অমিত শাহ। —ফাইল চিত্র।
রাজ্যে বিজেপি ক্ষমতায় এলেই সুন্দরবনকে আলাদা জেলা ঘোষণা করা হবে। নীলবাড়ির লড়াইে এ বার নয়া প্রতিশ্রুতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর। ২০২১-এ বাংলায় বিজেপি-কে জয় যুক্ত করলে, তার এক বছরের মধ্যেই সুন্দরবনকে পৃথক জেলা ঘোষণা করা হবে বলে রাজ্যবাসীকে প্রতিশ্রুতি দিলেন শাহ।
মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনার গোসাবায় দলের জনসভায় অংশ নেন শাহ। সেখানেই সুন্দরবন-কে নিয়ে নিজেদের পরিকল্পনার কথা জানান তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে বলেন, ‘‘২০১৫, ’১৬ এবং ১৯-এও দিদি বলেছিলেন, সুন্দরবনকে জেলা ঘোষণা করবেন। আপনারাই বলুন, আজ পর্যন্ত সুন্দরবন জেলার মর্যাদা পেয়েছে কি? আমি কথা দিচ্ছি, আপনারা শুধু বিজেপি-র মুখ্যমন্ত্রী নিয়ে আসুন। এক বছরের মধ্যে সুন্দরবনকে জেলা ঘোষণা করার কাজ সম্পূর্ণ করব আমরা।’’
বাংলায় বিজেপি ক্ষমতায় এলে সুন্দরবনে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস (এমস)-এর শাখা গড়ে তোলা হবে বলেও প্রতিশ্রুতি দেন শাহ। তিনি জানান, রাজ্যে বিজেপি সরকার গড়লে মাথা পিছু ৩ লক্ষ টাকা করে বিমা পাবেন মৎস্যজীবীরা। বাঘ সংরক্ষণে আলাদা ভাবে ব্যবস্থা নেওয়া হবে। শাহ বলেন, ‘‘দিদি সুন্দরবনের সঙ্গে অন্যায় করেছেন। আমরা সুন্দরবনকে দেশের অন্যতম উন্নত এলাকা হিসেবে গড়ে তুলব।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy