ইউপিএসসি সিজিএস পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ সংগৃহীত ছবি
ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (ইউপিএসসি) কম্বাইন্ড জিও সায়েন্টিস্ট (সিজিএস) পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিতে সর্বমোট ২৮৫ টি শূন্য আসনের কথা ঘোষণা করা হয়েছে। যে যে পদে নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে, সেগুলি হল: জিওলজিস্ট, জিওফিজিসিস্ট , কেমিস্ট ও সায়েন্টিস্ট বি। যাঁরা এই পদগুলিতে আবেদন জানাতে চান, তাঁরা বিজ্ঞপ্তিতে উল্লিখিত সমস্ত তথ্য খুঁটিয়ে পড়ে নিয়ে তবেই আবেদন জানাতে পারেন।
ইউপিএসসি সিজিএস পরীক্ষায় আবেদনের জন্য গুরুত্বপূর্ণ দিনগুলি হল:
-আবেদনপত্র জমা দেওয়া শুরু হবে:২১ সেপ্টেম্বর, ২০২২।
-আবেদনপত্র জমা করার শেষ দিন: ১১ অক্টোবর সন্ধ্যে ৬টা।
-পরীক্ষার্থীরা আবেদন ফিরিয়ে নিতে পারবেন:১৯ অক্টোবর থেকে ২৫ অক্টোবর সন্ধ্যা ৬ টার মধ্যে।
-ইউপিএসসি সিজিএস প্রিলিমিনারি পরীক্ষার অ্যাডমিট কার্ড পাওয়া যাবে পরীক্ষার তিন সপ্তাহ আগে।
-ইউপিএসসি সিজিএস প্রিলিমিনারি পরীক্ষা: ১৯ ফেব্রুয়ারী,২০২৩।
-ইউপিএসসি সিজিএস মেইন পরীক্ষা: ২৪ ও ২৫ জুন, ২০২৩।
পরীক্ষার্থীরা এই পরীক্ষার জন্য কী ভাবে আবেদন জানাবেন?
১. প্রথমেই ইউপিএসসি সরকারি ওয়েবসাইট-https://upsconline.nic.in/upsc/OTRP/-এ যেতে হবে।
২. হোমপেজে 'কম্বাইন্ড জিও সায়েন্টিস্ট ২০২৩ নোটিফিকেশন' লিঙ্কটিতে ক্লিক করতে হবে।
৩. এ বার একটি পেজে 'অ্যাপ্লাই অনলাইন'- এ ক্লিক করতে হবে।
৪. যদি পরীক্ষার্থী প্রথম বার তাঁদের নাম নথিভুক্ত করার জন্য ওয়েবসাইটে ঢোকেন, তা হলে তাঁকে 'নিউ রেজিস্ট্রেশন'-এ ক্লিক করতে হবে, আর তা না হলে তাঁরা তাঁদের লগ-ইন ডিটেলস দিয়ে লগ-ইন করতে পারবেন।
৫. এর পর অ্যাপ্লিকেশন ফর্মটি যথাযথ ভাবে পূরণ করে আবেদনমূল্যটিও জমা দিয়ে দিতে হবে।
৬. এ বার আবেদনপত্রটি জমা দিয়ে সেটি ডাউনলোড করে পরীক্ষার্থীরা নিজেদের কাছে রাখতে পারেন ভবিষ্যতের সুবিধার্থে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy