অভিনেত্রী-রাজনীতিক এ বার লড়বেন উলুবেড়িয়া দক্ষিণ আসন থেকে। নির্বাচন কমিশনের কাছে হলফনামায় জানিয়েছেন তাঁর বিষয় আশয়ের বিবরণ।
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৬ এপ্রিল ২০২১ ০৮:৫২
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১২
বিজেপি-তে যোগ দিয়েই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার টিকিট পেয়েছেন পাপিয়া অধিকারী। অভিনেত্রী-রাজনীতিক এ বার লড়বেন উলুবেড়িয়া দক্ষিণ আসন থেকে। নির্বাচন কমিশনের কাছে হলফনামায় জানিয়েছেন তাঁর বিষয় আশয়ের বিবরণ।
০২১২
পাপিয়ার হাতে বর্তমানে রয়েছে ৪০ হাজার টাকা। তাঁর স্বামীর হাতে আছে ১০ হাজার টাকা।
০৩১২
বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের ৬টি শাখায় সেভিংস অ্যাকাউন্টে পাপিয়ার নামে আছে যথাক্রমে ১ হাজার ৭৮৫ টাকা, ৫৩ হাজার ২৫৮ টাকা, ১৪ লক্ষ ৭ হাজার ৫৬২ টাকা, ৪ লক্ষ ১৯ হাজার ৬৫৮ টাকা, ১ হাজার ৯৭৬ টাকা এবং ২ লক্ষ ৪ হাজার ৪৯৪ টাকা।
০৪১২
পাপিয়ার স্বামীর নামে ৫টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শাখায় গচ্ছিত আছে ৬ লক্ষ ৪৮ হাজার ৯২ টাকা, ৭৪ হাজার ৯৬৫ টাকা, ২ হাজার ১৩১ টাকা এবং ১৬ হাজার ১৯ টাকা। একটি স্থায়ী আমানতে গচ্ছিত আছে ১ লক্ষ ২৯ হাজার ৯৯৬ টাকা।
০৫১২
শেয়ারবাজারে পাপিয়া বিনিয়োগ করেছেন ১ লক্ষ ৬০ হাজার টাকা। মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করেছেন ১ লক্ষ টাকা। তাঁর স্বামী শেয়ারবাজারে বিনিয়োগ করেছেন লক্ষাধিক টাকা। পিপিএফ-এ তাঁর নামে আছে ২ লক্ষ ৮০ হাজার টাকা।
০৬১২
২০০৭ সালে পাপিয়া কিনেছিলেন তাঁর মাহিন্দ্রা লোগান গাড়ি। দাম পড়েছিল ৬ লক্ষ ৪১ হাজার ৬৪২ টাকা। তাঁর কাছে থাকা ৬০০ গ্রাম সোনার গয়নার মূল্য ৬ লক্ষ ৯৮ হাজার ৯২৯ টাকা। স্বামীর নামে থাকা ২০০ গ্রাম সোনার গয়নার বাজারদর প্রায় ২ লক্ষ ৪০ হাজার টাকা।
পাপিয়া থাকেন কলকাতার অঞ্জুমান আরা বেগম রো-এর এক বহুতল আবাসনে। সেখানে তাঁর ৪টি ফ্ল্যাট আছে। তাঁর স্বামীর নামে অবশ্য কোনও বসতবাড়ির উল্লেখ নেই হলফনামায়।
০৯১২
পাপিয়ার নামে ব্যাঙ্কে গৃহঋণ আছে ২৪ লক্ষ ৪৮ হাজার ৬৪৭ টাকার। পাশাপাশি, তমালকান্তি দে-এর কাছ থেকেও ২০ লক্ষ টাকা ঋণ করেছেন তিনি। তাঁর স্বামীর নামে কোনও ঋণের অঙ্ক উল্লেখ করা হয়নি।
১০১২
হলফনামায় পাপিয়ার ২০১৯-২০ আর্থিক বর্ষের উপার্জন বলা হয়েছে ৫ লক্ষ ৫৯ হাজার ৪৪০ টাকা। তাঁর স্বামীর ক্ষেত্রে এই উপার্জনের পরিমাণ ৩ লক্ষ ১৯ হাজার ৫২০ টাকা।
১১১২
বাংলা ছবির পাশাপাশি ছোট পর্দাতেও জনপ্রিয় পাপিয়া অধিকারী। তাঁর প্রথম ছবি ‘সোনার সংসার’ মুক্তি পেয়েছিল ১৯৮৫ সালে। ‘প্রতিজ্ঞা’, ‘স্বর্ণময়ীর ঠিকানা’, ‘মৌন মুখর’, ‘প্রতীক’, ‘পথে যেতে যেতে’, ‘নিশি বধূ’, ‘পতি পরম গুরু’, ‘মায়ের আদর’, ‘প্রবাহিনী’ এবং ‘মনের মাঝে তুমি’ তাঁর অভিনীত ছবির মধ্যে উল্লেখযোগ্য।
১২১২
‘গাছকৌটো’, ‘চোখের তারা তুই’ এবং ‘গ্যাংস্টার গঙ্গা’-র মতো ধারাবাহিকে তাঁর অভিনয় দর্শকদের মনে দাগ কেটে গিয়েছে। দীর্ঘ কয়েক দশক বিনোদন জগতে কাটিয়ে রাজনীতির দুনিয়ায় পা রেখেছেন পাপিয়া। ভোটের ময়দানে বাকি তারকাদের মতো তিনিও আগ্রহের কেন্দ্রে। (ছবি: নেট মাধ্যম)