জয়নগরে নরেন্দ্র মোদী।
দ্বিতীয় দফার ভোটে যখন উত্তাল পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনার জয়নগরে ভোটপ্রচারে এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর আগেও বেশ কয়েক বার তিনি প্রচার সেরে গিয়েছেন। এ বার বাংলার মানুষ পরিবর্তন আনবে। তৃণমূল সরকারকে উৎখাত করবে। জনসভা থেকে তৃণমূলের বিরুদ্ধে এ ভাবেই আক্রমণ শানিয়েছিলেন তিনি। তাঁর আক্রমণের নিশানায় ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। বৃহস্পতিবার দ্বিতীয় দফার ভোট চলছে চার জেলার ৩০টি আসনে। যার মধ্যে নন্দীগ্রামও রয়েছে। যেখানে সকাল থেকেই দফায় দফায় উত্তপ্ত হচ্ছে পরিস্থিতি। এমন এক উত্তপ্ত আবহের মধ্যে রাজ্যে দক্ষিণ ২৪ পরগনার জয়নগরে পা রেখেছেন প্রধানমন্ত্রী। সেখান থেকেই তৃণমূল এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ফের তোপ দাগলেন মোদী।
কী বললেন মোদী—
• আমি আজ বাংলার কৃষকদের ভরসা দিচ্ছি, আপনারা শুনে রাখুন, ২ মে-র পর আপনারা আমার কাছে থেকে হিসেব নেবেন। বাংলায় ক্ষমতায় এলেই প্রত্যেক কৃষক কেন্দ্রের প্রকল্পের সুবিধা পাবেন। প্রত্যেকের অ্যাকাউন্টে সরাসরি টাকা পৌঁছবে।
• বাংলার কৃষকদের সঙ্গে কী যে শত্রুতা দিদির যে এই প্রকল্পের সুবিধাই নিতে দেননি।
• দিদির কারণেই বাংলার বহু কৃষক কেন্দ্রের কিসান প্রকল্প থেকে বঞ্চিত।
• দিদি, বাংলা খেলার মাঠ ছিল, খেলার মাঠ আছে, আর থাকবে। বিজেপি-র জন্য বাংলা উন্নয়নের মাঠ হয়ে উঠবে, শিক্ষার মাঠ হয়ে উঠবে।
• ওই সময় কেন্দ্র যে কোটি কোটি টাকা পাঠিয়েছিল তা পীড়িতদের বদলে তৃণমূলের দফতরে পৌঁছে গিয়েছিল। এরই অপর নাম ‘খেলা হবে’।
• আমপানের সময় আপনাদের সাহায্য করার পরিবর্তে তৃণমূল আপনাদেরই লুঠ করেছে।
• এখানে উন্নয়নের নামে ১০ বছরে কী করেছেন তার কোনও জবাব নেই দিদির কাছে।
• দিদির সমস্যা কী তা গোটা বাংলার মানুষ জানেন। অনুপ্রবেশকারীদের খুশি করার জন্য বাংলার মানুষকে ভুলে গিয়েছেন দিদি।
• যশোরেশ্বরী মন্দির পুজো দিতে গিয়েছিলাম, তাতেও দিদির আপত্তি। ওড়াকান্দিতে গিয়ে মানুষের আশীর্বাদ নিয়েছি, তাতেও দিদির আপত্তি।
• একের পর এক গালি আমাকে দিয়েছেন। কিন্তু দেশের সংবিধানের অপমান করবেন না।
• উত্তরপ্রদেশ এবং বিহারের মানুষের বিরুদ্ধে যে ভাষা ব্যবহার করেছেন তাতে আপনার রাজনৈতিক উপলব্ধি নিয়ে প্রশ্ন তুলে দিচ্ছে। এ ভাবে কাউকে গালি দিতে পারেন না আপনি।
• ভোটের জন্য কাউকে খুশি করার প্রয়োজন হলে করুন। আমাকে গালি দেওয়ার হলে দিন। কিন্তু বাংলার মানুষের আস্থা, রামকৃষ্ণ পরমহংস, চৈতন্যদেবের পরিচয়কে গালি দিতে দেব না।
• মমতা দিদির জয় শ্রীরাম আওয়াজে আপত্তি, দুর্গাপুজোয় আপত্তি এ সব বাংলার মানুষ জানেন।
• বাংলার মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন।
• দিদি ও দিদি.... আপনার ব্যবহার, শব্দ বাংলার মানুষের চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে।
• দিদি অনেক নেতাদের চিঠি লিখে সাহায্য চেয়েছেন। যাঁরা বহিরাগত তাঁদের কাছ আবার থেকেই সাহায্য চাইছেন!
• দিদি আগেই ইভিএম-কে গালাগালি করেছেন।
• রক্তের খেলা চলবে না। অত্যাচারের খেলা চলবে না চলবে না। ভ্রষ্টাচারের খেলা চলবে না।
• আপনাকে বাংলার ভাইবোনেদের হত্যার হিসেব দিতেই হবে দিদি।
• দিদি... তৃণমূল ‘কুল’ নয়, বাংলার মানুষের জন্য শূল।
• এত অত্যাচারের পর দিদির মুখে শোনা যাচ্ছে ওঁ, ওঁ।
• দ্বিতীয় দফায় প্রচুর মানুষ ভোট দিচ্ছেন। চার দিকে বিজেপি-র ঢেউ।
• বাংলায় বিজেপি ২০০-র বেশি আসনে জিতবে বলেছিলাম। এখন মনে হচ্ছে তা আরও বাড়বে।
• বিজেপি এ বার ২০০ আসন পার করে যাবে।
• প্রথম দফায় শান্তিপূর্ণ ভোট হয়েছে। বিজেপি-কে প্রচুর মানুষ ভোট দিয়েছে।
• আসল পরিবর্তনের কাজ এই জায়গা থেকেই হবে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy