নির্মীয়মাণ: তৈরি হচ্ছে বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়। নিজস্ব চিত্র।
বিজেপি ক্ষমতায় এলে বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয়কে উন্নতমানের হাসপাতালে রূপান্তরিত করবে বলে মন্তব্য করলেন বোলপুর বিধানসভা কেন্দ্রের দলের প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায়। বিজেপি প্রার্থীর এমন মন্তব্যে জল্পনা শুরু হয়েছে। কড়া প্রতিক্রিয়া জানিয়েছে তৃণমূল।
২০০০- ২০০১ সালের তৎকালীন বাম সরকার শিল্প গড়ে তোলার জন্য কৃষকদের কাছ থেকে শিবপুর মৌজায় ৩০০ একর কৃষিজমি অধিগ্রহণ করেছিল। তাতে অবশ্য শিল্প করা হয়নি। ২০১৫ সালের শেষের দিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন শিবপুরে ১৩১ একর জমিতে গীতবিতান আবাসন, ২০ একর জমিতে বিশ্ববিদ্যালয়, ৫০ একর জমিতে ক্ষুদ্র বাজার করবে সরকার। সেই মতো মুখ্যমন্ত্রীর ঘোষণার পরেই প্রকল্পগুলির কাজ শুরু হয়ে যায়। বর্তমানে বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে ভর্তি থেকে শুরু করে ছাত্রীদের অনলাইনের মাধ্যমে পঠনপাঠনও শুরু হয়ে গিয়েছে।
এমন পরিস্থিতিতে এই মন্তব্যে জল্পনা শুরু হয়েছে। মঙ্গলবার বোলপুরের বিজেপি প্রার্থী শিবপুর মৌজার কামারডাঙা এলাকায় কর্মী সমর্থকদের সঙ্গে চা চক্রে অংশ নেন। সেখানেই বলেন, “এখানে বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয় তৈরি হচ্ছে। আমরা ক্ষমতায় এলে এটিকে উন্নতমানের হাসপাতালে পরিণত করব। তার সমস্ত প্ল্যান তৈরি হয়ে গিয়েছে। মানুষের কাছে এই নিয়ে বলতেও শুরু করে দিয়েছি।’’ প্রার্থীর অভিযোগ, ‘‘এই বিশ্ববিদ্যালয়টি ভাঁওতা দেওয়ার জন্য তৈরি করা হয়েছে।’’
এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য স্বপন দত্তের প্রতিক্রিয়া, “আমি সবসময় উন্নয়নের পক্ষে। তবে একটাকে ভেঙে একটা তৈরি করার যুক্তি হয় না। এমন বহু জায়গা রয়েছে, যেখানে একাধিক বিশ্ববিদ্যালয় রয়েছে। বোলপুর শহরে উন্নতমানের হাসপাতাল হওয়ার প্রয়োজন রয়েছে। তবে সেটি অন্য জায়গায় হলেই ভাল হয়।”
এই বিষয়ে বোলপুরের তৃণমূলের বিদায়ী বিধায়ক চন্দ্রনাথ সিংহ বলেন, “প্রতিটি জেলাতেই বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয় রয়েছে। এলাকার ছেলেমেয়েরা যাতে পড়াশোনার আরও বেশি করে সুযোগ পায় তার জন্য এখানেও বিশ্ববিদ্যালয় তৈরি করা হচ্ছে। আগামী দিনে বহু মানুষের কর্মসংস্থানও হবে। সেটা হওয়ার আগেই বন্ধ করে দেওয়ার জন্য উঠেপড়ে লেগেছেন। এর জবাব আগামীদিনের মানুষ দেবে।”
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy