তাঁর সবটাই চাই। আম, আমসত্ত্ব এমনকি আমের আচারও ছাড়তে নারাজ তিনি। পশ্চিমবঙ্গের আম চাষের দুই প্রধান জেলা মালদহ-মুর্শিদাবাদের আম জনতার কাছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আর্জি, আপনাদের এক একটা ভোট সরকার গড়ার জন্য অত্যন্ত জরুরি। আমার কিন্তু সবক’টা আসন চাই।
কতটা জোরালো সেই চাওয়া? বহরমপুরের সভা থেকে ভোটারদের কাথে মমতার আবদার, ‘‘আমার আমও চাই, আমসত্ত্বও চাই। এমনকি এই কোভিড পরিস্থিতিতে আমের আচারও চাই আমার।’’ তারপরই মমতার ব্যাখ্যা, ‘‘মালদহ এবং মুর্শিদাবাদ এবার আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। প্রতিটা কেন্দ্র আমার কাছে গুরুত্বপূর্ণ। আমার সরকার গড়ার জন্য জরুরি। আপনারা কিন্তু ভোটটা আমাকেই দেবেন।’’
আগামী ২৬ এবং ২৯ এপ্রিল শেষ দু’ দফায় ভোট মালদহ এবং মুর্শিদাবাদে। মালদহে ১২টি বিধানসভা কেন্দ্র এবং মুর্শিদাবাদে ২২টি বিধানসভা কেন্দ্রে ভোট হবে এই শেষ দু’দফায়। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে এই দুই জেলাতেই প্রায় সবক’টি কেন্দ্রে পিছিয়ে ছিল তৃণমূল। বিধানসভা ভোটে তাই মমতার আবেদন, ‘‘আপনাদের জন্যই জেলায় এসে প্রচার করছি। কলকাতায় থেকেও করতে পারতাম। কিন্তু করিনি। আমি আপনাদের কাছে আসতে চেয়েছি। এই করোনা পরিস্থিতিতে ভোটের প্রচারের থেকে করেনা পরিস্থিতির খোঁজ নেওয়াটা জরুরি।’’
এরপরেই করোনা টিকাকরণ নিয়ে কেন্দ্রকে দুষে মমতা বলেন, ‘‘একটি ভোটও বিজেপিকে দেবেন না। ওরা বাংলার সঙ্গে বঞ্চনা করেছে। পর্যাপ্ত ওষুধ টিকা দিচ্ছে না। একদিকে অক্সিজেনের অভাবে মানুষ মরছে অন্যদিকে প্রধানমন্ত্রী এখনও মন কি বাত করছেন! কী করে পারেন বুঝি না।’’ মনে রাখবেন বাংলাই একমাত্র রাজ্য যারা কেন্দ্রের বিরুদ্ধে কথা বলতে পারছে। বাংলায় আপনারা শান্তিতে আছেন তৃণমূল আছে বলে। সারা দেশ এখন বাংলার দিকে তাকিয়ে। বাংলার ভোটের রায় জানার জন্য। তাই ভোট বিজেপিকে তো নয়ই, সিপিএমকেও নয়, কংগ্রসকেও নয়। তৃণমূলকে দিন।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy