Advertisement
২২ জানুয়ারি ২০২৫
Mamata Banerjee

Bengal Polls: নিজের লোককে খুন করে হিন্দু-মুসলমান করছে বিজেপি, রানাঘাটে দাবি মমতার

‘রাজনীতি মানে করে খাওয়া নয়। রাজনীতি মানে গুলি চালনা নয়’, রানাঘাটে মন্তব্য মমতার।

রানাঘাটের সভায় মমতা।

রানাঘাটের সভায় মমতা।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১২ এপ্রিল ২০২১ ১২:৩৮
Share: Save:

শীতলকুচির ঘটনায় তাঁর বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছে বিজেপি। এ বার তাদের পাল্টা আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি সমর্থক, ১৮ বছরের আনন্দ বর্মণের মৃত্যুর দায় গেরুয়া শিবিরের ঘাড়েই ছেলে দিলেন। মমতার বক্তব্য, ‘‘বিজেপি তুমি নিজের কর্মীকে নিজের হত্যা করেছো, লজ্জা নেই? আমি তার মৃত্যুরও নিন্দা করছি। তার পরিবারকে সাহায্যও করব।’’

শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে ৪ জনের মৃত্যু কোনও আকস্মিক ঘটনা নয়, বরং কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে পরিকল্পনা করে বিজেপি-ই এই ঘটনা ঘটিয়েছে বলে মন্তব্য করেন তিনি। মমতা বলেন, ‘‘লজ্জা করে না কেন্দ্রীয় বাহিনীকে প্ররোচনা দিতে? গোটাটাই অমিত শাহের পরিকল্পনায় হয়েছে। প্রধানমন্ত্রীও সব জানেন। গুলি করে খুন করার পর ক্লিনচিট দিচ্ছেন। প্রধানমন্ত্রী হিসেবে এ সব শোভা পায় না।’’

বিজেপি শুধু ধর্মের নামে রাজনীতি করে বলেও অভিযোগ করেন মমতা। তাঁর কথায়, ‘‘ধর্মের নামে রাজনীতিই বিজেপি-র কাজ। আমরা এমন ছদ্মবেশী ধর্ম করি না। সারা ক্ষণ ধর্ম ধর্ম করে। যারা ধর্ম মানে তারা গুলি চালানোর কথা বলতে পারে? প্রথমে গেরুয়া পরবে, কপালে তিলক কাটবে, তার পানবাহার চিবোতে চিবোতে হরি হরি করবে। ওরা গেরুয়া পরার যোগ্যই নয়।’’

সরাসরি আপডেট—

১৩.২২: ধর্ম যার যার নিজের, উৎসব কিন্তু সবার: মমতা

১৩.২২: সারা ক্ষণ ধর্ম ধর্ম করে। যারা ধর্ম মানে তারা গুলি চালানোর কথা বলতে পারে? প্রথমে গেরুয়া পরবে, কপালে তিলক কাটবে, তার পানবাহার চিবোতে চিবোতে হরি হরি করবে। ওরা গেরুয়া পরার যোগ্যই নয়: মমতা

১৩.২১: আমাকে একাকে নিয়ে এত ভয়, যে এক লক্ষ নেতা এনে হোটেলে বসে রয়েছে:মমতা

• ১৩.২০: আমাদের এলাকার অনেককে কিনে নেওয়া হচ্ছে। ওদের দোষ দিই না। এটা বিজেপি-রই দোষ। কিন্তু ওরা বাংলাকে চেনে না। এটা উত্তরপ্রদেশ নয়:মমতা

• ১৩.১৬: পুলওয়ামার ঘটনা আমাদের মনে আছে। কাদের মারতে গিয়ে নিজেদের লোককে মেরে চলে এসেছিলেন, জানি না ভেবেছেন? বেশি মুখ খোলাবেন না। আমরা দেশকে ভালবাসি। তাই অনেক কিছু বলি না। ট্রাম্পের হয়ে মিটিং করতে গিয়েছিলেন। এখন মতুয়া ভোট পেতে মতুয়াদের সাংসদকে নিয়ে বাংলাদেশ গিয়েছিলেন। রোজ বাংলাদেশ থেকে আসা মানুষদের অনুপ্রবেশকারী বলেন। আর ভোট চাইতে সেখানেই যান :মমতা

• ১৩.১৩: যারা গুলি চালিয়েছিল, সিআইএস-এর থেকে নাম বার করে নিয়েছি। আমি কিন্তু এই ঘটনাটায় ছেড়ে কথা বলব না। আমাকে অত বোকা ভাবার কোনও কারণ নেই। সব জোগাড় করেছি, আরও করব। খুনের পর বিজেপি-র প্রেসিডেন্ট, সে বলছে গুলি চালিয়ে দাও। এ বলছে ৪ জনকে মারো, ও বলছে ১২ জনকে মারো। লজ্জা করে না কেন্দ্রীয় বাহিনীকে প্ররোচনা দিতে? গোটাটাই অমিত শাহের পরিকল্পনায় হয়েছে। গুলি করে খুন করার পর ক্লিনচিট দিচ্ছেন। লজ্জা করে না?প্রধানমন্ত্রী জানেন। তার পরেও ক্লিনচিট দিচ্ছেন। শোভা পায় না। বুলেটের বদলে বুলেট চাই না, ব্যালট চাই :মমতা

• ১৩.১০: অসমে এনআরসি-তে যে ১৪ লক্ষের নাম বাদ গিয়েছিল, তখন মনে পড়েনি ওই মানুষগুলি হিন্দু? তখনও প্রতিবাদ করেছিলাম। কোভিডের সময় কোথায় ছিল বিজেপি-র নেতারা শুধু ভোটের সময় ভোট চাইতে আসে:মমতা

• ১৩.১০: এসপি-র সঙ্গে বসে বিজেপি পরিকল্পনা করেছিল গোটা বিষয়টি। এটার তদন্ত আমি করবই। আসল ঘটনা বার করবই। কারা মিটিং করেছিল, কারা কারা গুলি চালিয়েছে, কী করে পরিকল্পনা হয়েছিল, কী ভাবে একটা মেয়েকে আগে পাঠায়। তাকে বলতে বলে আমার বাচ্চাটা লুটে নিয়ে গিয়েছে। তার পরই পরিকল্পনা মতো গুলি চালায়। বুক ঝাঁঝরা করে দেয়। তার পর ক্লিনচিটও দিয়ে দেয়। সকালে যে রাজবংশী ভাইটি মারা গিয়েছে, বিজেপি তুমি নিজের কর্মীকে নিজের হত্যা করেছো, লজ্জা নেই? আমি নিন্দা করছি। আমি তাকেও সাহায্য করব। তার আগে গিরীন্দ্রনাথ বর্মণ রাজবংশীর সবচেয়ে বড় নেতা, তাঁর মাথা ফাটিয়ে দিয়েছো, তিনি রাজবংশী নন? ভোট পেতে হিন্দু-মুসলমান করছে। এমন চললে সমাজ থাকবে না:মমতা

• ১৩.০৮: আমি আপনাদের পাহারাদার। আমি এক পয়সা মাইনেও নিই না। লোকসভায় ১ লক্ষ টাকা করে পেনশন পেতাম। ১০ বছর নিলে কত হতো? এখনও নিই না। আমি মুখ্যমন্ত্রীর চেয়ারেও বসি না, অন্য চেয়ারে বসি না। সরকারি টাকায় এক কাপ চা-ও খাই না:মমতা

• ১৩.০৬: রানাঘাটের মানুষকে বলব, আপনারা নিশ্চয়ই চান, আমরা শান্তিতে থাকি। গুলি করে মানুষ মারতে যেন না হয়। আমি ২১ জুলাই দেখেছি। আমার ১৩ জন শহিদ হয়েছিল। গুলিতে ঝাঁঝরা করে দিয়ে বলছে ৪ জনের জায়গায় ৮ জনকে মারা উচিত। এই বিজেপি-র নেতা, এরা দেশের নেতা হবে। এদের আপনারা ভোট দেবেন? এরা নিজের গাড়ি নিজে ভাঙবে, নিজে নিজের চরিত্রহনন করে ভোট চাইবে। তাই বলছি কখনও কখনও নিজের সিদ্ধান্ত নিজেকে নিতে হয়। আজকের সিদ্ধান্ত হওয়া উচিত বাংলাকে বাঁচানো:মমতা

• ১৩.০৪: বাংলার সঙ্গে অসমিয়া ভাষার মিল রয়েছে। আমি গুজরাতিও বুঝতে পারি। আমি ভাষা ভালবাসি। কিন্তু গুজরাতি বাংলা দখল করুক, এটা চাই না:মমতা

• ১৩.০০: আমার খুব দুঃখ। কোচবিহারের শীতলকুচিতে যে ভাবে ভোটের লাইনে যে ভাবে গুলি চালিয়েছে। বিজেপি-কে কেউ ক্ষমা করবেন না। ওরা হিন্দু-মুসলিম করে। মানুষ মারা গেলে হিন্দু –মুসলিম হয়? মানুষের রক্তে হিন্দু-মুসলমান হয়? প্রথমে নিজেদের একটা লোককে খুন করেছে। এরা পারে না এমন কাজ নেই। ওদের একজন মহিলা সাংসদ নিজের গাড়ি নিজে ভাঙছিলেন। এরা নিজের লোককে নিজে মেরে দিতে পারে। তার পর হিন্দু-মুসলিম করবে: মমতা

• ১২.৫৫: বাড়ি বাড়ি জল পৌঁছে দেব। নদিয়ায় অনেক কর্মসংস্থান হবে। নবদ্বীপে চৈতন্য ধামের জন্য ৭০০ একর জমি দিয়েছি। হেলিপ্যাড হবে, দোকান হবে, কর্মসংস্থান হবে : মমতা

• ১২.৫৬: পড়ুয়াদের যাতে কোনও অসুবিধা না হয়, তার জন্য ১০ টাকা করে ক্রেডিট কার্ড দেবে আমাদের সরকার: মমতা

• ১২.৫৫: বিজেপি মিথ্যা কথা বলে। করব বলে করে না। ১৫ লক্ষ টাকা দেবে বলেছিল, চা বাগান খুলবে বলেছিল, বিনা পয়সায় গ্যাস দেবে বলেছিল, কিচ্ছু দেয়নি :মমতা

• ১২.৫২: আমাদের দেওয়া স্বাস্থ্যসাথী কার্ডে ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পাবেন, সে এমন হোক বা ভোলোর: মমতা

• ১২.৫০: অসমে এনআরসি নিয়ে কী করেছে মনে আছে তো? ১৪ লক্ষ নাম বাদ গিয়েছে। পুলিশ নামিয়েছে ভোট করিয়েছে। অসমে বাঙালিদের উপর অত্যাচার আর বাংলায় এসে ভোট চাই? লজ্জা করে না! বলবেন আগে এনআরসি, এনপিআর তুলে নাও। আমি করতে দিইনি। আমি রয়্যাল বেঙ্গল টাইগারের মতো লড়াই করি। বুকের পাটা আছে আমার। বিজেপি-র ধমকানি-চমকানিতে ভয় পাই না: মমতা

• ১২.৪৬: কী দেখে ভোট দেবেন এদের। গ্যাসের দাম কত? আমি বিনা পয়সায় চাল দেব আর আপনারা ১০০০ টাকার গ্যাস কিনে সেই চাল ফোটাবেন? ২০০-৫০০ দিতে এলে বলবেন, চাই না। ১৫ লক্ষ টাকা করে দেবে বলেছিল, আগে সেই টাকা চাইবেন: মমতা

• ১২.৪৫: এরা নাকি রাজনীতি করবে রাজনীতি করতে গেলে কথাবর্তা শেখা দরকার। বুঝে কথা বলা দরকার। রাজনীতি মানে করে খাওয়া নয়। বিজেপি মনে করছে রাজনীতি মানে গুলি করার অধিকার দেওয়া, এটা রাজনীতি নয়। চারটি লোককে ভোটের লাইনে গুলি করে মেনে নিল। তার পরেও বলছে ৮ জনকে গুলি করা উচিত ছিল। সবাইকে বুকে গুলি করে দাও। এরা অদ্ভূত। একটা রাজনৈতিক দল বুক দেখে গুলি চালিয়ে দিতে বলছে। এদের নিষিদ্ধ করা উচিত। যারা গুলি চালানোর পক্ষে সওয়াল করে তাদের রাজনৈতিক ভাবে নিষিদ্ধ করা উচিত: মমতা

• ১২.৪২: বিজেপি মিথ্য কথা বলেছে আমাদের নিয়ে, টাকা ছড়িয়েছে। তাই গতবার এখানে হেরেছিলাম আমরা: মমতা

• ১২.৪০:আমরা ছদ্মবেশী ধর্ম করি না: মমতা

• ১২.৩৮: অসুস্থ শরীরে কষ্ট হচ্ছে। কিন্তু আপনারা কি চান বাংলা বহিরাগত গুন্ডাদের হাতে চলে যাক? বাংলাকে বাঁচাতে হবে: মমতা

• ১২.৩৭: বিজেপি-র পরিকল্পনা ছিল আমাকে আঘাত করে ঘরে বসিয়ে রাখা, যাতে আমি বাইরে বেরোতে না পারি: মমতা

• ১২.৩৬: মা-বোনেরা বলুন গুলি চালানোর জন্য ভোট দেবেন নাকি গুলি চালানোর জন্য ভোট দেবেন: মমতা

• ১২.৩৫: নদিয়া উন্নয়নের জায়গা, শান্তির জায়গা বলে প্রতিষ্ঠিত হয়েছে: মমতা

অন্য বিষয়গুলি:

Mamata Banerjee TMC Cooch Behar cisf crpf West Bengal Assembly Election 2021 central forces Sitalkuchi
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy