Advertisement
০৬ নভেম্বর ২০২৪
Madhyamik Model Question 2025

সরকারি শিক্ষকদের উদ্যোগে মাধ্যমিকের মডেল প্রশ্ন প্রকাশ

দুস্থ ও মেধাবী পরীক্ষার্থীদের বইটি সম্পূর্ণরূপে বিনামূল্যে দেওয়া হবে। রাজ্যের মোট ৩৯টি সরকারি স্কুলের দুস্থদের জন্য এই ব্যবস্থা করা হয়েছে। এ ছাড়াও স্কুলের পরিচয়পত্র দেখিয়ে বইটি কিনতে গেলে ২৫ শতাংশ ছাড় দেওয়া হবে।

সংগৃহীত চিত্র।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৬ নভেম্বর ২০২৪ ১৮:৫৬
Share: Save:

২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য প্রত্যেক বারের মতো এ বারও মডেল প্রশ্নপত্র প্রকাশ করল পশ্চিমবঙ্গ সরকারি বিদ্যালয় শিক্ষক সমিতি। মধ্যশিক্ষা পর্ষদের নির্দেশিকাকে মান্যতা দিয়ে সাতটি বিষয়ের প্রশ্নপত্র এই বইতে রয়েছে।

এ বিষয়ে পশ্চিমবঙ্গ সরকারি বিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সৌগত বসু বলেন, “মধ্যশিক্ষা পর্ষদের সিলেবাস এবং প্রশ্ন কাঠামো অনুসরণ করে পর্ষদের নির্দেশিকা অনুযায়ী বিষয় ভিত্তিক প্রশ্নপত্র এ বছরও প্রকাশ করা হয়েছে। প্রত্যেক বছরের মতো ছাত্র-ছাত্রীদের কাছে এটি প্রয়োজনীয় একটি মডেল প্রশ্ন রূপে বিবেচিত হবে।”

এই মডেল বইটিতে সমস্ত বিষয়ের এমসিকিউ এবং এসএকিউ প্রশ্নের আদর্শ উত্তর সংকেত সংযোজন করা হয়েছে। বইটি এমন ভাবে তৈরি করা হয়েছে, যাতে পড়ুয়ারা প্রস্তুতি নিতে পারে। দুস্থ ও মেধাবী পরীক্ষার্থীদের বইটি সম্পূর্ণরূপে বিনামূল্যে দেওয়া হবে। রাজ্যের মোট ৩৯টি সরকারি স্কুলের দুস্থদের জন্য এই ব্যবস্থা করা হয়েছে। এ ছাড়াও স্কুলের পরিচয়পত্র দেখিয়ে বইটি কিনতে গেলে ২৫ শতাংশ ছাড় দেওয়া হবে।

সমিতির তরফ থেকে আগামী বছরের জানুয়ারি মাসে বিষয়ভিত্তিক কাউন্সেলিংয়ের আয়োজন করা হবে। পাশাপাশি, বিভিন্ন মাধ্যমের পরীক্ষার্থীদের প্রশ্নের উত্তর আলোচনার জন্য বিষয়ভিত্তিক শিক্ষক-শিক্ষিকাদের সুবিধার্থে অনলাইনে প্রশ্ন-উত্তর আসরের আয়োজন করা হবে।

অন্য বিষয়গুলি:

Madhyamik 2025
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE