উচ্চ প্রাথমিকের নিয়োগের চতুর্থ দফার কাউন্সেলিংয়ের দিন ঘোষণা করল স্কুল সার্ভিস কমিশন। কাউন্সেলিং হবে ৬ মার্চ। বিজ্ঞপ্তি দিয়ে তা জানাল এসএসসি।
২৭ ফেব্রুয়ারি চতুর্থ দফা কাউন্সেলিংয়ের সবিস্তার তথ্য বিজ্ঞপ্তি আকারে ওয়েবসাইটে প্রকাশ করা হবে বলে উল্লেখ করেছে এসএসসি। সে দিনই জানা যাবে কোন বিষয়ে কোন প্রার্থী ডাক পাচ্ছেন এবং কোন জেলায় বিদ্যালয়ে এখনও পর্যন্ত শূন্য আসন রয়েছে।
গত তিন দফায় কাউন্সেলিংয়ে ডাকা হয়েছিল ১২,০৬৮ জনকে। যার মধ্যে সুপারিশপত্র গ্রহণ করেছেন ৯,১৯৪ জন প্রার্থী। প্রথম দফার কাউন্সেলিংয়ে ডাকা হয়েছিল ৮,৭৪৯ জনকে। দ্বিতীয় দফায় ২,৫৯৫ জনকে এবং তৃতীয় দফায় ডাকা হয় ৭২৪ জনকে। এখনও পর্যন্ত অপেক্ষামাণ প্রার্থীর সংখ্যা ১,৮৯৮। চতুর্থ দফার কাউন্সেলিংয়ে যদি ২৬১ জনকে ডাকা হয়, তবে অপেক্ষামাণ প্রার্থী থাকবেন ১৬৩৭ জন।
এসএসসি-র এক আধিকারিক জানিয়েছেন, শূন্য পদের সংখ্যা মিলিয়ে ওয়েটিং লিস্টে প্রার্থীদের কাউন্সেলিংয়ে ডাকতে হয়। সেই মতোই কাউন্সিলের বিজ্ঞপ্তি বেরোচ্ছে। যাঁরা বাকি থাকছেন, তাঁদেরও সকলকে ডাকা হবে।
পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরিপ্রার্থী মঞ্চের সভাপতি সুশান্ত ঘোষ বলেন, “চতুর্থ দফার কাউন্সেলিংয়ের ডাক পাওয়ার পরেও যাঁরা বাকি থাকবেন, তাঁদের দ্রুত কাউন্সেলিং করতে হবে। কোর্টের নির্দেশে সবাই যেন চাকরি পান, তা স্কুল সার্ভিস কমিশনকে সুনিশ্চিত করতে হবে।”