Advertisement
২২ নভেম্বর ২০২৪
UGC

স্নাতক ও স্নাতকোত্তরে সাইবার নিরাপত্তা কোর্সের পাঠ্যসূচি চালু করল ইউজিসি

সাইবার সচেতনতা দিবসের অংশ হিসেবে পালিত এক অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান এম জগদীশ কুমার সাইবার নিরাপত্তা প্রোগ্রামের স্নাতক ও স্নাতকোত্তরের পাঠ্যসূচি চালু করলেন।

সাইবার নিরাপত্তা কোর্সের পাঠ্যসূচি চালু করল ইউজিসি

সাইবার নিরাপত্তা কোর্সের পাঠ্যসূচি চালু করল ইউজিসি সংগৃহীত ছবি

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৭ অক্টোবর ২০২২ ১৫:২৪
Share: Save:

সাইবার সচেতনতা দিবসের অংশ হিসেবে পালিত এক অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান এম জগদীশ কুমার সাইবার নিরাপত্তা প্রোগ্রামের স্নাতক ও স্নাতকোত্তরের পাঠ্যসূচি চালু করলেন।

এই কোর্সের স্নাতক স্তরের সিলেবাস:

১. সাইবার নিরাপত্তা কোর্সের ভূমিকা

২. সাইবার অপরাধ ও আইন

৩. সামাজিক মাধ্যমের সংক্ষিপ্ত বিবরণ ও নিরাপত্তা

৪. ই-কমার্স ও ডিজিটাল অর্থ লেনদেন

৫. ডিজিটাল যন্ত্রাদির নিরাপত্তা, সাইবার নিরাপত্তার সরঞ্জাম ও প্রযুক্তি

এই কোর্সের স্নাতকোত্তোর স্তরের সিলেবাস:

১. সাইবার নিরাপত্তার সংক্ষিপ্ত বিবরণ

২. সাইবার অপরাধ

৩. সাইবার আইন

৪. তথ্য গোপনীয়তা ও তথ্য নিরাপত্তা

৫. সাইবার নিরাপত্তার ব্যবস্থাপনা, সম্মতি (কমপ্লায়েন্স) ও নিয়ন্ত্রণ পদ্ধতি

সাইবার সচেতনতা দিবসের অনুষ্ঠানে জগদীশ কুমার জানান, আরও ওয়াকিবহাল, উপযোগী এবং দায়িত্ববান ডিজিটাল নাগরিক গড়ে তোলাই এই পাঠ্যসূচির লক্ষ্য। এ ছাড়াও, এই পাঠ্যসূচির মাধ্যমে সার্বিক সুস্থ সাইবার নিরাপত্তা ব্যবস্থা ও পরিবেশ গড়ে তোলারও লক্ষ্য রয়েছে। উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলিতে স্নাতক ও স্নাতকোত্তরে পড়ানোর জন্য বিভিন্ন সাইবার নিরাপত্তা, কম্পিউটার ও তথ্যপ্রযুক্তির বিশেষজ্ঞদের ডাকা হবে বলেও জানানো হয়েছে। এ ক্ষেত্রে, উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ছাড়াও এই সমস্ত বিষয়ে অভিজ্ঞ বিভিন্ন শিল্পক্ষেত্রের পেশাদার ব্যক্তিদের এই কোর্স পড়ানোর জন্য ডাকা হবে।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy