে। তবে, যাঁরা ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল কিংবা বিজ্ঞান শাখার কোনও বিষয়ে স্নাতক হয়েছেন, তাঁরাও আবেদন করতে পারবেন। এ ক্ষেত্রে প্রার্থীদের ২৩ বছর অ্যাডিশনাল জেনারেল ম্যানেজার কিংবা ২৭ বছর জেনারেল ম্যানেজার পদে কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন।
আরও পড়ুন:
আবেদনকারীদের বয়স ৫৬ বছরের মধ্যে হতে হবে। তাঁদের যোগ্যতা যাচাই করা হবে ইন্টারভিউয়ের মাধ্যমে। যে সমস্ত প্রার্থীরা বর্তমানে কেন্দ্র বা রাজ্য অধীনস্থ সংস্থায় কাজ করছেন, তাঁদের আবেদনপত্রের সঙ্গে নো অবজেকশন সার্টিফিকেট জমা দেওয়া আবশ্যক।
আগ্রহীরা ডাকযোগে আবেদন করতে পারবেন। ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে। আবেদনমূল্য ৪০০ টাকা। এই সংক্রান্ত তথ্যের জন্য নিয়মিত ভাবে ভারত হেভি ইলেক্ট্রিক্যালস লিমিটেডের ওয়েবসাইটে নজর রাখতে পারেন।