Advertisement
E-Paper

গেট থেকে জ্যাম, সর্বভারতীয় স্তরের পরীক্ষায় তাকলাগানো ফল রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দিরের

দু’টি পরীক্ষাতেই নজরকাড়া ফল করেছেন বেলুড়ের রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দিরের পড়ুয়ারা।

RKM Belur

রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির, বেলুড়। সংগৃহীত ছবি।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ মার্চ ২০২৫ ১৯:০৮
Share
Save

মঙ্গলবার প্রকাশিত হয়েছে চলতি বছরের জয়েন্ট অ্যাডমিশন টেস্ট ফর মাস্টার্স (জ্যাম)-এর ফল। গ্র্যাজুয়েট অ্যাপ্টিটিউড টেস্ট ইন ইঞ্জিনিয়ারিং (গেট)-এর ফল ঘোষণা করা হল বুধবার। দু’টি সর্বভারতীয় স্তরের পরীক্ষাতেই রাজ্যের জয়জয়কার। দু’টি পরীক্ষাতে নজরকাড়া ফল করেছে বেলুড়ের রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দিরের পড়ুয়ারা।

দেশের বিভিন্ন আইআইটি, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স (আইআইএসসি), আইআইআইটি এবং এনআইটি-তে বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে স্নাতকোত্তরে ভর্তির জন্য প্রতি বছর আয়োজন করা হয় জয়েন্ট অ্যাডমিশন টেস্ট ফর মাস্টার্স (জ্যাম)-এর। চলতি বছরের পরীক্ষা হয় গত ২ ফেব্রুয়ারি। পরীক্ষার আয়োজনের দায়িত্বে ছিল আইআইটি দিল্লি। বায়োটেকনোলজি, রসায়ন, অর্থনীতি, জিয়োলজি, গণিত, ম্যাথমেটিক্যাল স্ট্যাটিস্টিক্সের মতো সাতটি বিষয়ে পরীক্ষা দিতে পারেন পড়ুয়ারা। পরীক্ষা নেওয়া হয় কম্পিউটারের মাধ্যমে। পরীক্ষা শেষের এক মাসেরও বেশি সময় পর মঙ্গলবার প্রকাশ করা হয় ফলাফল।

সংশ্লিষ্ট পরীক্ষাতেই তাকলাগানো ফলাফল বেলুড়ের রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দিরের। জ্যাম-এর রসায়ন বিষয়ে দেশের মধ্যে প্রথম স্থান দখল করে নিয়েছেন প্রতিষ্ঠানের শুভন ঘোষ। এর পর একাদশ স্থানে রয়েছেন সায়ন ধাড়া। এ ছাড়াও, ৫৪, ৬০, ৬৪, ৯২, ১১৩ এবং ১২৩ তম র‍্যাঙ্কে রয়েছেন প্রতিষ্ঠানের পড়ুয়ারা। বায়োলজিক্যাল সায়েন্সেস ক্ষেত্রে সর্বভারতীয় স্তরে চতুর্থ এবং একাদশ স্থানে রয়েছেন যথাক্রমে সোহম রাজ মাইতি এবং মনসিজ জ্যোতি। এ ছাড়া, ৪৯, ৫৯ এবং ১১৩ তম র‍্যাঙ্ক করেছেন প্রতিষ্ঠানের পড়ুয়ারা। পদার্থবিদ্যা বিষয়েও পঞ্চম স্থান দখল করেছেন নীতীশ হালদার। এ ছাড়াও অন্যান্য র‍্যাঙ্কে রয়েছেন প্রতিষ্ঠানের বেশ কিছু পড়ুয়া।

সর্বভারতীয় স্তরে বিজ্ঞান এবং ইঞ্জিনিয়ারিংয়ের স্নাতকোত্তরে ভর্তির প্রবেশিকা গ্র্যাজুয়েট অ্যাপ্টিটিউড টেস্ট ইন ইঞ্জিনিয়ারিং (গেট)। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের তরফে প্রতি বছর দেশের বিভিন্ন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি) গেট আয়োজনের দায়িত্বে থাকে। ২০২৫-এর গেট আয়োজনের দায়িত্বে ছিল আইআইটি রুরকি। পরীক্ষা হয় ফেব্রুয়ারি মাসের ১, ২, ১৫ এবং ১৬ তারিখ। বুধবার সেই পরীক্ষার ফল ঘোষিত হয়। এখানেও মাইক্রোবায়োলজি বিষয়ের সর্বভারতীয় স্তরে চতুর্থ এবং ২০তম স্থানে রয়েছেন প্রতিষ্ঠানের পড়ুয়া প্রিয়াংশু মিশ্র এবং মনসিজ জ্যোতি। অ্যাপ্লায়েড কেমিস্ট্রি বিষয়ের ক্ষেত্রে ৭৫তম স্থানে রয়েছেন প্রতিষ্ঠানের পড়ুয়া নিলয় মাইতি। জ়ুলজি বিষয়েও দেশের মধ্যে চতুর্দশ স্থান দখল করে নিয়েছেন সোহমরাজ মাইতি নামক প্রতিষ্ঠানের আর এক পড়ুয়া।

পড়ুয়াদের সাফল্যে খুশি প্রতিষ্ঠানের অধ্যক্ষ মহারাজ স্বামী মহাপ্রজ্ঞানন্দ। তিনি বলেছেন, "বিভিন্ন সর্বভারতীয় পরীক্ষায় ছাত্রদের এই অভাবনীয় সাফল্যে বিদ্যামন্দির পরিবারের সকলে অত্যন্ত আনন্দিত। কৃতী ছাত্রদের আন্তরিক শুভেচ্ছা জানাই।"

Ramakrishna Mission Vidyamandira Success Story GATE Result 2025 IIT JAM Result 2025

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy

{-- Slick slider script --}}