২০২৪-২৫ শিক্ষাবর্ষে পিএইচডি করার সুযোগ দিচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডিজ়াইন। প্রতিষ্ঠানের তরফে জানানো হয়েছে, ডিজ়াইন বিষয়টি নিয়ে পিএইচডি-র জন্য আগ্রহীদের আবেদন গ্রহণ করা হবে। মোট ১২ জন স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্ন ব্যক্তিকে এই বিষয়টি নিয়ে পিএইচডি করার সুযোগ দেওয়া হবে।
পিএইচডি করার জন্য মাস্টার অফ ডিজ়াইন, মাস্টার অফ ফিলোজফি ইন ডিজ়াইন, মাস্টার অফ আর্কিটেকচার/ফাইন আর্ট/অ্যাপ্লায়েড আর্ট— এর মধ্যে যে কোনও একটি ডিগ্রি অর্জন করেছেন, তাঁরা এই বিষয়টি নিয়ে পিএইচডি করার সুযোগ পাবেন। এ ক্ষেত্রে তাঁদের ৫৫ শতাংশ নম্বর থাকা বাঞ্ছনীয়।
আরও পড়ুন:
-
রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানে কেমিক্যাল সায়েন্সেস-সহ একাধিক বিষয়ে পিএইচডি করার সুযোগ
-
রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানে অ্যাডভান্সড ম্যানুফ্যাকচারিং টেকনোলজি নিয়ে পড়ার সুযোগ
-
ডেটা ইঞ্জিনিয়ারিং নিয়ে স্নাতকোত্তর স্তরে পড়ার সুযোগ, ক্লাস হবে অনলাইনে
-
কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাকর্মীদের প্রশিক্ষণ দেবে ইউজিসি, অনলাইনে চলবে ক্লাস
প্রতিষ্ঠানের তরফে মোট চারটি ধাপে পদপ্রার্থীদের যোগ্যতা যাচাই করে নেওয়া হবে। প্রথমে স্ক্রিনিং ফর এলিজিবিলিটি-র মাধ্যমে প্রার্থীদের আবেদনপত্র খতিয়ে দেখা হবে। এর পর আবেদনকারীদের জমা দেওয়া রিসার্চ প্রপোজালের মূল্যায়ণ করে নেওয়া হবে। প্রসঙ্গত পদপ্রার্থীদের আবেদনপত্রের সঙ্গে ৩ হাজার শব্দের একটি রিসার্চ প্রপোজাল জমা দিতে হবে। এর পর ডিজ়াইন রিসার্চ টেস্ট এবং পার্সোনাল ইন্টারভিউয়ের মাধ্যমে চূড়ান্ত আসনের জন্য প্রার্থী বেছে নেওয়া হবে।
ভর্তি হওয়ার জন্য ৫,০০০ টাকা আবেদনমূল্য ধার্য করা হয়েছে। আগ্রহীদের ভর্তির আবেদন জানাতে হবে প্রতিষ্ঠানের অ্যাডমিশন পোর্টালে। পোর্টাল মারফত আবেদন গ্রহণের শেষ তারিখ ১৮ এপ্রিল। এই বিষয়ে আরও জেনে নিতে হলে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে গিয়ে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।