Advertisement
২২ ডিসেম্বর ২০২৪
UGC

কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিকে মানসিক স্বাস্থ্য সচেতনতামূলক কার্যক্রমের আর্জি ইউজিসির

এ ছাড়া, শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে এই কার্যক্রমের জন্য একজন অভিজ্ঞ শিক্ষককে 'মেডিটেশন অ্যাম্বাসেডর' হিসাবে মনোনীত করারও আর্জি জানিয়েছে কমিশন।

ইউজিসি-র আর্জি।

ইউজিসি-র আর্জি। সংগৃহীত ছবি।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৬ নভেম্বর ২০২২ ২০:৩৬
Share: Save:

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিকে শিক্ষার্থীদের মধ্যে ইতিবাচক মানসিকতা গড়ে তোলার জন্য মেডিটেশন ও মানসিক স্বাস্থ্য নিয়ে একটি এক ঘন্টার সচেতনতার সেশন আয়োজনের আর্জি জানিয়েছে। এ ছাড়া, শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে এই কার্যক্রমের জন্য একজন অভিজ্ঞ শিক্ষককে 'মেডিটেশন অ্যাম্বাসেডর' হিসাবে মনোনীত করারও আর্জি জানিয়েছে কমিশন।

ইউজিসি তার বিজ্ঞপ্তিতে জানিয়েছে, উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ও ইউজিসি অনুমোদিত কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিকে অনুরোধ জানানো হচ্ছে ইতিবাচক মানসিক স্বাস্থ্য গড়ে তোলার ক্ষেত্রে মেডিটেশনের সুফল নিয়ে একটি কার্যক্রম আয়োজনের জন্য শিক্ষার্থী ও শিক্ষকদের উৎসাহিত করতে হবে। কেননা এই কার্যক্রমে তাঁরাই লাভবান হবেন। প্রতিটি বিশ্ববিদ্যালয় ও কলেজকে এর জন্য tiny.cc/hgd-college পোর্টালে গিয়ে আবেদনপত্র পূরণ করতে হবে এবং এই কার্যক্রমের জন্য এওকজন অভিজ্ঞ শিক্ষক/কর্মীকে 'মেডিটেশন অ্যাম্বাসেডর' হিসাবে মনোনীত করতে হবে।

'আর্ট অফ লিভিং'-এর প্রতিষ্ঠাতা রবি শঙ্কর এই কার্যক্রমের পাঠ্যক্রমটি তৈরি করেছেন। তাঁর ফাউন্ডেশনের প্রশিক্ষিত শিক্ষকরাই আগ্রহী প্রতিষ্ঠানে বিনামূল্যে এই কার্যক্রমটি পরিচালনা করবেন বলে জানিয়েছে ইউজিসি।

এ ছাড়াও, ইউজিসি জানিয়েছে, 'আজাদি কে অমৃত মহোত্সব' কর্মসূচির অঙ্গ হিসাবেই কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক 'আর্ট অফ লিভিং ফাউন্ডেশন'-এর সঙ্গে যৌথ ভাবে 'হর ঘর ধ্যান' অর্থাৎ প্রতিটি বাড়িতে রোজ ধ্যানচর্চা করার প্রচারাভিযান চালাবে। এই প্রচারিভিযানেই সমস্ত জনসাধারণের জন্য মেডিটেশন ও মানসিক স্বাস্থ্য নিয়ে এক ঘন্টার একটি সচেতনতার সেশন-এর আয়োজন করা হবে।

অন্য বিষয়গুলি:

UGC Higher Education Institute University grant commission Mental Health Mental Health Awareness Meditation Har Ghar Dhyan Azadi Ka Amrit Mahotsav
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy