Advertisement
৩১ ডিসেম্বর ২০২৪
West Bengal Assembly Election 2021

Bengal Polls: তফসিলিদের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্যের অভিযোগে সুজাতা খাঁর গ্রেফতারি দাবি বিজেপি-র

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি রাজ্যে ভোট প্রচারে এসে সুজাতার নাম না করে দলিতদের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্যের অভিযোগ তুলেছিলেন।

মেদিনীপুর শহরে বিজেপি-র অবস্থান-বিক্ষোভ।

মেদিনীপুর শহরে বিজেপি-র অবস্থান-বিক্ষোভ। নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০২১ ১৯:৪২
Share: Save:

আরামবাগ বিধানসভার তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল খাঁয়ের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের দাবিতে পথে নামল বিজেপি। পদ্ম-শিবিরের অভিযোগ, তপসিলি জাতিভুক্তদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন সুজাতা। তাই বি আর অম্বেডকরের জন্মদিবসে সুজাতার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা এবং গ্রেফতারির দাবিতে বুধবার মেদিনীপুরে অবস্থান-বিক্ষোভে বসেন পশ্চিম মেদিনীপুর জেলা বিজেপি-র নেতা-কর্মীরা। জেলাশাসককে লিখিত আকারে অভিযোগও জানিয়েছেন তাঁরা। পাশাপাশি, ঝাড়গ্রামের জেলাশাসক এবং দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারের মহকুমা শাসকের দফতরেও একই দাবিতে স্মারকলিপি দেওয়া হয়েছে বিজেপি-র তরফে।

বুধবার সকালে মেদিনীপুর শহরের কালেক্টরেট মোড়ে বিজেপি-র অবস্থান-বিক্ষোভ শুরু হয়। করোনা বিধি মেনে শারীরিক দূরত্ব বজায় রেখেই আন্দোলন করা হয়েছে বলে দাবি বিজেপির জেলা সহ-সভাপতি অরূপ দাসের। তিনি বলেন, ‘‘দিন কয়েক আগে সুজাতা খাঁ যে অবমাননাকর মন্তব্য করেছেন, তার জন্য তপসিলি জনগোষ্ঠীর মানুষদের কাছে তাঁকে ক্ষমা চাইতে হবে।’’

বিজেপি-র অভিযোগ, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ভাবে বক্তব্যে অপসংস্কৃতি তুলে ধরছেন, সেই ধারাই বজায় রেখেছেন তাঁর দল তৃণমূলের নেতা-কর্মীরা। সুজাতার বক্তব্যেও সেই অপসংস্কৃতির উদাহরণ দেখা গিয়েছে। অরূপ বলেন, ‘‘নির্বাচন কমিশনের কাছে আবেদন জানাব, যাতে প্রার্থী সুজাতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। সেই সঙ্গে তাঁকে গ্রেফতার করার দাবি জানানো হয়েছে প্রশাসনের কাছে। তপসিলি সম্প্রদায়ের মানুষদের বিরুদ্ধে কুৎসা করার ক্ষমতা কেউ কাউকে দেয়নি।’’

অন্যদিকে, ঝাড়গ্রাম জেলা বিজেপি-র পক্ষ থেকে বুধবার জেলাশাসকের দপ্তরে অতিরিক্ত জেলাশাসক (জেনারেল)-এর কাছে ছ’দফা দাবিতে স্মারকলিপি। দলের জেলা সভাপতি তুফান মাহাত বলেন, ‘‘তপসিলি জাতির প্রতি মমতার আচরণ নির্মম। তৃণমূলের নেতা-নেত্রীরাও দলিতদের প্রতি অসংবেদনশীল এবং উন্নাসিক। সুজাতার মন্তব্য তাঁর এমন মানসিকতাকেই তুলে ধরেছে। দলিত-সহ প্রান্তিক জনগোষ্ঠীকে শুধু ভোটব্যাঙ্ক হিসেবে গণ্য করে তৃণমূল।’’

প্রসঙ্গত, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও সম্প্রতি রাজ্যে ভোট প্রচারে এসে সুজাতার নাম না করে দলিতদের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্যের অভিযোগ তুলেছিলেন। সুজাতার বিরুদ্ধে জাতীয় তফসিলি কমিশনেও অভিযোগ জানিয়েছে বিজেপি।

বিজেপি-র ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলার পক্ষ থেকেও বুধবার বিভিন্ন জায়গায় ধিক্কার মিছিল বার করা হয়। পাশাপাশি, মহকুমা শাসকের কাছে ডেপুটেশন জমা দেওয়া হয়। ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলার বিজেপি আহ্বায়ক দেবাংশু পণ্ডার নেতৃত্বে ডায়মন্ড হারবার শহরে ধিক্কার মিছিল হয়। মহকুমা শাসকের দপ্তরের সামনেও বিক্ষোভ দেখান দলের কর্মী-সমর্থকেরা। পরে ডেপুটি ম্যাজিস্ট্রেট অজয় সেনগুপ্তের হাতে স্মারকলিপি জমা দেয় বিজেপি প্রতিনিধি দল। দেবাংশু বলেন, ‘‘আজ বাবাসাহেব অম্বেডকরের জন্মদিন। তিনি দলিতের অধিকার ও সম্মান প্রতিষ্ঠায় জীবন উৎসর্গ করেছিলেন। তাই আজকের দিনেই আমরা সুজাতার কুরুচিকর মন্তব্যের প্রতিবাদে আন্দোলন করেছি।’’

অন্য বিষয়গুলি:

BJP TMC Jhargram midnapore Dalits South 24 Parganas Scheduled Castes Diamond Harbour West Bengal Assembly Election 2021 Paschim Medinipur Sujata Mondal Khan Bengal Polls 2021
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy