Advertisement
২৩ জানুয়ারি ২০২৫
BJP

Exit Poll Result: অধিকাংশ বুথফেরত সমীক্ষায় এগিয়ে মমতা, তবে লড়াই হাড্ডাহাড্ডি

মূল ঘটনা

২১:৩৩ সর্বশেষ
লড়াই হাড্ডাহাড্ডি হলেও বেশিরভাগ বুথফেরত সমীক্ষা এগিয়ে রাখছে তৃণমূলকে
২১:২৫
ইন্ডিয়া টুডে-অ্যাক্সিস মাই ইন্ডিয়ার সমীক্ষায় হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত
২১:০৯
সমীক্ষায় ইঙ্গিত, বিজেপি সরকার গড়তে পারে পুদুচেরিতে
২১:০৪
বুথফেরত সমীক্ষায় তামিলনাড়ুতে পালাবদলের ইঙ্গিত
২০:৩৭
অসমে ফের সরকার গড়তে চলেছে বিজেপি, একাধিক সমীক্ষায় ইঙ্গিত
২০:৩২
একাধিক সমীক্ষায় কেরলে এগিয়ে বাম জোট
২০:১৩
পি মার্কসের সমীক্ষায় তৃণমূল পেতে পারে ১৫২ থেকে ১৭২ আসন
২০:০৭
সিএনএন নিউজ ১৮-এর সমীক্ষা, রাজ্যে ক্ষমতায় আসতে চলেছে তৃণমূল
১৯:৫৬
এনটিডিভির সমীক্ষায় তৃণমূল পেতে পারে ১৬৪ থেকে ১৭৪ আসন
১৯:৫০
জন কি বাতের বুথ ফেরত সমীক্ষায় বিজেপি-র জয়ের ইঙ্গিত

গ্রাফিক: শৌভিক দেবনাথ

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ৩০ এপ্রিল ২০২১ ১৩:০৯
Share: Save:
শুধু মূল বিষয়গুলি
timer শেষ আপডেট: ২৯ এপ্রিল ২০২১ ২১:৩৩ key status

লড়াই হাড্ডাহাড্ডি হলেও বেশিরভাগ বুথফেরত সমীক্ষা এগিয়ে রাখছে তৃণমূলকে

বুথফেরত সমীক্ষায় রাজ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত।  কয়েকটি সমীক্ষায় যেমন তৃণমূল এগিয়ে রয়েছে, তেমনই কয়েকটিতে এগিয়ে রয়েছে বিজেপি-ও।   অ্যাক্সিস মাই ইন্ডিয়ার সমীক্ষায় প্রকাশ পেয়েছে, তৃণমূল পেতে পারে ১৩০-১৫৬ আসন, বিজেপি পেতে পারে ১৩৪ থেকে ১৬০ আসন, জোট পেতে পারে ৩ আসন। 

গ্রাফিক: শৌভিক দেবনাথ

timer শেষ আপডেট: ২৯ এপ্রিল ২০২১ ২১:২৫ key status

ইন্ডিয়া টুডে-অ্যাক্সিস মাই ইন্ডিয়ার সমীক্ষায় হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত

ইন্ডিয়া টুডে- অ্যাক্সিস ইন্ডিয়ার সমীক্ষায় হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত পশ্চিমবঙ্গে। সমীক্ষায় দেখা গিয়েছে, তৃণমূল পেতে পারে ১৩০-১৫৬ আসন, বিজেপি পেতে পারে ১৩৪-১৬০ আসন। বলা হয়েছে ৬৪টি আসনে ভোটের ফারাক থাকতে পারে ২ শতাংশের মতো। 

গ্রাফিক: শৌভিক দেবনাথ

গ্রাফিক: শৌভিক দেবনাথ

Advertisement
timer শেষ আপডেট: ২৯ এপ্রিল ২০২১ ২১:০৯ key status

সমীক্ষায় ইঙ্গিত, বিজেপি সরকার গড়তে পারে পুদুচেরিতে

পুদুচেরিতে বিজেপি-র পক্ষে রায়, সমীক্ষায় ইঙ্গিত সেই দিকেই। 

গ্রাফিক: শৌভিক দেবনাথ

timer শেষ আপডেট: ২৯ এপ্রিল ২০২১ ২১:০৪ key status

বুথফেরত সমীক্ষায় তামিলনাড়ুতে পালাবদলের ইঙ্গিত

বুথফেরত সমীক্ষায় তামিলনাড়ুতে পালাবদলের ইঙ্গিত। ইন্ডিয়া টুডে-অ্যাক্সিস, এবিপি-সি ভোটার ও সিএনএক্সের সমীক্ষায় বিপুল জয়ের সম্ভাবনা ডিএমকে জোটের। রিপাবলিকের পরিসংখ্যান অনুসারে বিপুল জয় পেতে পারে আইএডিএমকে জোট। 

গ্রাফিক: শৌভিক দেবনাথ

timer শেষ আপডেট: ২৯ এপ্রিল ২০২১ ২০:৩৭ key status

অসমে ফের সরকার গড়তে চলেছে বিজেপি, একাধিক সমীক্ষায় ইঙ্গিত

অসমে ফের সরকার গড়তে চলেছে বিজেপি, একাধিক বুথফেরত সমীক্ষায় এগিয়ে আছে বিজেপি। তিনটি সংস্থার সমীক্ষায় প্রকাশ পেয়েছে, অনেকটা এগিয়ে আছে বিজেপি জোট। তবে এবিপি সি ভোটারের সমীক্ষায় প্রকাশ পেয়েছে, হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে বিজেপি ও কংগ্রেস জোটের মধ্যে। 

গ্রাফিক: শৌভিক দেবনাথ

timer শেষ আপডেট: ২৯ এপ্রিল ২০২১ ২০:৩২ key status

একাধিক সমীক্ষায় কেরলে এগিয়ে বাম জোট

কেরলে একাধিক সংস্থার সমীক্ষাতেই এগিয়ে রয়েছে বাম জোট। ইন্ডিয়া টুডে- অ্যাক্সিস মাই ইন্ডিয়ার সমীক্ষায় দেখা গিয়েছে বাম জোট জিততে পারে ১০৪-১২০ আসনে। ইউডিএফ পেতে পারে ২০-৩৬ আসন। বিজেপি পেতে পারে ০-২ আসন। পাশাপাশি, রিপাবলিক সিএনএক্সের সমীক্ষায় দেখা গিয়েছে, এলডিএফ পেতে পারে ৭২-৮০ আসন, ইউডিএফ পেতে পারে ৬২ থেকে ৬৮ আসন। 

গ্রাফিক: শৌভিক দেবনাথ

Advertisement
timer শেষ আপডেট: ২৯ এপ্রিল ২০২১ ২০:১৩ key status

পি মার্কসের সমীক্ষায় তৃণমূল পেতে পারে ১৫২ থেকে ১৭২ আসন

পি মার্কসের বুথফেরত সমীক্ষায় পাওয়া বিধানসভার ফলের যে ইঙ্গিত পাওয়া গিয়েছে, তাতে দেখা গিয়েছে, তৃণমূল পেতে পারে ১৫২ থেকে ১৭২ আসন। বিজেপি পেতে পারে ১১২ থেকে ১৩২ আসন। জোটে পেতে পারে ১০ থেকে ২০ আসন। 

গ্রাফিক: শৌভিক দেবনাথ

timer শেষ আপডেট: ২৯ এপ্রিল ২০২১ ২০:০৭ key status

সিএনএন নিউজ ১৮-এর সমীক্ষা, রাজ্যে ক্ষমতায় আসতে চলেছে তৃণমূল

সিএনএন নিউজ১৮-এর সমীক্ষায় দেখা গিয়েছে, রাজ্যে ক্ষমতায় আসতে চলেছে তৃণমূল, পেতে পারে ১৬২ আসন। বিজেপি পেতে পারে ১১৫ আসন। জোট পেতে পারে ১৫ আসন। 

গ্রাফিক: শৌভিক দেবনাথ

timer শেষ আপডেট: ২৯ এপ্রিল ২০২১ ১৯:৫৬ key status

এনটিডিভির সমীক্ষায় তৃণমূল পেতে পারে ১৬৪ থেকে ১৭৪ আসন

এনটিডিভির সমীক্ষা অনুসারে, রাজ্যে ফের সরকার গড়তে চলেছে তৃণমূল। বুথ ফেরত সমীক্ষায় দেখা গিয়েছে, তৃণমূল পেতে পারে ১৬৪ থেকে ১৭৪ আসন, বিজেপি পেতে পারে ১০৫ থেকে ১১৫। অন্যান্যরা পেতে পারে ১ থেকে ১৫টি আসন। 

গ্রাফিক: শৌভিক দেবনাথ

timer শেষ আপডেট: ২৯ এপ্রিল ২০২১ ১৯:৫০ key status

জন কি বাতের বুথ ফেরত সমীক্ষায় বিজেপি-র জয়ের ইঙ্গিত

জন কি বাতের বুথ ফেরত সমীক্ষায় ইঙ্গিত, এ বারের বিধানসভা নির্বাচনে তৃণমূল পেতে পারে ১০৪ থেকে ১২১ আসন। বিজেপি পেতে পারে ১৬২ থেকে ১৮৫ আসন। জোট পেতে পারে ৩-৯টি আসন। 

গ্রাফিক: শৌভিক দেবনাথ

timer শেষ আপডেট: ২৯ এপ্রিল ২০২১ ১৯:৪৪ key status

এবিপি-সিএনএক্সের বুথফেরত সমীক্ষায় ইঙ্গিত, তৃণমূল পেতে পারে ১৫৭-১৮৫ আসন।

এবিপি-সিএনএক্সের বুথফেরত সমীক্ষায় ইঙ্গিত রাজ্যে ১৫৭ থেকে ১৮৫ আসন নিয়ে সরকার গড়তে চলেছে তৃণমূল, বিজেপি পেতে পারে ৯৬-১২৫টি আসন, জোট পেতে পারে ৮ থেকে ১৬ আসন। 

timer শেষ আপডেট: ২৯ এপ্রিল ২০২১ ১৯:৩২ key status

টাইমস নাওয়ের সমীক্ষায় তৃণমূলের জয়ের ইঙ্গিত

টাইমস নাও-সি ভোটারের সমীক্ষায় তৃণমূল পেতে পারে ১৫৮টি আসন, বিজেপি পেতে পারে ১১৫টি আসন, জোট পেতে পারে ১৯টি আসন। 

timer শেষ আপডেট: ২৯ এপ্রিল ২০২১ ১৯:২৭ key status

রিপাবলিকের বুথ ফেরত সমীক্ষাতে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত

রিপাবলিকের বুথ ফেরত সমীক্ষায় দেখা গিয়েছে, তৃণমূল পেতে পারে ১২৮-১৪৮টি আসন। বিজেপি পেতে পারে ১৩৮-১৪৮টি আসন। অন্যান্যরা পেতে পারে ৬টি থেকে ৯টি আসন। 

 

timer শেষ আপডেট: ২৯ এপ্রিল ২০২১ ১৯:২৩ key status

এবিপি-সি ভোটারের বুথ ফেরত সমীক্ষায় ইঙ্গিত রাজ্যে সরকার গড়তে চলেছে তৃণমূল।

এবিপি-র বুথ ফেরত সমীক্ষায় ইঙ্গিত, রাজ্যে সরকার গড়তে চলেছে তৃণমূল। তৃণমূলের ভোটের হার হতে পারে ৪২ শতাংশ। 

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy