সিধো-কানহো-বিরসা বিশ্ববিদ্যালয়। সংগৃহীত ছবি।
স্নাতকোত্তরের কয়েকটি বিষয়ে অল্পসংখ্যক শূন্য আসনে পড়ুয়া ভর্তি শুরু হল পুরুলিয়ার সিধো-কানহো-বিরসা বিশ্ববিদ্যালয়ে। মঙ্গলবার এই মর্মে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের তরফে। তাতে জানানো হয়েছে, ২০২৪-’২৬ শিক্ষাবর্ষের জন্য বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কোর্সে ভর্তি প্রক্রিয়ার আয়োজন করা হচ্ছে। এর জন্য অনলাইনে আবেদন গ্রহণ করা হবে। যে প্রক্রিয়া মঙ্গলবার থেকেই শুরু হয়ে গিয়েছে।
বিশ্ববিদ্যালয়ে যে সমস্ত বিষয়ে স্নাতকোত্তরের সুযোগ রয়েছে, সেগুলি হল— অর্থনীতি, জার্নালিজ়ম অ্যান্ড মাস কমিউনিকেশন, সমাজবিদ্যা, বায়োটেকনোলজি, কম্পিউটার সায়েন্স, পরিবেশ বিজ্ঞান, গণিত, মনোবিদ্যা, বাণিজ্য, বিজ়নেস অ্যাডমিনিস্ট্রেশন, আইন, হিন্দুস্তানি মিউজ়িক (ভোকাল), রবীন্দ্রসঙ্গীত (ভোকাল) এবং স্পোর্টস সায়েন্স। তবে কতসংখ্যক শূন্য আসনে পড়ুয়াদের ভর্তি নেওয়া হবে, বিজ্ঞপ্তিতে তা উল্লেখ করা হয়নি।
সংশ্লিষ্ট কোর্সগুলিতে ৮০ শতাংশ শূন্য আসন সংরক্ষিত রাখা হবে বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের জন্য। অন্য দিকে, বাকি ২০ শতাংশ আসন সংরক্ষিত রাখা হবে অন্য বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের জন্য।
কম্পিউটার সায়েন্সে স্নাতকোত্তরের জন্য পড়ুয়াদের সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক হতে হবে। যাঁদের বিসিএ ডিগ্রি রয়েছে বা যাঁরা কম্পিউটার সায়েন্স এবং গণিতে স্নাতক উত্তীর্ণ, তাঁরাও এই কোর্সে আবেদন করতে পারবেন। উভয় ক্ষেত্রেই ন্যূনতম ৬০ শতাংশ নম্বর থাকতে হবে। একই ভাবে অন্য বিষয়গুলির জন্য রয়েছে যোগ্যতার ভিন্ন মাপকাঠি।
সংশ্লিষ্ট কোর্সগুলিতে পড়ুয়াদের স্নাতকে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে যোগ্যতা যাচাই করে ভর্তি নেওয়া হবে। এর জন্য আগ্রহীদের বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। আবেদনের জন্য কোনও অর্থমূল্য নেই। আগামী ৪ নভেম্বর আবেদনের শেষ দিন। এই বিষয়ে বাকি তথ্য মূল বিজ্ঞপ্তি থেকে জানা যাবে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy