সাইবার নিরাপত্তা কোর্সের পাঠ্যসূচি চালু করল ইউজিসি সংগৃহীত ছবি
সাইবার সচেতনতা দিবসের অংশ হিসেবে পালিত এক অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান এম জগদীশ কুমার সাইবার নিরাপত্তা প্রোগ্রামের স্নাতক ও স্নাতকোত্তরের পাঠ্যসূচি চালু করলেন।
এই কোর্সের স্নাতক স্তরের সিলেবাস:
১. সাইবার নিরাপত্তা কোর্সের ভূমিকা
২. সাইবার অপরাধ ও আইন
৩. সামাজিক মাধ্যমের সংক্ষিপ্ত বিবরণ ও নিরাপত্তা
৪. ই-কমার্স ও ডিজিটাল অর্থ লেনদেন
৫. ডিজিটাল যন্ত্রাদির নিরাপত্তা, সাইবার নিরাপত্তার সরঞ্জাম ও প্রযুক্তি
এই কোর্সের স্নাতকোত্তোর স্তরের সিলেবাস:
১. সাইবার নিরাপত্তার সংক্ষিপ্ত বিবরণ
২. সাইবার অপরাধ
৩. সাইবার আইন
৪. তথ্য গোপনীয়তা ও তথ্য নিরাপত্তা
৫. সাইবার নিরাপত্তার ব্যবস্থাপনা, সম্মতি (কমপ্লায়েন্স) ও নিয়ন্ত্রণ পদ্ধতি
সাইবার সচেতনতা দিবসের অনুষ্ঠানে জগদীশ কুমার জানান, আরও ওয়াকিবহাল, উপযোগী এবং দায়িত্ববান ডিজিটাল নাগরিক গড়ে তোলাই এই পাঠ্যসূচির লক্ষ্য। এ ছাড়াও, এই পাঠ্যসূচির মাধ্যমে সার্বিক সুস্থ সাইবার নিরাপত্তা ব্যবস্থা ও পরিবেশ গড়ে তোলারও লক্ষ্য রয়েছে। উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলিতে স্নাতক ও স্নাতকোত্তরে পড়ানোর জন্য বিভিন্ন সাইবার নিরাপত্তা, কম্পিউটার ও তথ্যপ্রযুক্তির বিশেষজ্ঞদের ডাকা হবে বলেও জানানো হয়েছে। এ ক্ষেত্রে, উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ছাড়াও এই সমস্ত বিষয়ে অভিজ্ঞ বিভিন্ন শিল্পক্ষেত্রের পেশাদার ব্যক্তিদের এই কোর্স পড়ানোর জন্য ডাকা হবে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy