ফিরহাদ হাকিম। ছবি: টুইটার থেকে নেওয়া।
ষষ্ঠ দফার ভোটগ্রহণের আগে রাজ্যের বিদায়ী পুরমন্ত্রী ফিরহাদ (ববি) হাকিমের একটি ভিডিয়ো ‘ফাঁস’ করল বিজেপি। ওই ভিডিয়ো-তে ফিরহাদকে কেন্দ্রীয় বাহিনী এবং বিজেপি-র বিরুদ্ধে নানা অশালীন শব্দ প্রয়োগ করতে শোনা গিয়েছে। আনন্দবাজার ডিজিটাল যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি। তবে এই ভিডিয়ো প্রকাশের প্রেক্ষিতে ফিরহাদ বলেন ‘‘ভিডিয়োটি অসত্য। এই করেই বিজেপি ক্ষমতায় আসতে চাইছে।’’
ভিডিয়ো-তে একটি ‘রোড শো’ চলাকালীন জনতার উদ্দেশে ফিরহাদকে কিছু বিতর্কিত কথা বলতে শোনা গিয়েছে। যেখানে শীলতখুচি-কাণ্ডের প্রেক্ষিতে সিআইএসএফ-এর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন তিনি।
TMC Leader and EX Mayor of Kolkata Firhad Hakim.
— Tajinder Pal Singh Bagga (@TajinderBagga) April 19, 2021
Listen last 24 second, Ye Election ho jaane do "Suwar ka bcha CISF" ke against action lenge. He is same Leader who describes Kolkata port area as Mini Pakistan pic.twitter.com/jGFfu66IM4
তাৎপর্যপূর্ণ ভাবে পদ্ম শিবিরের রাজ্যের কোনও নেতা নন, দিল্লির বিজেপি বিধায়ক তেজিন্দর পাল সিংহ বাগ্গা মঙ্গলবার টুইটারে প্রায় ১ মিনিট ২৫ সেকেন্ডের ওই ভিডিয়োটি পোস্ট করেন। বাগ্গা ভিডিয়ো পোস্ট করে লেখেন, ‘তৃণমূল নেতা এবং কলকাতার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম। শেষ ২৪ সেকেন্ড শুনুন। ভোট যেতে দাও ...(অশালীন শব্দ) সিআইএসএফ এর বিরুদ্ধে ব্যবস্থা নেব। এই নেতাই কলকাতা বন্দর এলাকাকে মিনি পাকিস্তান বলেছিলেন’।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy