নির্বাচন কমিশনের কাছে হলফনামায় নিজের সম্পত্তির বিবরণ দিয়েছেন ঐশী। এই মুহূর্তে তাঁর হাতে আছে ৫০০ টাকা।
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৫ এপ্রিল ২০২১ ১৩:১৭
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১২
জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে গবেষণার পাশাপাশি চলেছে রাজনীতি। বাম শিবিরে তরুণ তুর্কিদের মধ্যে অন্যতম ঐশী ঘোষ। ২৫ বছর বয়সি এই তরুণী এ বার জামুড়িয়া কেন্দ্রের সংযুক্ত মোর্চা প্রার্থী।
০২১২
নির্বাচন কমিশনের কাছে হলফনামায় নিজের সম্পত্তির বিবরণ দিয়েছেন ঐশী। এই মুহূর্তে তাঁর হাতে আছে ৫০০ টাকা।
০৩১২
ব্যাঙ্কের সেভিংস অ্যাকাউন্টে তাঁর নামে গচ্ছিত আছে যথাক্রমে ৪২ হাজার ৪৮৫ টাকা ৬০ পয়সা, ২৯৬৬ টাকা ৭৬ পয়সা, ৩ লক্ষ ৭ হাজার ৮৬৬ টাকা ৬০ পয়সা, দুর্গাপুরে উপ ডাকঘরে যৌথ ভাবে টার্ম ডিপোজিট আছে ১ লক্ষ টাকা।
০৪১২
শেয়ারবাজারে কিছু বিনিয়োগ করেননি ঐশী।
০৫১২
তাঁর নামে কোনও গয়নার কথাও হলফনামায় উল্লেখ করেননি ঐশী।
০৬১২
বাম এই ছাত্রনেতার নামে কোনও গাড়িও নেই।
০৭১২
তাঁর নামে কোনও কৃষিজমি বা দোকানঘর নেই।
০৮১২
নিজের বাড়ির কথাও হলফনামায় উল্লেখ করেননি ঐশী।
০৯১২
এই মুহূর্তে তাঁর নামে কোনও ব্যাঙ্কঋণ চলছে না।
১০১২
ল্যাপটপ কেনার জন্য একটি আর্থিক প্রতিষ্ঠান থেকে ধার করেছিলেন ৩১ হাজার ৫০০ টাকা। তার মধ্যে এখনও ৭৮৭৫ টাকা শোধ দেওয়া বাকি আছে।
১১১২
ঐশীর অস্থাবর সম্পত্তির বর্তমান বাজারদর প্রায় ১ লক্ষ ৮৩ হাজার ৮১৮ টাকা ৯৬ পয়সা।
১২১২
প্রথম বিধানসভা নির্বাচনের লড়াইয়ে ঐশীর মূল প্রতিদ্বন্দ্বী তৃণমূলের হরেরাম সিংহ এবং বিজেপি-র তাপসকুমার রায়।