WB Election: Left front announced candidate list of third to eighth phase vote dgtl
CPM
Bengal Polls: আপনার কেন্দ্রে বাম প্রার্থী কে? জানুন গত লোকসভা ভোটের নিরিখে কোথায় কোন স্থানে
কংগ্রেস এবং আব্বাসের আইএসএফ-এর জন্য আসন ছেড়ে রেখে তালিকা প্রকাশ করেছে বামেরা।
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১১ মার্চ ২০২১ ১৬:৩১
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১৩২
বুধবার তৃতীয় থেকে অষ্টম দফার প্রার্থী তালিকা ঘোষণা করেছে বামেরা। সেখানে কংগ্রেস এবং আব্বাসের আইএসএফ-এর জন্য আসন ছেড়ে রেখেতালিকা প্রকাশ হয়েছে। কংগ্রেস এবং আব্বাস এখনও নিজেদের প্রার্থী ঘোষণা করেনি।
০২৩২
কোচবিহার জেলার তুফানগঞ্জ কেন্দ্র কংগ্রেসকে ছাড়া হয়েছে। কংগ্রেস এখনও প্রার্থী ঘোষণা করেনি।
০৩৩২
আলিপুরদুয়ার জেলার কালচিনি এবং আলিপুরদুয়ার কেন্দ্র কংগ্রেসকে ছাড়া হয়েছে। কংগ্রেস এখনও প্রার্থী ঘোষণা করেনি।
০৪৩২
জলপাইগুড়ি জেলার জলপাইগুড়ি কেন্দ্র কংগ্রেসকে ছাড়া হয়েছে। কংগ্রেস এখনও প্রার্থী ঘোষণা করেনি।
০৫৩২
দার্জিলিং জেলার মাটিগাড়া-নকশালবাড়ি এবং ফাঁসিদেওয়া কেন্দ্র ২টি কংগ্রেসকে ছাড়া হয়েছে। কংগ্রেস এখনও প্রার্থী ঘোষণা করেনি।
০৬৩২
উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর, গোয়ালপোখর, কালিয়াগঞ্জ এবং রায়গঞ্জ কেন্দ্রগুলি কংগ্রেসকে ছাড়া হয়েছে। কংগ্রেস এখনও প্রার্থী ঘোষণা করেনি।
০৭৩২
দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ কেন্দ্রটি কংগ্রেসকে ছাড়া হয়েছে। কংগ্রেস এখনও প্রার্থী ঘোষণা করেনি।
০৮৩২
মালদহ জেলার চাঁচোল, হরিশচন্দ্রপুর, মালতিপুর এবং রতুয়া কেন্দ্রগুলি কংগ্রেসকে ছাড়া হয়েছে। কংগ্রেস এখনও প্রার্থী ঘোষণা করেনি।
০৯৩২
মালদহ জেলার মানিকচক, মালদহ, মোথাবাড়ি, সুজাপুর এবং বৈষ্ণবনগর কেন্দ্রগুলি কংগ্রেসকে ছাড়া হয়েছে। কংগ্রেস এখনও প্রার্থী ঘোষণা করেনি।
১০৩২
মুর্শিদাবাদ জেলার ফরাক্কা, সুতি, রঘুনাথগঞ্জ, সাগরদিঘি এবং লালগোলাকেন্দ্রগুলি কংগ্রেসকে ছাড়া হয়েছে। কংগ্রেস এখনও প্রার্থী ঘোষণা করেনি।
১১৩২
মুর্শিদাবাদ জেলার রানিনগর, মুর্শিদাবাদ, খড়গ্রাম, বড়ঞাঁ, কান্দি, ভরতপুর এবং রেজিনগর কেন্দ্রগুলি কংগ্রেসকে ছাড়া হয়েছে। কংগ্রেস এখনও প্রার্থী ঘোষণা করেনি।
১২৩২
মুর্শিদাবাদ জেলার বেলডাঙা, বহরমপুর, হরিহরপাড়া, নওদা কেন্দ্রগুলি কংগ্রেসকে ছাড়া হয়েছে। কংগ্রেস এখনও প্রার্থী ঘোষণা করেনি।
১৩৩২
নদিয়া জেলার কালীগঞ্জ, চাপড়া এবং কৃষ্ণনগর উত্তর কেন্দ্রগুলি কংগ্রেসকে ছাড়া হয়েছে। কংগ্রেস এখনও প্রার্থী ঘোষণা করেনি।
১৪৩২
নদিয়া জেলার রানাঘাট উত্তর-পশ্চিম কেন্দ্রটি কংগ্রেসকে ছাড়া হয়েছে। কংগ্রেস এখনও প্রার্থী ঘোষণা করেনি।
১৫৩২
উত্তর ২৪ পরগনা জেলার বাগদা এবং বাদুড়িয়া কেন্দ্র ২টি কংগ্রেসকে ছাড়া হয়েছে। কংগ্রেস এখনও প্রার্থী ঘোষণা করেনি।
১৬৩২
উত্তর ২৪ পরগনার আমডাঙা আব্বাসের দল আইএসএফ-কে এবং নোয়াপাড়া কেন্দ্রটি কংগ্রেসকে ছাড়া হয়েছে। কেউ প্রার্থী ঘোষণা করেনি।
১৭৩২
উত্তর ২৪ পরগনা জেলার পানিহাটি, বরাহনগর এবং বিধাননগর কেন্দ্রগুলি কংগ্রেসকে ছাড়া হয়েছে। কংগ্রেস এখনও প্রার্থী ঘোষণা করেনি।
১৮৩২
উত্তর ২৪ পরগনা জেলার হাড়োয়া, সন্দেশখালি এবং বসিরহাট উত্তর কেন্দ্রগুলি আব্বাসের দল আইএসএফ-কে ছাড়া হয়েছে। আব্বাস এখনও প্রার্থী ঘোষণা করেননি।
১৯৩২
উত্তর ২৪ পরগনা জেলার কুলপি কেন্দ্রটি আব্বাসের দল আইএসএফ-কে ছাড়া হয়েছে। আব্বাস এখনও প্রার্থী ঘোষণা করেননি।
২০৩২
দক্ষিণ ২৪ পরগনা জেলার মন্দিরবাজার, ক্যানিং পূর্ব কেন্দ্র ২টি আব্বাসের দল আইএসএফ-কে এবং ক্যানিং পশ্চিম কেন্দ্রটি কংগ্রেসকে ছাড়া হয়েছে। কেউ এখনও প্রার্থী ঘোষণা করেনি।
২১৩২
দক্ষিণ ২৪ পরগনা জেলার ফলতা কেন্দ্রটি কংগ্রেসকে এবং ভাঙড় কেন্দ্রটি আব্বাসের দল আইএসএফ-কে ছাড়া হয়েছে। এখনও প্রার্থী ঘোষণা করেনি।
২২৩২
দক্ষিণ ২৪ পরগনা জেলার বজবজ কেন্দ্রটি কংগ্রেসকে ছাড়া হয়েছে। কংগ্রেস এখনও প্রার্থী ঘোষণা করেনি।
২৩৩২
কলকাতা জেলার কলকাতা বন্দর, ভবানীপুর, রাসবিহারী, চৌরঙ্গি, জোড়াসাঁকো কেন্দ্রগুলি কংগ্রেসকে, এন্টালি কেন্দ্রটি আব্বাসের দল আইএসএফ-কে এবং শ্যামপুকুর ফরোয়ার্ড ব্লককে ছাড়া হয়েছে। কেউ এখনও প্রার্থী ঘোষণা করেনি।
২৪৩২
হাওড়া জেলার হাওড়া মধ্য কেন্দ্রটি কংগ্রেসকে ছাড়া হয়েছে। কংগ্রেস এখনও প্রার্থী ঘোষণা করেনি।
২৫৩২
হাওড়া জেলার শ্যামপুর, আমতা, উদয়নারায়ণপুর কংগ্রেসকে এবং জগত্বল্লভপুর কেন্দ্রটি আব্বাসের দল আইএসএফ-কে ছাড়া হয়েছে। কেউ এখনও প্রার্থী ঘোষণা করেনি।
২৬৩২
হুগলি জেলার শ্রীরামপুর, চাঁপদানি, সপ্তগ্রাম কেন্দ্রগুলি কংগ্রেসকে ছাড়া হয়েছে। কংগ্রেস এখনও প্রার্থী ঘোষণা করেনি।
২৭৩২
হুগলি জেলার জাঙ্গিপাড়া কেন্দ্রটি আব্বাসের দল আইএসএফ-কে এবং হরিপাল, পুরশুড়া কেন্দ্র ২টি কংগ্রেসকে ছাড়া হয়েছে। কেউ এখনও প্রার্থী ঘোষণা করেনি।
২৮৩২
পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ, বর্ধমান দক্ষিণ, রায়না, জামালপুর, কালনা, মেমারি, বর্ধমান উত্তর এই ৭টি কেন্দ্রে প্রার্থী ঘোষণা করেছে বামেরা।
২৯৩২
পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী দক্ষিণ এবং কাটোয়া কেন্দ্র ২টি কংগ্রেসকে ছাড়া হয়েছে। কংগ্রেস এখন প্রার্থী ঘোষণা করেনি।
৩০৩২
পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর পশ্চিম, বরাবনিকেন্দ্র ২টি কংগ্রেসকে এবং আসানসোল উত্তর কেন্দ্রটি আব্বাসের দল আইএসএফ-কে ছাড়া হয়েছে। কেউ এখনও প্রার্থী ঘোষণা করেনি।
৩১৩২
বীরভূম জেলার দুবরাজপুর, বোলপুর, নানুর, লাভপুর, সাঁইথিয়া এই ৫টি কেন্দ্রে প্রার্থী ঘোষণা করেছে বামেরা।
৩২৩২
বীরভূম জেলার ময়ূরেশ্বর কেন্দ্রটি আব্বাসের দল আইএসএফ-কে এবং হাসন, মুরারই কেন্দ্র ২টি কংগ্রেসকে ছাড়া হয়েছে। কেউ প্রার্থী ঘোষণা করেনি।