Advertisement
২৫ নভেম্বর ২০২৪
becharam manna

Bengal Polls: স্থাবর-অস্থাবর মিলিয়ে সস্ত্রীক বেচারামের মোট সম্পত্তি প্রায় ২ কোটি টাকার

নির্বাচন কমিশনের কাছে দেওয়া হলফনামায় বেচারাম জানিয়েছেন, তাঁর হাতে মাত্র ১৮ হাজার ৪২৫ টাকা নগদ রয়েছে।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০২১ ১৩:২৯
Share: Save:
০১ ১৭
ভোট বড় বালাই। যে কারণে শুধু পায়ে হেঁটে গত ১ মাসে ৫ কোজি ওজন কমিয়ে ফেলেছেন তৃণমূল প্রার্থী বেচারাম মান্না। সিঙ্গুর তথা রাজ্য রাজনীতিতে ‘মাস্টারমশাই’ বলে পরিচিত ৯০ ছুঁইছুঁই রবীন্দ্রনাথ ভট্টাচার্য তাঁর প্রতিদ্বন্দ্বী।

ভোট বড় বালাই। যে কারণে শুধু পায়ে হেঁটে গত ১ মাসে ৫ কোজি ওজন কমিয়ে ফেলেছেন তৃণমূল প্রার্থী বেচারাম মান্না। সিঙ্গুর তথা রাজ্য রাজনীতিতে ‘মাস্টারমশাই’ বলে পরিচিত ৯০ ছুঁইছুঁই রবীন্দ্রনাথ ভট্টাচার্য তাঁর প্রতিদ্বন্দ্বী।

০২ ১৭
দু’জনই সিঙ্গুরের ভূমিপুত্র, সিঙ্গুর বিধানসভা আসনের জন্য লড়ছেন। দু’জনেই ক্ষমতাশালীও। বেচারাম মান্নার সেই  ক্ষমতার কিছুটা আভাস পাওয়া যায় তাঁর হলফনামা থেকে।

দু’জনই সিঙ্গুরের ভূমিপুত্র, সিঙ্গুর বিধানসভা আসনের জন্য লড়ছেন। দু’জনেই ক্ষমতাশালীও। বেচারাম মান্নার সেই ক্ষমতার কিছুটা আভাস পাওয়া যায় তাঁর হলফনামা থেকে।

০৩ ১৭
নির্বাচন কমিশনের কাছে দেওয়া হলফনামায় বেচারাম জানিয়েছেন, তাঁর হাতে মাত্র ১৮ হাজার ৪২৫ টাকা নগদ রয়েছে। তাঁর স্ত্রীর হাতে রয়েছে ১৪ হাজার ৭৭০ টাকা।

নির্বাচন কমিশনের কাছে দেওয়া হলফনামায় বেচারাম জানিয়েছেন, তাঁর হাতে মাত্র ১৮ হাজার ৪২৫ টাকা নগদ রয়েছে। তাঁর স্ত্রীর হাতে রয়েছে ১৪ হাজার ৭৭০ টাকা।

০৪ ১৭
পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, এসবিআই এবং এইচডিএফসি মিলিয়ে মোট ৫টি সেভিংস অ্যাকাউন্টে রয়েছে ৬ লাখ ৫১ হাজার ৮৪৪ টাকা।

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, এসবিআই এবং এইচডিএফসি মিলিয়ে মোট ৫টি সেভিংস অ্যাকাউন্টে রয়েছে ৬ লাখ ৫১ হাজার ৮৪৪ টাকা।

০৫ ১৭
তাঁর স্ত্রীর ইন্ডিয়ান ব্যাঙ্কে ৩ লাখ ৯ হাজার ৬১১ টাকার একটি স্থায়ী আমানত রয়েছে এবং বিভিন্ন ব্যাঙ্কের সেভিংস অ্যাকাউন্টে রয়েছে মোট ৭ লাখ ১২ হাজার ৬৩৬টাকা।

তাঁর স্ত্রীর ইন্ডিয়ান ব্যাঙ্কে ৩ লাখ ৯ হাজার ৬১১ টাকার একটি স্থায়ী আমানত রয়েছে এবং বিভিন্ন ব্যাঙ্কের সেভিংস অ্যাকাউন্টে রয়েছে মোট ৭ লাখ ১২ হাজার ৬৩৬টাকা।

০৬ ১৭
ডাকঘর, জীবনবিমা বা আর অন্য কোনও পলিসি নেই বেচারামের নামে। তবে তাঁর স্ত্রীর নামে একটি রয়েছে ১৫ হাজার টাকার পলিসি এবং এলআইসি রয়েছে ৮১ হাজার ৭৯৬ টাকার।

ডাকঘর, জীবনবিমা বা আর অন্য কোনও পলিসি নেই বেচারামের নামে। তবে তাঁর স্ত্রীর নামে একটি রয়েছে ১৫ হাজার টাকার পলিসি এবং এলআইসি রয়েছে ৮১ হাজার ৭৯৬ টাকার।

০৭ ১৭
দু’জনের মোট ৩টি গাড়ি রয়েছে। ২০১৬ সালে ৮ লাখ ৮৯ হাজার টাকা দিয়ে একটি স্করপিও গাড়ি কিনেছিলেন বেচারাম। এর আগে একটি পুরনো হন্ডা সিটি গাড়ি কিনেছিলেন তিনি। তার বর্তমান মূল্য এখন ১০ হাজার টাকা। তাঁর স্ত্রীর নামে ১৯৯৯ সালে কেনা একটি গাড়ির উল্লেখ রয়েছে হলফনামায়। যার মূল্য এখন ১৪ হাজার টাকা।

দু’জনের মোট ৩টি গাড়ি রয়েছে। ২০১৬ সালে ৮ লাখ ৮৯ হাজার টাকা দিয়ে একটি স্করপিও গাড়ি কিনেছিলেন বেচারাম। এর আগে একটি পুরনো হন্ডা সিটি গাড়ি কিনেছিলেন তিনি। তার বর্তমান মূল্য এখন ১০ হাজার টাকা। তাঁর স্ত্রীর নামে ১৯৯৯ সালে কেনা একটি গাড়ির উল্লেখ রয়েছে হলফনামায়। যার মূল্য এখন ১৪ হাজার টাকা।

০৮ ১৭
বেচারামের কাছে ১ লাখ টাকা মূল্যের  এবং স্ত্রীর কাছে ৫ লাখ টাকা মূল্যের  সোনার গয়না রয়েছে।

বেচারামের কাছে ১ লাখ টাকা মূল্যের এবং স্ত্রীর কাছে ৫ লাখ টাকা মূল্যের সোনার গয়না রয়েছে।

০৯ ১৭
এ ছাড়া আসবাব এবং অন্যান্য মূল্যবান দ্রব্যা রয়েছে ১৮ লাখ ৫০ হাজার ৬০ টাকার এবং স্ত্রীর রয়েছে ১৬ লাখ ৭৪ হাজার ৪৯৫ টাকার।

এ ছাড়া আসবাব এবং অন্যান্য মূল্যবান দ্রব্যা রয়েছে ১৮ লাখ ৫০ হাজার ৬০ টাকার এবং স্ত্রীর রয়েছে ১৬ লাখ ৭৪ হাজার ৪৯৫ টাকার।

১০ ১৭
বেচারামের মোট অস্থাবর সম্পত্তি ৩৫ লাখ ১৯ হাজার ৩২৯ টাকা এবং স্ত্রীর অস্থাবর সম্পত্তির পরিমাণ ৩৩ লাখ ২২ হাজার ৩১০ টাকা।

বেচারামের মোট অস্থাবর সম্পত্তি ৩৫ লাখ ১৯ হাজার ৩২৯ টাকা এবং স্ত্রীর অস্থাবর সম্পত্তির পরিমাণ ৩৩ লাখ ২২ হাজার ৩১০ টাকা।

১১ ১৭
বেচারাম এবং স্ত্রীর নামে একাধিক জমি রয়েছে। গাজিপুর এবং বাজেমেলিয়ার চাষের জমি রয়েছে। ২০১৬ এবং ২০১৭ সালে জমি দু’টি মোট ১৪ লাখ ২০ হাজার টাকায় কিনেছিলেন তিনি। এখন জমি দু’টির দাম বেড়ে হয়েছে ৩২ লাখ ৮২ হাজার ৪৩৪ টাকা।

বেচারাম এবং স্ত্রীর নামে একাধিক জমি রয়েছে। গাজিপুর এবং বাজেমেলিয়ার চাষের জমি রয়েছে। ২০১৬ এবং ২০১৭ সালে জমি দু’টি মোট ১৪ লাখ ২০ হাজার টাকায় কিনেছিলেন তিনি। এখন জমি দু’টির দাম বেড়ে হয়েছে ৩২ লাখ ৮২ হাজার ৪৩৪ টাকা।

১২ ১৭
গাজিপুরে তাঁর স্ত্রীর নামে দু’টি জমি রয়েছে। যেগুলো তিনি যথাক্রমে মা এবং বোনের থেকে উপহার হিসাবে পেয়েছিলেন। তার মূল্য ৩৮ লাখ ৭৯ হাজার ১০২ টাকা।

গাজিপুরে তাঁর স্ত্রীর নামে দু’টি জমি রয়েছে। যেগুলো তিনি যথাক্রমে মা এবং বোনের থেকে উপহার হিসাবে পেয়েছিলেন। তার মূল্য ৩৮ লাখ ৭৯ হাজার ১০২ টাকা।

১৩ ১৭
এ ছাড়া গাজিপুরেই ৫ শতকের একটি বসত জমি, ১ শতকের পুকুর রয়েছে। এখন যার দাম ২০ লাখ ৮৪ হাজার ২৮৪ টাকা। গাজিপুরে তাঁর স্ত্রীর নামে ০.০৪৭ শতকের একটি বাস্তু জমি রয়েছে। যার দাম এখন ১ লাখ ১৭ হাজার ৫০০ টাকা।

এ ছাড়া গাজিপুরেই ৫ শতকের একটি বসত জমি, ১ শতকের পুকুর রয়েছে। এখন যার দাম ২০ লাখ ৮৪ হাজার ২৮৪ টাকা। গাজিপুরে তাঁর স্ত্রীর নামে ০.০৪৭ শতকের একটি বাস্তু জমি রয়েছে। যার দাম এখন ১ লাখ ১৭ হাজার ৫০০ টাকা।

১৪ ১৭
এছাড়া বেচারামের নামে ১৪৮০ বর্গ ফুটের একটি ফ্ল্যাটের উল্লেখ রয়েছে হলফনামায়। যা তিনি পারিবারিক সূত্রে পেয়েছেন। তার মূল্য এখন ২৯ লাখ ৭৮ হাজার ৪৮০ টাকা।

এছাড়া বেচারামের নামে ১৪৮০ বর্গ ফুটের একটি ফ্ল্যাটের উল্লেখ রয়েছে হলফনামায়। যা তিনি পারিবারিক সূত্রে পেয়েছেন। তার মূল্য এখন ২৯ লাখ ৭৮ হাজার ৪৮০ টাকা।

১৫ ১৭
অর্থাৎ ৮৩ লাখ ৪৫ হাজার ১৯৮ টাকার অস্থাবর সম্পত্তির মালিক বেচারাম এবং তাঁর স্ত্রী ৩৯ লাখ ৯৬ হাজার ৬০২ টাকার অস্থাবর সম্পত্তির মালিক।

অর্থাৎ ৮৩ লাখ ৪৫ হাজার ১৯৮ টাকার অস্থাবর সম্পত্তির মালিক বেচারাম এবং তাঁর স্ত্রী ৩৯ লাখ ৯৬ হাজার ৬০২ টাকার অস্থাবর সম্পত্তির মালিক।

১৬ ১৭
স্থাবর-অস্থাবর মিলিয়ে বেচারামের মোট সম্পত্তি ১ কোটি ১৮ লাখ ৬৪ হাজার ৫২৭ টাকা এবং স্ত্রীর সম্পত্তির পরিমাণ ৭৩ লাখ ১৮ হাজার ৯১২ টাকা।

স্থাবর-অস্থাবর মিলিয়ে বেচারামের মোট সম্পত্তি ১ কোটি ১৮ লাখ ৬৪ হাজার ৫২৭ টাকা এবং স্ত্রীর সম্পত্তির পরিমাণ ৭৩ লাখ ১৮ হাজার ৯১২ টাকা।

১৭ ১৭
১০ লাখ ২২ হাজার ৭০৩ টাকার গৃহ ঋণ রয়েছে এবং৩ লাখ ৪৬ হাজার ৩৪০ টাকার গাড়ি ঋণ রয়েছে বেচারামের।

১০ লাখ ২২ হাজার ৭০৩ টাকার গৃহ ঋণ রয়েছে এবং৩ লাখ ৪৬ হাজার ৩৪০ টাকার গাড়ি ঋণ রয়েছে বেচারামের।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy