Advertisement
২২ নভেম্বর ২০২৪
Bank Job

প্রকাশ হল আইবিপিএস আরআরবি ইন্টারভিউ কল লেটার, কী ভাবে ডাউনলোড করবেন জেনে নিন

৩০ নভেম্বর পর্যন্ত আইবিপিএস এর অফিসিয়াল ওয়েবসাইটে মিলবে কল লেটার বা প্রবেশপত্র।

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৪ নভেম্বর ২০২২ ১৯:০২
Share: Save:

দ্য ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনেল সিলেকশন-এর (আইবিপিএস) রিজিওনাল রুরাল ব্যাঙ্ক এগজাম (আরআরবি) অফিসার স্কেল এক, দু’ই এবং তিন পদে নিয়োগের জন্য ইন্টারভিউ প্রবেশ পত্র প্রকাশ করা হয়েছে। ৩ নভেম্বর অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে প্রবেশপত্র। ৩০ নভেম্বর পর্যন্ত আইবিপিএস এর অফিসিয়াল ওয়েবসাইটে মিলবে কল লেটার বা প্রবেশপত্র। ১৪নভেম্বর থেকে ইন্টারভিউ শুরু হওয়ার কথা রয়েছে। কল লেটারের মধ্যে দেওয়া প্রয়োজনীয় সব নথি প্রার্থীদের ইন্টারভিউ-এর সময় নিয়ে যেতে হবে।

কল লেটার ডাউনলোড করার পদ্ধতি:

  • প্রথমে আইবিপিএস এর https://ibps.in/ এই অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
  • সিআরপি-আরআরবিএস-এগারো অফিসার লেখা কল লেটার লিঙ্ক এ যেতে হবে।
  • প্রার্থীকে তাঁর রেজিস্ট্রেশন নম্বর বা রোল নম্বর এবং জন্ম তারিখ দিতে হবে।
  • এর পরেই আইবিপিএস আরআরবি কল লেটার দেখতে পেয়ে যাবেন প্রার্থীরা।সেখানে থেকে কল লেটার ডাউনলোড করে নিতে পারবেন প্রার্থীরা।

এ ছাড়াও, নীচে প্রার্থীদের সুবিধার্থে কল লেটার ডাউনলোড করার সরাসরি লিঙ্ক দেওয়া হল:

https://ibpsonline.ibps.in/rrbxis1may22/clinta_oct22/login.php?appid=bf705b581efac1b15f81afadd7ccc022

এই বছর আইবিপিএস আরআরবি নিয়োগ ২০২২-এর অধীনে প্রায় ৮১০৬ শূন্যপদের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy