Advertisement
২২ জানুয়ারি ২০২৫
Yogi Adityanath

হাথরস-কাণ্ডের পর দিনই বাংলায় ‘নারী সুরক্ষা’ নিয়ে ভাষণ যোগীর

মঙ্গলবার দুপুরে গাজোলের জনসভায় বাংলার সঙ্গে উত্তরপ্রদেশের অপরাধ-চিত্রের তুলনা টেনেছেন যোগী।

গাজোলের জনসভায় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

গাজোলের জনসভায় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ছবি: পিটিআই।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০২ মার্চ ২০২১ ১৮:০৫
Share: Save:

যৌন হেনস্থায় অভিযুক্তই গুলি করে খুন করেছেন নির্যাতিতার বাবাকে। উত্তরপ্রদেশের হাথরসে এই অপরাধের ২৪ ঘণ্টাও কাটেনি, মঙ্গলবার এ রাজ্যে পা রেখে মহিলাদের সুরক্ষা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের দিকে আঙুল তুললেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তাঁর বক্তব্য, ‘‘মহিলাদের সুরক্ষা দিতে ব্যর্থ রাজ্য সরকার।’’ সঙ্গে দিলেন প্রতিশ্রুতিও, ‘‘বাংলায় অরাজকতা চলতে দেব না।’’

মঙ্গলবার সকাল থেকেই ফের শিরোনামে যোগী-রাজ্যের হাথরস। ২০১৮ সালে এক তরুণীকে যৌন হেনস্থায় অভিযুক্ত গৌরব শর্মা নামে এক ব্যক্তি সম্প্রতি জেল থেকে জামিনে ছাড়া পেয়েছিলেন। সোমবার ওই তরুণীর বাবাকে গুলি করে খুন করেছেন বলে গৌরবের বিরুদ্ধে অভিযোগ। এই ঘটনারও আগে গত ডিসেম্বরে এক দলিত তরুণীকে গণধর্ষণের ঘটনার গোটা দেশে শোরগোল ফেলে দিয়েছিল হাথরস কিংবা তার পর বদায়ূঁর ঘটনা। হাথরসকাণ্ড নিয়ে তৃণমূলের নেতা-নেত্রীরা যখন যোগীকে বিঁধতে তৎপর, সে সময়ই মালদহের গাজোলের জনসভায় নিজের রাজ্যে অপরাধদমনের নানা দৃষ্টান্ত তুলে ধরেছেন তিনি। দাবি করেছেন, তাঁর প্রশাসনের ভয়েই অপরাধীরা ত্রস্ত।

মঙ্গলবার দুপুরে গাজোলের জনসভায় বাংলার সঙ্গে উত্তরপ্রদেশের অপরাধ-চিত্রের তুলনা টেনেছেন যোগী। তিনি বলেছেন, ‘‘বিজেপি কর্মীর মা-কে তৃণমূলের গুন্ডারা কী নির্মম ভাবে পিটিয়েছে! (বাংলার) প্রশাসনের উচিত, অপরাধীকে শাস্তি দেওয়া, তাদের বিরুদ্ধে পদক্ষেপ করা। তবে তার বদলে দল (তৃণমূল)-এর হয়ে কাজ করছে পুলিশ-প্রশাসন।’’

আসন্ন বিধানসভা নির্বাচনে বাংলায় বিজেপি-ই ক্ষমতা দখল করবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন যোগী। গাজোলের জনসভার ভিড়ের উদ্দেশে তিনি বলেন, ‘‘নিশ্চিত থাকুন, এক মাস সময় রয়েছে। এক মাসের মধ্যে এই ভূমিতে পরিবর্তন বাস্তবায়িত হবে। নির্বাচন কমিশন ভোটের ঘোষণা করে দিয়েছে। ২ মে-র পর যখন বাংলায় ভারতীয় জনতা পার্টির সরকার হবে, তখন তৃণমূল এবং কমিউনিস্টদের নামে অরাজকতা সৃষ্টিকারী গুন্ডারা নিজেদের প্রাণের ভয়ে ঘুরবেন।’’

তবে গেরুয়া শিবিরের নীলবাড়ি দখল নিয়ে আত্মবিশ্বাসী যোগীকে হাথরসের ঘটনা নিয়ে বিঁধতে ছাড়েননি সদ্য তৃণমূলে নাম লেখানো ক্রিকেটার মনোজ তিওয়ারি বা অভিনেতা সায়নী ঘোষ। গাজোলের সভার আগে মনোজের টুইট, ‘আবার এক ঘৃণ্য ঘটনা, আবার সেই হাথরাস এবং সেই যোগী আদিত্যনাথ শাসিত উত্তর প্রদেশ। নিজের ঘর যিনি সামলাতে পারে না, তিনি আসছেন বাংলায় প্রচার করতে। উনি কি জবাব দেবেন, কী করে এক নির্যাতিতার বাবাকে সেই নির্যাতনে অভিযুক্ত অপরাধী ১২-বার গুলি করে হত্যা করতে পারে’?

মহিলাদের সুরক্ষা নিয়ে ভাষণরত যোগীকে আক্রমণ শানিয়েছেন রাজ্যের নারী ও শিশুকল্যাণমন্ত্রী শশী পাঁজাও। হাথরসের নির্যাতিতার আর্তিভরা ভিডিয়ো শেয়ার করে তাঁর টুইট, ‘ভোটপ্রচারে বাংলায় আসা যোগীর নিজের রাজ্যেই মহিলাদের সুরক্ষায় কী ভাবে খর্ব হচ্ছে, দেখুন। দেশের মহিলাদের সুরক্ষা দিতে বরাবরই ব্যর্থ বিজেপি। এই হাথরসকাণ্ডও তার এক উদাহরণ’।

রাজ্যের মহিলাদের সুরক্ষাই শুধু নয়, মমতার সরকারের বিরুদ্ধে একের পর এক অভিযোগ তুলেছেন যোগী। তাঁর দাবি, ‘‘তৃণমূল সরকার পুরোপুরি ব্যর্থ। যে ভাবে সভায় টিপ্পনী করেন তিনি (মমতা), তা বাংলার অপমান।’’ এ রাজ্যে ‘রামনাম’-এও বাধা দেওয়ার অভিযোগ করেছেন তিনি। যোগীর মন্তব্য, ‘‘জয় শ্রীরাম বললে বাধা কেন? ভারতের জনতা রামনাম ছাড়া কোনও কাজ করে না। দেখা হলে রামনাম, ঘরে শুভকাজেও রামনাম দিয়ে শুরু। শেষযাত্রাতেও রামনাম। যাঁরা রামনামের বিরোধিতা করেন, তাঁদের জন্য বাংলায় জায়গা নেই।’’

কেন্দ্রীয় সরকারের একাধিক প্রকল্প বাংলায় রূপায়ণের ক্ষেত্রে মমতার সরকার প্রতিবন্ধকতা তৈরি করছে বলে দাবি করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। রাজ্যে তোষণের রাজনীতি চলছে বলে অভিযোগ করে তাঁর প্রশ্ন, ‘‘আয়ুষ্মান ভারত প্রকল্প কেন চালু হল না? প্রধানমন্ত্রী কিসান সম্মাননিধি কেন চালু হল না?’’

অন্য বিষয়গুলি:

Mamata Banerjee BJP TMC Yogi Adityanath West Bengal Assembly Election 2021 West Bengal Polls 2021 Bengal Election 2021 Bengal Polls 2021 West Bengal Election 2021
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy