রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে পিএইচডি-র জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। সম্প্রতি এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের তরফে। ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের জন্য বিশ্ববিদ্যালয়ের পিএইচডি প্রোগ্রামে পড়ুয়াদের নাম নথিভুক্ত করা হবে।
বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অফ আর্টস-এর বিভিন্ন বিষয়ে পিএইচডি-র সুযোগ পাবেন পড়ুয়ারা। বিষয়গুলি হল— বাংলা, ইংরেজি, শিক্ষা (এডুকেশন), অর্থনীতি, সংস্কৃত, দর্শন, ইতিহাস, লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স, রাষ্ট্রবিজ্ঞান, সাংবাদিকতা ও গণজ্ঞাপন। পিএইচডি-তে কোর্স মূল্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পড়ুয়া এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের জন্য ৭০০০ টাকা এবং ৭১০০ টাকা ধার্য করা হয়েছে।
বিভিন্ন বিষয়ে পিএইচডি-র জন্য আবেদনকারীদের কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর নিয়ে স্নাতকোত্তর উত্তীর্ণ হতে হবে। সংরক্ষিত শ্রেণিভুক্তদের জন্য ৫ শতাংশ ছাড় থাকবে। নেট/ সেট/ গেট উত্তীর্ণ বা মাস্টার অফ ফিলোজ়ফি (এমফিল) ডিগ্রি থাকতে হবে।
আরও পড়ুন:
আবেদন করবেন কী ভাবে?
রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকেই সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া লিঙ্কে গিয়ে প্রয়োজনীয় তথ্য পূরণ করে অনলাইনেই আবেদনপত্র জমা দেওয়া যাবে। ২৮ মার্চ আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটি দেখুন।