Advertisement
E-Paper

প্রকাশিত হল স্নাতকোত্তরে ভর্তির পরীক্ষা কুয়েট পিজি-র ফলাফল, কী ভাবে দেখবেন রেজাল্ট?

দেশের ২৬২টি শহর এবং দেশের বাইরে ৯টি শহরের মোট ৫৭২টি পরীক্ষাকেন্দ্রে এই কম্পিউটার নির্ভর পরীক্ষা (সিবিটি)-র আয়োজন করা হয়।

প্রতীকী চিত্র।

প্রতীকী চিত্র।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ এপ্রিল ২০২৪ ১৫:৪১
Share
Save

চলতি বছরে দেশের বিভিন্ন কলেজে স্নাতকোত্তরে ভর্তির অভিন্ন প্রবেশিকা কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট পোস্ট গ্র্যাজুয়েশন (সিইউইটি পিজি বা কুয়েট পিজি)-এর ফল প্রকাশ করল জাতীয় পরীক্ষা নিয়ামক সংস্থা (এনটিএ)। শনিবারই পরীক্ষার জন্য নির্ধারিত ওয়েবসাইটে পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। একই সঙ্গে বিভিন্ন বিষয়ে প্রথম স্থানাধিকারীদের নামও ঘোষণা করা হয়েছে প্রকাশিত বিজ্ঞপ্তিতে।

এ বছর কুয়েট পিজি গত ১১ মার্চ থেকে শুরু হয়ে ২৮ মার্চ পর্যন্ত চলেছিল। দেশের ২৬২টি শহর এবং দেশের বাইরে ৯টি শহরের মোট ৫৭২টি পরীক্ষাকেন্দ্রে এই কম্পিউটার নির্ভর পরীক্ষা (সিবিটি)-র আয়োজন করা হয়। চলতি বছরে ৪ লক্ষ ৬২ হাজারের বেশি পরীক্ষার্থী কুয়েট পিজি-র জন্য নাম নথিভুক্ত করেছিলেন। গত বছরের মতো এ বারেও পুরুষদের তুলনায় মহিলা পরীক্ষার্থীর সংখ্যা বেশি ছিল।

পরীক্ষার ফলাফল দেখার জন্য পরীক্ষার্থীদের কুয়েট পিজি-র জন্য নির্ধারিত ওয়েবসাইট https://pgcuet.samarth.ac.in/ -এ গিয়ে ‘হোমপেজ’ থেকে রেজাল্টের লিঙ্কে অথবা ‘লগ ইন’ অপশনে ক্লিক করতে হবে। এর পর সেখানে অ্যাপ্লিকেশন নম্বর, পাসওয়ার্ড-সহ অন্যান্য তথ্য দিলেই স্ক্রিনে নিজেদের রেজাল্ট দেখতে পাবেন পরীক্ষার্থীরা। যা তাঁরা নিজেদের কাছে ভবিষ্যতের জন্য ডাউনলোড করেও রাখতে পারেন।

এ বছর দেশের মোট ১৯০টি বিশ্ববিদ্যালয়ে কুয়েট পিজি-তে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে স্নাতকোত্তরের ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হবে। এর মধ্যে ৩৯টি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় ছাড়াও রয়েছে ৩৯টি রাজ্য সরকারি বিশ্ববিদ্যালয়, ১৫টি সরকারি শিক্ষা প্রতিষ্ঠান এবং ৯৭টি বেসরকারি ও ‘ডিমড’ বিশ্ববিদ্যালয়।

Common University Entrance Test CUET PG CUET PG Result CUET PG 2024

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy

এটি একটি প্রিন্ট আর্টিক্‌ল…

  • এমন অনেক খবরই এখন আপনার হাতের মুঠোয়

  • সঙ্গে রোজ পান আনন্দবাজার পত্রিকার নতুন ই-পেপার পড়ার সুযোগ

  • ই-পেপারের খবর এখন শুধুই ছবিতে নয়, টেক্সটেও

প্ল্যান সিলেক্ট করুন

ক্যানসেল করতে পারবেন আপনার সুবিধামতো

Best Value
প্রতি বছরে

৫১৪৮

১৯৯৯

প্ল্যানটি সিলেক্ট করে 'Subscribe Now' ক্লিক করুন।শর্তাবলী প্রযোজ্য।
*মান্থলি প্ল্যান সাপেক্ষে
প্রতি মাসে

৪২৯

১৬৯

প্ল্যানটি সিলেক্ট করে 'Subscribe Now' ক্লিক করুন।শর্তাবলী প্রযোজ্য।