বাঁকুড়ার তিলাবেদিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। —নিজস্ব চিত্র
ভোটপ্রচারে ফের রাজ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার বাঁকুড়ায় জনসভা তাঁর। একই দিনে রাজ্যে সভা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। পূর্ব মেদিনীপুরের এগরায় সভা করেন তিনি। বাঁকুড়ার তিলাবেদিয়ার সভা থেকে মোদী কী বার্তা দেন সে দিকে তাকিয়ে রাজনৈতিক মহল। ইতিমধ্যেই সভাস্থলে পৌঁছেছেন তিনি। সভাস্থল পরিক্রমার পর তিনি ওঠেন মঞ্চে। বাঁকুড়া জেলার প্রার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর পরিচয় করিয়ে দেওয়া হয়। এর পর বক্তৃতা শুরু করেন মোদী।
কী বললেন নরেন্দ্র মোদী
• ‘আসল পরিবর্তন’-এর পক্ষে সওয়াল মোদীর
• এখন থেকেই ইভিএম নিয়ে নানা কথা বলতে শুরু করেছেন মমতা
• যে প্রকল্পে দুর্নীতি করা যায় না, তা তৃণমূল চালু করে না, তোপ মোদীর
• বিজেপি স্কিমে চলে, তৃণমূল চলে স্ক্যামে, অভিযোগ মোদীর
• ডাবল ইঞ্জিনের সরকার আনতে সব বাধা দূর করুন
• ডাবল ইঞ্জিন সরকার বাঁকুড়ার টেরাকোটা শিল্পে নজর দেবে
• বিজেপি ক্ষমতায় এলে বাঁকুড়ায় পর্যটনে জোর দেওয়া হবে, জোর দেওয়া হবে স্থানীয় শিল্পেও
• ডাবল ইঞ্জিন সরকার এলেই বাঁকুড়ায় জলপ্রকল্প
• বিজেপি ক্ষমতায় এনে নতুন শিক্ষানীতি জারি হবে
• দুর্নীতিমুক্ত সরকার গড়তে বিজেপি-কে ক্ষমতায় আনা প্রয়োজন
• সোনালি সময় বাম, কংগ্রেস এবং তৃণমূল নষ্ট করেছে, অভিযোগ মোদীর
• সোনার বাংলার স্বপ্নকে সাকার করতে বিজেপি-কে ভোট দিন
• রাজ্যে ডাবল ইঞ্জিন সরকার হবে, দাবি মোদীর
• আমার চেহারা দেখুন বা না দেখুন, কিন্তু বিজেপি-র কার্যকর্তাদের চেহারা আপনার দীর্ঘ সময় মনে থাকবে, দাবি মোদীর
• যত দিদিকে প্রশ্ন করি, তত উনি আমার উপরে ক্ষুব্ধ হন। উনি আমার চেহারা পছন্দ করেন না, দাবি মোদীর
• গত ১০ বছরে দিদি রাজ্যবাসীর সঙ্গে খেলে, আপনার মন ভরেনি? এখনও বলছেন খেলা হবে? এ বার খেলা শেষ হবে, বিকাশ আরম্ভ হবে।
• দিদি, আপনি ভেবেছিলেন কেউ কোনও প্রশ্ন করবে না। কিন্তু গোটা রাজ্য প্রশ্ন করছে, কেন্দ্র কোটি কোটি টাকা রাজ্যকে দিয়েছে। কিন্তু বাঁকুড়ায় জল নেই কেন? জমিতে জল নেই কেন?
• এ রাজ্যের মানুষের স্বপ্নকে লাথি মারতে দেব না, দাবি মোদীর
• দিদি, আমি আপনাকে বাংলার বিকাশকে লাথি মারতে দেব না
• আমি দেশের জন্য নিজের মাথা উৎসর্গ করেছি, দাবি মোদীর
• তৃণমূল কর্মীরা আমার মাথার উপরে দিদির পায়ের ছবি আঁকছেন
• রাজ্যের মানুষ তৃণমূলকে ভোটে শিক্ষা দিতে চায়, এটা দেখে দিদি ঘাবড়ে গিয়েছেন।
• দিদি, আপনি যদি ১০ বছর আগে এই রূপ দেখাতেন, তা হলে বাংলায় আপনার সরকার হত না
• মমতা তোষণ আর ভোটব্যাঙ্কের রাজনীতি করেন, অভিযোগ মমতার
• ফের মোদীর মুখে রাম নাম
• বিজেপি এলে মায়ের পূজা হবে, মানুষের সম্মান হবে, দাবি মোদীর
• দিদি, সিন্ডিকেট, কাটমানির খেলা চলবে না
• দুর্নীতিবাজদের খেলা চলবে না, মন্তব্য মোদীর
• বাংলায় এমন একটা সরকার আসছে, যারা দুর্নীতিবাদদের জেলে ভরবে
• বাংলায় এমন একটা সরকার আসছে, যারা পাইপয়সা পর্যন্ত মানুষের কাছে পৌঁছে দেবে
• বাংলার মানুষ স্থির করেছেন, ২ মে দিদি যাচ্ছে, আর আসল পরিবর্তন আসছে
• কিন্তু মানুষ চুপচাপ পদ্ম চিহ্নে ভোট দিয়ে বিজেপি-কে জিতিয়েছেন
• অনেক কষ্টে মিছিল করেছিলাম। এখানকার মানুষকে ভয় দেখাতে দিদি অনেক কিছু করেছিলেন
• লোকসভার সময় যখন এসেছিলাম তখন দিদি কী কী করেছিলেন মনে আছে?
• ফের রবীন্দ্রনাথের গানের লাইন মোদীর মুখে
শনিবারই খড়্গপুরে সভা করেছিলেন মোদী। তার ২৪ ঘণ্টার মধ্যে ফের রাজ্য সফরে প্রধানমন্ত্রী। তার আগে বুধবার পুরুলিয়ায় সভা করেন তিনি। সেই অর্থে ৫ দিনে মোদীর তৃতীয় সভা রাজ্যে। রাজ্যে প্রথম দফার ভোটগ্রহণ আগামী ২৭ মার্চ। তার আগে শেষ রবিবার কাজে লাগাতে প্রচারে ঝাঁপাচ্ছেন প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
এর পর আগামী ২৪ মার্চও রাজ্যে আসার কথা মোদীর। ওই দিন কঁথিতে জনসভা রয়েছে তাঁর। রবিবার মোদী যখন রাজ্যে সফরে আসবেন, ঠিক তার কিছুক্ষণের মধ্যে দলের ইস্তাহার প্রকাশ করার কথা অমিতের। পূর্ব মেদিনীপুর থেকে কলকাতায় ফিরে ইস্তাহার প্রকাশ করার কথা অমিতের।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy