দুপুর ১২টা থেকে ওয়েবসাইটে ফল জানতে পারবে পরীক্ষার্থীরা। প্রতীকী ছবি।
মাধ্যমিকে উত্তীর্ণ ছাত্রছাত্রীদের শুভেচ্ছা জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইটারে তিনি লেখেন, ‘‘মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ সকল ছাত্রছাত্রীদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সাফল্যের সঙ্গে পূর্ণ হোক তোমাদের আগামীর প্রত্যেকটি দিন।’’
যুগ্ম চতুর্থ হয়েছে সমাদৃতা সেন এবং অনীশ বাড়ুই। পঞ্চম স্থানে রয়েছে শুভজিৎ দে এবং অরিজিৎ মণ্ডল।
মাধ্যমিকে তৃতীয় হয়েছে ছ’জন। মেধাতালিকার প্রথম দশে নেই কলকাতা।
মাধ্যমিকে প্রথম হয়েছে কাটোয়া দুর্গাদাসী চৌধুরানী হাই স্কুলের দেবদত্তা মাঝি। পেয়েছে ৬৯৭। যুগ্ম দ্বিতীয় বর্ধমানের শুভম পাল এবং মালদহের রিফাত হাসান সরকার। তাদের প্রাপ্ত নম্বর ৬৯১।
মাধ্যমিকে পাশের হার ৮৬ শতাংশ। ১৬ জেলা থেকে প্রথম দশে রয়েছে ১১৮ জন। মালদা থেকে সব থেকে বেশি সংখ্যক পড়ুয়া মেধাতালিকায় আছে।
তফসিলি উপজাতি পরীক্ষার্থীদের পাশের হার ৭৬ শতাংশ।
জেলাভিত্তিক পাশের হারের নিরিখে শীর্ষে রয়েছে পূর্ব মেদিনীপুর। দ্বিতীয় স্থানে কালিম্পং। তৃতীয় স্থানে রয়েছে কলকাতা। পশ্চিম মেদিনীপুর রয়েছে চতুর্থ স্থানে।
এ বছরের মাধ্যমিকে কিউআর কোড থাকছে বলে জানালেন পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়।
এ বছরের মাধ্যমিকে ফেল করেছে ১ লক্ষের বেশি পরীক্ষার্থী।
দুপুর ১২টা থেকে রেজাল্ট দেখা যাবে পর্ষদের ওয়েবসাইট থেকে।
চলতি বছর মাধ্যমিক দিয়েছিল ৬ লক্ষ ৩৭ হাজার ১০৫ পরীক্ষার্থী। তাদের মধ্যে পাশ করেছে ৫ লক্ষ ৪৮ হাজার ৯০৯ পরীক্ষার্থী। ৭৬ দিনের মাথায় ফলপ্রকাশ করা হল। পুরুষ পরীক্ষার্থীর তুলনায় মহিলা পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২২ শতাংশ বেশি।
পর্ষদের ওয়েবসাইট www.wbbse.wb.gov.in বা http://wbresults.nic.in -এ যেতে হবে। সেখানে ফলের লিঙ্কে ক্লিক করতে হবে। এর পর, রোল নম্বর-সহ অন্যান্য প্রয়োজনীয় তথ্য দিলেই ফল দেখা যাবে। ফল ডাউনলোড করে প্রিন্ট আউট নিতে পারবে পরীক্ষার্থীরা।
মাধ্যমিকের ফলাফল দেখতে পাবেন নীচের লিঙ্ক থেকে
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy