Advertisement
১২ জানুয়ারি ২০২৫
Amit Shah

Bengal polls: প্রচারে তোপ: ‘নন্দীগ্রামে দিদি হারছেন, দু’দফাতেই ৫০ আসন জিতে গিয়েছি’, কোচবিহারে অমিত শাহ

আগামী ১০ এপ্রিল চতুর্থ দফায় ভোট হবে কোচবিহার এবং আলিপুরদুয়ারে। এই দফায় ১৪টি আসনে ভোট হবে। 

অমিত শাহ।

অমিত শাহ।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০২ এপ্রিল ২০২১ ১২:০২
Share: Save:

আগামী ১০ এপ্রিল চতুর্থ দফায় উত্তরবঙ্গের দুই জেলা কোচবিহার এবং আলিপুরদুয়ারে ভোট। ১৪টি আসনে ভোট হবে এই দফায়। তার আগেই শুক্রবার উত্তরবঙ্গ সফরে এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দু’টি সভা রয়েছে তাঁর। প্রথমটি কোচবিহারের শীতলকুচিতে। অন্যটি আলিপুরদুয়ারের কালচিনিতে। দুপুর ১২ নাগাদ শীতলকুচিতে আসেন অমিত। এই জনসভা থেকেই ফের উস্কে দিলেন, দু’দফার নির্বাচনের ৬০টি আসনের মধ্যে ৫০টি আসনেই জিতছে বিজেপি। শুধু তাই নয়, দিদি যে নন্দীগ্রামে হারছেন, সেটাও স্পষ্ট হয়ে গিয়েছে বলে শীতলকুচির এই সভা থেকে দাবি করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

কী বললেন অমিত শাহ—

• দিদি আপনার যাওয়ার সময় হয়ে গিয়েছে। দিদি নন্দীগ্রাম থেকে হারছেন।

• দু’দফায় ৬০ আসনের মধ্যে ৫০ আসন জিতে গিয়েছে বিজেপি।

• বিএসএফের সঙ্গে বসে অনুপ্রবেশকারীদের ঢোকা বন্ধ করে দওয়ার ব্যবস্থা করে দেব।

• ঘর বানানোর জন্য কাটমানি দিতে হয়। ২ মে-র পর এই কাটমানি আর সিন্ডিকেট রাজ বন্ধ করে দেব।

• দিদি শুধু ভাইপোর কথা ভাবেন। ওঁর কল্যাণের চিন্তা করেন। আপনাদের কথা চিন্তা করেন না। মোদীজি উত্তরবঙ্গের উন্নয়ন করবেন।

• দিদি থ্রি টি মডেলের সরকার চালাচ্ছেন। থ্রি টি হল— তানাশাহি, তোলাবাজি, তুষ্টিকরণ। মোদীজি থ্রি ভি মডেলে দেশ চালাচ্ছেন। থ্রি ভি হল— বিকাশ, বিশ্বাস এবং ব্যাপার। এই তিন ভি-র উপর ভিত্তি করে কাজ করব আমরা।

• ২ মে-র পর বাসে বিনামূল্যে যাতায়াত করতে পারবেন মহিলারা।

• ১০ হাজার কোটি টাকা খরচ করে কাদম্বিনী গাঙ্গুলী স্বাস্থ্য পরিকাঠামো বানানো হবে।

• কোচবিহারে এমস বানানো হবে।

• কোচবিহারের রাস মেলাকে ৫০০ কোটি টাকা খরচ করে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়া হবে।

• ঠাকুর পঞ্চানন বর্মনের একটা বড় স্মারক বানানো হবে ২৫০ কোটি টাকা খরচ করে।

• উত্তরবঙ্গে চা পার্ক বানানো হবে।

• আপনারা অনুপ্রবেশকারী নিয়ে দুশ্চিন্তায় আছেন তো? দিদি থাকলে অনুপ্রবেশকারীর সমস্যা মিটবে না। বিজেপি এলে এগুলো সব বন্ধ করে দেবে।

• বিজেপি-র সরকার এলে অনেক বেশি গুরুত্ব দেওয়া হবে উত্তরবঙ্গকে।

• কলকাতা থেকে ৭০০ কিলোমিটার দূর উত্তরবঙ্গ। কিন্তু দিদির হৃদয়ে এর দূরত্ব ৭ হাজার কিলোমিটার।

• কাল এটা স্পষ্ট হয়ে গিয়েছে, নন্দীগ্রামে দিদি হারছেন।

• উত্তরবঙ্গের সঙ্গে সব সময় অন্যায় করেছেন মমতা। এই জন্যই দিদি আপনাদের ভয় পায়।

অন্য বিষয়গুলি:

North Bengal Amit Shah
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy