এই মুহূর্তে রাহুলের হাতে আছে নগদ ৮৮ হাজার ৪৯১ টাকা। তাঁর স্ত্রীর কাছে আছে ৫৬ হাজার ৭২২ টাকা।
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৮ এপ্রিল ২০২১ ১২:০৬
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১২
‘বিশ্বজিৎ’ নামটা হারিয়ে গিয়েছে ‘রাহুল’-এর আড়ালে। রাজনৈতিক জগতে তাঁর পরিচয় বিজেপি নেতা রাহুল সিংহ। পোড়খাওয়া এই রাজনীতিক এ বার নির্বাচনের ময়দানে প্রতিদ্বন্দ্বিতা করবেন হাবড়া কেন্দ্রে।
০২১২
নির্বাচন কমিশনে হলফনামা জমা দিয়ে নিজের সম্পত্তির বিবরণ দিয়েছেন রাহুল। ২০১৯-২০ আর্থিক বর্ষে তাঁর উপার্জন ছিল ৪ লক্ষ ৯১ হাজার ১৯০ টাকা। তাঁর স্ত্রী নিবেদিতার উপার্জন ১৩ লক্ষ ৭ হাজার ৫৭০ টাকা।
০৩১২
এই মুহূর্তে রাহুলের হাতে আছে নগদ ৮৮ হাজার ৪৯১ টাকা। তাঁর স্ত্রীর কাছে আছে ৫৬ হাজার ৭২২ টাকা।
০৪১২
রাহুলের নামে ব্যাঙ্কে গচ্ছিত আছে ৩১ লক্ষ ৪৫ হাজার ৬৭৫ টাকা। তাঁর স্ত্রীর কাছে আছে ৫৬ লক্ষ ৪ হাজার ৯০১ টাকা।
০৫১২
শেয়ারবাজারে রাহুল বিনিয়োগ করেছেন ১০ লক্ষ ৫০ হাজার ৪৩ টাকা। স্ত্রী বিনিয়োগ করেছেন ১০ লক্ষ ২১ হাজার ২০৩ টাকা।
০৬১২
ডাকঘর সঞ্চয় প্রকল্প, জীবনবিমা ক্ষেত্রে রাহুলের বিনিয়োগ ৩২ লক্ষ ৩৩ হাজার ৩৪৮ টাকা। তাঁর স্ত্রী বিনিয়োগ করেছেন ৩৯ লক্ষ ৯৭ হাজার ৪৭৬ টাকা।
০৭১২
রাহুল বা তাঁর স্ত্রীর নামে কোনও ব্যাঙ্কঋণ এই মুহূর্তে চলছে না। রাহুলের কাছে ১ লক্ষ ৭৭ হাজার ৫০০ টাকা দামের সোনার গয়না আছে। তাঁর স্ত্রীর কাছে আছে ৭ লক্ষ ৭৮ হাজার ৭৮২ টাকার সোনার গয়না।
০৮১২
কোনও কৃষিজমি না থাকলেও রাহুলের নামে কলকাতার রায়পুর রোডে জমি আছে। ২০১৮ সালে ওই জমি তাঁরা কিনেছিলেন ৫১ লক্ষ ৩৫ হাজার ১ টাকা দিয়ে। জমির পরিমাণ ‘অজ্ঞাত’ বলে জানিয়েছেন রাহুল।
০৯১২
দক্ষিণ কলকাতায় যে বাড়িতে রাহুল থাকেন, সেটি ২০১৮ সালে ৫১ লক্ষ ৩৫ হাজার ১ টাকায় কেনা। রাহুলের নামে কোনও ব্যাঙ্কঋণ চলছে না। তাঁর স্ত্রীর নামে ১ লক্ষ ৯২ হাজার ২৬৮ টাকা এবং ১৭ লক্ষ ৩৩ হাজার ৪১ টাকার ব্যাঙ্কঋণ চলছে।
১০১২
ব্যাঙ্কের বাইরে অন্যত্র রাহুলের নামে ঋণ আছে ১৫ লক্ষ টাকার। তাঁর স্ত্রীর নামে ঋণ আছে ২০ লক্ষ টাকার।
১১১২
হলফনামায় রাহুল নিজের পরিচয় দিয়েছেন ব্যবসায়ী বলে। তাঁর স্ত্রী চাকরি করেন।
১২১২
রাহুলের নামে অস্থাবর সম্পত্তি আছে ৮৩ লক্ষ ৩৭ হাজার ৯৪২ টাকার। তাঁর স্ত্রীর নামে অস্থাবর সম্পত্তির মূল্য ১ কোটি ১৪ লক্ষ ৮৬ হাজার ৪৩৯ টাকা। স্থাবর সম্পত্তির মোট মূল্য তাঁরা জানাননি।