Advertisement
২২ জানুয়ারি ২০২৫
bjp candidate

WB Election: বাবুল, লকেটদের প্রার্থী করে বিজেপি-র চমক, সিঙ্গুরে প্রার্থী করা হল মাস্টারমশাইকেই

তৃণমূল ছেড়ে চলে যাওয়া রাজীব বন্দ্যোপাধ্যায়কে ডোমজুড় থেকেই দাঁড় করাচ্ছে বিজেপি। প্রবীর ঘোষালও প্রার্থী হচ্ছেন উত্তরপাড়াতেই।

সাংসদ-তারকারাও বিজেপি-র প্রার্থিতালিকায়।

সাংসদ-তারকারাও বিজেপি-র প্রার্থিতালিকায়।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৪ মার্চ ২০২১ ১৫:২৮
Share: Save:

বিধানসভা নির্বাচনে এ বার বিজেপি-র প্রার্থিতালিকায় চমক। সংসদভবন থেকে বাংলার নির্বাচনে নামানো হল একাধিক সাংসদকে। এর মধ্যে রয়েছেন বাবুল সুপ্রিয়, লকেট চট্টোপাধ্যায়, স্বপন দাশগুপ্ত, এবং নিশীথ প্রামাণিক।। বাবুল প্রার্থী হচ্ছেন টালিগঞ্জে। চুঁচুড়ায় প্রার্থী হচ্ছেন লকেট চট্টোপাধ্যায়। নিশীথ প্রামামিক দাঁড়াচ্ছেন দিনহাটায়। স্বপন দাশগুপ্তকে তারকেশ্বরের প্রার্থী করা হয়েছে।

একই সঙ্গে তৃণমূল-ত্যাগী রাজীব বন্দ্যোপাধ্যায়, রবীন্দ্রনাথ ভট্টাচার্য এবং প্রবীর ঘোষালও বিজেপি-র প্রার্থিতালিকায় জায়গা পেয়েছেন। এতদিনের ডোমজুড় কেন্দ্র থেকেই লড়েছেন রাজীব। তাঁকে ওই কেন্দ্রেই দাঁড় করিয়েছে বিজেপি। রবীন্দ্রনাথকেও সিঙ্গুর থেকেই দাঁড় কারনো হয়েছে। প্রবীর উত্তরপাড়া থেকেই প্রতিদ্বন্দ্বিতা করবেন বিজেপি-র হয়ে। তৃণমূল-ত্যাগী দীপক হালদারকেও ডায়মন্ড হারবারে প্রার্থী করা হয়েছে।

টলিপাড়া থেকে সম্প্রতি একঝাঁক তারকা যোগ দিয়েছেন পদ্মশিবিরে। তাঁদের মধ্যে প্রার্থিতালিকায় জায়গা পেয়েছেন অনেকেই। অভিনেতা যশ দাশগুপ্তকে চণ্ডীতলায় দাঁড় করিয়েছে বিজেপি। সোনারপুর দক্ষিণে প্রার্থী হচ্ছেন অঞ্জনা বসু। বেহালা পূর্বে দাঁড়াতে চান বলে ইচ্ছাপ্রকাশ করেছিলেন শোভন চট্টোপাধ্যায়। ওই কেন্দ্রে তাঁর স্ত্রী রত্না চট্টোপাধ্যায়কে দাঁড় করিয়েছে তৃণমূল। কিন্তু বেহালা পূর্বের আসনে শোভনকে প্রার্থী না করে সেই জায়গায় অভিনেত্রী পায়েল সরকারকে দাঁড় করাল বিজেপি।

রবিবার তৃতীয় ও চতুর্থ দফায় যথাক্রমে ২৭ ও ৩৬ জনের তালিকা ঘোষণা করেছে বিজেপি। এর মধ্যে হাওড়া দক্ষইণ থেকে প্রার্থী কার হচ্ছে রন্তিদেব সেনগুপ্তকে।কুলতলিতে পার্রাথী হচ্ছেন মিন্টু হালদার। রায়দিঘিতে বিজেপি প্রার্থী করেছে শান্তনু বাপুলি।

তৃতীয় ও চতুর্থ দফায় বিজেপি-র উল্লেখযোগ্য প্রার্থীদের তালিকা—

• সোনারপুর দক্ষিণে প্রার্থী হচ্ছেন অঞ্জনা বসু।
• হাওড়া দক্ষিণে প্রার্থী হচ্ছেন রন্তিদেব সেনগুপ্ত।
• আলিপুরদুয়ারে অশোক লাহিড়ি ।
• ডোমজুড়ে রাজীব বন্দ্যোপাধ্যায়।
• সিঙ্গুরে রবীন্দ্রনাথ ভট্টাচার্য।
• তারকেশ্বরে স্বপন দাশগুপ্ত।
• দিনহাটায় নিশীথ প্রামাণিক।
• টালিগঞ্জে বাবুল সুপ্রিয়।
• চণ্ডীতলায় যশ দাশগুপ্ত।
• বেহালা পূর্বে পায়েল সরকার।
• কসবায় ইন্দ্রনীল খাঁ ।
• শ্যামপুরে তনুশ্রী চক্রবর্তী ।
• চুঁচুড়ায় লকেট চট্টোপাধ্যায়।
• হাওড়া দক্ষিণে প্রার্থী হচ্ছেন রন্তিদেব সেনগুপ্ত।
• জয়নগরে রবিন সর্দার।
• কোচবিহার উত্তরে সুকুমার রায়।
• যাদবপুরে রিঙ্কু নস্কর।
• খানাকুলে সুশান্ত ঘোষ।
• উলুবেড়িয়ে উত্তরে চিরণ বেরা।
• পুরশুড়ায় বিমান ঘোষ।
• জাঙ্গিপাড়ায় দেবজিৎ সরকার।
• সাতগাছিয়ায় চন্দন পাল দাস।
• হরিপালে সমীরণ মিত্র।
• ধনেখালিতে তুষার মজুমদার।
• ডায়মন্ড হারবারে দীপক হালদার।

অন্য বিষয়গুলি:

BJP bjp candidate Babul Supriyo Locket chatterjee West Bengal Assembly Election 2021 Rabindranath Bhattacharjee
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy