জানুয়ারি মাসের ২৮ তারিখ থেকে শুরু হচ্ছে উচ্চ প্রাথমিকে ওয়েটিং লিস্টে থাকা চাকরিপ্রার্থীদের তৃতীয় দফার কাউন্সিলিং। দ্বিতীয় দফার কাউন্সেলিং-এ অনুমোদনপত্র হাতে পাওয়ার পর পাঁচ শতাংশেরও বেশি শিক্ষক-শিক্ষিকা স্কুলে যোগদান করেননি। এরই মাঝে তৃতীয় দফা কাউন্সেলিং-র বিজ্ঞপ্তি প্রকাশ স্কুল সার্ভিস কমিশনের।
২৮ থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত ১৬৪৩ জন চাকরিপ্রার্থীর অনুমোদনপত্র হাতে দেবে এসএসসি। ২৮, ২৯, ৩০ এবং ৩১ জানুয়ারি এই কাউন্সেলিং প্রক্রিয়া হবে। ইতিমধ্যেই ১১৩৪৪ জন প্রার্থীর কাউন্সেলিং সম্পন্ন হয়েছে। যাতে ২৪ শতাংশ অনুপস্থিত ছিল। অনুমোদনপত্র গ্রহণ করেছে ৮৬৫১ জন প্রার্থী। যাঁদের মধ্যে এখনও পর্যন্ত পাঁচ শতাংশেরও বেশি প্রার্থী বিদ্যালয়ে যোগদান করেননি।
আরও পড়ুন:
পশ্চিমবঙ্গ আপার প্রাইমারী চাকরি প্রার্থী মঞ্চ সভাপতি সুশান্ত ঘোষ বলেন, ‘‘১৪০৫২ জন প্রার্থীর নিয়োগের নির্দেশ ছিল। তিনটি কাউন্সেলিং পর্বে ১২৮৮৭ জন প্রার্থীর ডাকা হয়েছে। আদালতের নির্দেশে আর মেধা তালিকা অন্তর্ভুক্ত ১৮৯৮ জন প্রার্থীর চাকরি সুনিশ্চিত করতে হবে।’’
উল্লেখ্য, প্রথম কাউন্সেলিং-এ ডাকা হয়েছিল ৮,৭৪৯ জনকে। এদের মধ্যে অনুপস্থিত এবং প্রত্যাখ্যানকারীর সংখ্যা ২০৬৯। অর্থাৎ অনুমোদনপত্র গ্রহণ করেছিল ৬৬৮০ জন। দ্বিতীয় দফার কাউন্সেলিং-এ ডাকা হয়েছিল ২৯৯৫ জনকে। যাঁদের মধ্যে অনুপস্থিত এবং প্রত্যাখ্যানকারীর সংখ্যা ছিল ৬২৪। এবং অনুমোদনপত্র গ্রহণ করেছিল ১৯৭১ জন। ১৪০৫২ জন প্রার্থীর মধ্যে থেকে এখনও বাকি ১২৯৯জন। তাঁদের দ্রুত নিয়োগের দাবি করছে শিক্ষা মহল।