Advertisement
২৬ নভেম্বর ২০২৪
West Bengal Assembly Election 2021

WB Election: অভিযোগ সরাসরি শুনবেন আব্বাস

নির্বাচিত হওয়ার পরে তাঁর দলের বিধায়কদের কাজের সব দায়িত্ব তিনি নিজে নেবেন বলে জানিয়ে দিলেন ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্টের (আইএসএফ) সুপ্রিমো আব্বাস সিদ্দিকী।

 নিমদিঘির কর্মিসভায় আব্বাস।

নিমদিঘির কর্মিসভায় আব্বাস। —নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
উলুবেড়িয়া শেষ আপডেট: ১৭ মার্চ ২০২১ ০৭:০৩
Share: Save:

নির্বাচিত হওয়ার পরে তাঁর দলের বিধায়কদের কাজের সব দায়িত্ব তিনি নিজে নেবেন বলে জানিয়ে দিলেন ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্টের (আইএসএফ) সুপ্রিমো আব্বাস সিদ্দিকী। মঙ্গলবার তিনি উলুবেড়িয়ার নিমদিঘিতে দলের এক কর্মিসভায় যোগ দেন। সভার আয়োজন করেছিল দলের উলুবেড়িয়া পূর্ব বিধানসভা কে‌‌ন্দ্র কমিটি। এই কেন্দ্রে এ বার প্রার্থী দিয়েছে আইএসএফ। হাজির ছিলেন প্রার্থী আব্বাসউদ্দিন খানও। কর্মিসভার মাধ্যমে আব্বাস সিদ্দিকী দলের নির্বাচনী প্রচারেরও সূচনা করেন।

তিনি বলেন, ‘‘আমাদের দলের বিধায়কদের বিরুদ্ধে কোনও ক্ষোভ দেখা দিলে বা সমস্যা হলে তার সমাধান আমি ‌নিজে করব— এ কথা দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি।’’ তিনি বলেন, ‘‘প্রতি সোম ও শুক্রবার আমি ফুরফুরা শরিফে থাকি। সেখানে গিয়ে মানুষ বিধায়কের বিরুদ্ধে কোনও ক্ষোভ থাকলে সরাসরি আমার সাথে কথা বলতে পারবেন।’’

তাঁর দলে কয়েকজন প্রার্থী আছেন যাঁরা অন্য দল থেকে এসেছেন। তাঁদের কারও কারও বিরুদ্ধে দুর্নীতির অভিযোগও রয়েছে। উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রে যিনি প্রার্থী হয়েছে‌ন সেই আব্বাসউদ্দিন সদ্য তৃণমূল ছেড়ে এসেছেন। পুরনে দল ছেড়ে আসার আগে তিনি ছিলেন উলুবেড়িয়া পুরসভার বিদায়ী উপ পুরপ্রধান। তাঁর বিরুদ্ধে এক সময়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিকা সংস্থার কাছ থেকে কাটমানি নেওয়ার অভিযোগ করেছিলেন। যদিও তা অস্বীকার করেন আব্বাসউদ্দিন।

আব্বাস সিদ্দিকিও এই সব অভিযোগকে আমল দেননি। তিনি বলেন, ‘‘প্রার্থী করার আগে ‌আমি তাঁদের এলাকা থেকে নানা সূত্রে খোঁজখবর করেছি। কেউ তাঁদের বিরুদ্ধে কোনও কথা বলেননি। প্রার্থী হওয়ার ক্ষেত্রেও ‌আপত্তি জানাননি।’’ একইসঙ্গে তিনি অবশ্য বলেন, ‘‘যদি কারও বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেও থাকে সেটা তিনি আগে যে দলে ছিলেন সেই দলের বদ সংস্কৃতির শিকার। আমাদের দলে কোনও দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না। আমি নিজে নজর রাখব।’’

এ দিনের কর্মিসভায় ভিড় ছিল ভালই। খুশি আব্বাস সিদ্দিকী বলেন, ‘‘এটা তো শুধু আমাদের দলের কর্মিসভা। তাতেই এত ভিড়। এরপরে আমাদের সঙ্গে যৌথভাবে রাস্তায় নামবেন কংগ্রেস ও বামফ্রন্টের কর্মীরা। কোনও সন্দেহ নেই আমরা বিপুল ভোটে জিতব।’’

সংযুক্ত মোর্চায় আইএসএফ ২৬টি আসনে প্রার্থী দেবে বলে প্রাথমিকভাবে ঠিক হয়েছে। তার সবগুলিতে তারা এখনও প্রার্থী দিতে পারেনি। এর বাইরে অতিরিক্ত চারটি আসনে প্রার্থী দেওয়ার ব্যাপারে সিপিএমের সঙ্গে তাদের আলোচনা চলছে বলে জানান আব্বাস। তিনি বলেন, ‘‘সিপিএমের সাথে আলোচনা চূড়ান্ত হয় গেলে বাকি আসনগুলিতে শীঘ্র প্রার্থীদের নাম ঘোষণা করে দেব।’’

অন্য বিষয়গুলি:

West Bengal Assembly Election 2021 Abbas Siddique
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy