WBCS চাকরি পদ সংগৃহীত ছবি
পশ্চিমবঙ্গের সবচেয়ে সম্মানজনক পরীক্ষাগুলির মধ্যে ডব্লিউবিসিএস পরীক্ষা অন্যতম। কিন্তু এই পরীক্ষা দিয়ে ঠিক কী কী চাকরি পাওয়া যায়, সেই তথ্য অনেকেরই অজানা। এই সব চাকরির বেতন পরিকাঠামোই বা কেমন? সে সম্পর্কে বিস্তারিত তথ্যাবলি নীচে দেওয়া হল:
বিভিন্ন গ্রুপের চাকরি পদ:
ডব্লিউবিসিএস পরীক্ষার মাধ্যমে বিভিন্ন গ্রুপের অন্তর্গত চাকরি পদের জন্য আবেদন জানানো যায়। এই সমস্ত গ্রুপকে চারটি ভাগে ভাগ করা হয়— গ্রুপ ‘এ’, গ্রুপ ‘বি’, গ্রুপ ‘সি’ এবং গ্রুপ ‘ডি’। পরীক্ষার্থীরা তাদের শিক্ষাগত যোগ্যতা এবং পছন্দের উপর নির্ভর করে সংশ্লিষ্ট গ্রুপের জন্য আবেদন জানায়। গ্রুপ ‘এ’-র এগ্জিকিউটিভ অফিসার থেকে গ্রুপ ‘ডি’-র যে কোনও গেজেটেড ও নন গেজেটেড অফিসার ও অন্যান্য পদে এই পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হয়। এই সমস্ত পদের বেতন পরিকাঠামোও পাশে উল্লেখ করা হল। এই বেতনের মধ্যে মহার্ঘভাতা (DA), চিকিৎসা ভাতা (MA), ও বাড়িভাড়া ভাতাও (HRA) রয়েছে।
নীচে বিভিন্ন গ্রুপের অন্তর্গত চাকরির পদ ও বেতন পরিকাঠামো উল্লেখ করা হল:
গ্রুপ ‘এ’-এর অন্তর্গত চাকরি পদগুলি হল:
১. এগ্জিকিউটিভ: বেতন স্কেল-১৬-মোট বেতন= ৬৫,০১৫ টাকা
২. সহকারী রেভিনিউ কমিশনার: বেতন স্কেল-১৬-মোট বেতন= ৬৫,০১৫ টাকা
৩. পশ্চিমবঙ্গ কোঅপরেটিভ সার্ভিস: বেতন স্কেল-১৬-মোট বেতন= ৬৫,০১৫ টাকা
৪. পশ্চিমবঙ্গ লেবার সার্ভিস: বেতন স্কেল-১৬-মোট বেতন= ৬৫,০১৫ টাকা
৫. পশ্চিমবঙ্গ ফুড ও সাপ্লাই সার্ভিস: বেতন স্কেল-১৬-মোট বেতন= ৬৫,০১৫ টাকা
৬. পশ্চিমবঙ্গ এমপ্লয়মেন্ট সার্ভিস: বেতন স্কেল-১৬-মোট বেতন= ৬৫,০১৫ টাকা
গ্রুপ বি-র পরীক্ষার মাধ্যমে শুধু পশ্চিমবঙ্গ পুলিশ সার্ভিসেই নিযুক্ত করা হয়। বেতন স্কেল-১৬- মোট বেতন= ৬৫,০১৫ টাকা
গ্রুপ সি এর অন্তর্গত পোস্টগুলি হল:
১. জয়েন্ট ব্লক ডেভেলপমেন্ট অফিসার: বেতন স্কেল-১৫ মোট বেতন= ৪৯,৪৯০ টাকা
২. জেলা সংশোধনমূলক হোমের সুপারিনটেন্ডেন্ট / কেন্দ্রীয় সংশোধনমূলক হোমের ডেপুটি সুপারিনটেনডেন্ট: বেতন স্কেল-১৪-মোট বেতন= ৪৬,৩৮৫ টাকা
৩. কনজিউমার অ্যাফেয়ার্স ও ন্যায্য ব্যবসার অভ্যাসের ডেপুটি সহকারী ডিরেক্টর: বেতন স্কেল-১৪-মোট বেতন= ৪৬,৩৮৫ টাকা
৪. পশ্চিমবঙ্গ জুনিয়র সোশ্যাল ওয়েলফেয়ার সার্ভিস: বেতন স্কেল-১৪-মোট বেতন= ৪৬,৩৮৫ টাকা
৫. সহকারী ক্যানেল রেভিনিউ অফিসার: বেতন স্কেল-১২-মোট বেতন= ৪১,৬৭৪ টাকা
৬.পশ্চিমবঙ্গ সাব-অর্ডিনেট ল্যান্ড রেভিনিউ সার্ভিসেস (গ্রেড ১): বেতন স্কেল-১৪-মোট বেতন= ৪৬,৩৮৫ টাকা
৭. কমার্শিয়াল ট্যাক্স অফিসার: বেতন স্কেল-১৪-মোট বেতন= ৪৬,৩৮৫ টাকা
৮. চিফ কন্ট্রোলার অফ কারেকশনাল সার্ভিস: বেতন স্কেল-১৪-মোট বেতন= ৪৬,৩৮৫ টাকা
গ্রুপ ‘ডি’-এর অন্তর্গত পোস্টগুলি হল:
১. ইন্সপেক্টর অফ কো-অপরেটিভ সার্ভিস: বেতন স্কেল-১০-মোট বেতন= ৩৭,৪১৫ টাকা
২. পঞ্চায়েত ডেভেলপমেন্ট অফিসার: বেতন স্কেল-১০-মোট বেতন= ৩৭,৪১৫ টাকা
৩. রিহ্যাবিলিটেশন অফিসার: বেতন স্কেল-১০-মোট বেতন= ৩৭,৪১৫ টাকা
ইউপিএসসি ডব্লিউবিসিএস এগ্জিকিউটিভ অফিসার ও ডব্লিউবিসিএস কমার্শিয়াল ট্যাক্স সার্ভিসের প্রার্থীদের এবং পশ্চিমবঙ্গ পুলিশ সার্ভিসকে রাজ্য সিভিল সার্ভিস হিসেবে গণ্য করে চাকরির সাত থেকে ন’বছর পর যথাক্রমে আইএএস এবং আইপিএস পদে সরাসরি পদোন্নতি ঘটায়।
তা হলে ভেবে নিন, কোন বিভাগে চাকরির জন্য আপনি ইচ্ছুক ও কোন বিভাগে চাকরির আবেদন জানানোর জন্য আপনি যোগ্য এবং তার ভিত্তিতেই এই পরীক্ষার ফর্ম পূরণ করুন।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy