ইনস্টিটিউট অফ পোস্ট গ্র্যজুয়েট মেডিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চ, এসএসকেএম হাসপাতাল। ছবি: সংগৃহীত
রাজ্য সরকারি প্রতিষ্ঠান দিচ্ছে কাজের সুযোগ। এসএসকেএম হাসপাতালের ইনস্টিটিউট অফ পোস্ট গ্র্যজুয়েট মেডিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চ-এর তরফে প্রকাশিত হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তি। প্রতিষ্ঠানের কমিউনিটি মেডিসিন বিভাগ খুঁজছে অভিজ্ঞ স্ট্যাটিস্টিশিয়ান তথা সিনিয়র রেসিডেন্ট।
কোন পদে হবে নিয়োগ?
সিনিয়র রেসিডেন্ট হিসেবে স্নাতকস্তরে শিক্ষকতা করার সুযোগ পাবেন প্রার্থীরা। পাশাপাশি, হাসপাতালের বিভিন্ন কার্যক্রমের তথ্য সংরক্ষণ করার কাজও করতে হতে পারে বিশেষ বিশেষ ক্ষেত্রে।
কারা আবেদন করতে পারবেন?
যে সমস্ত প্রার্থীদের সংখ্যাতত্ত্ব বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে, তাঁরা এই পদের জন্য আবেদন করতে পারবেন।
কী ভাবে নিয়োগ করা হবে?
সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে সিনিয়র রেসিডেন্ট পদে নিয়োগ করা হবে প্রার্থীদের। কত জনকে এই পদে নিয়োগ করা হবে, সেই বিষয়টি পরে বিবেচনা করা হবে, এই খবর প্রকাশিত হওয়া পর্যন্ত এমনটাই প্রতিষ্ঠানের বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে।
কবে হবে ইন্টারভিউ?
১৩ জুন, ২০২৩ মঙ্গলবার বেলা ১১টা থেকে এই পদে নিয়োগের ইন্টারভিউ নেওয়া হবে।
নিয়োগ সংক্রান্ত অন্যান্য তথ্য এবং শর্তাবলি জানতে এসএসকেএম হাসপাতালের ইনস্টিটিউট অফ পোস্ট গ্রাজুয়েট মেডিক্যাল এডুকেশন ও রিসার্চের ওয়েবসাইটটি দেখতে পারেন প্রার্থীরা।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy