প্রতীকী চিত্র।
উচ্চ মাধ্যমিক উত্তীর্ণদের জন্য পেশাদার কোর্স করার সুযোগ। তথ্যপ্রযুক্তির বিভিন্ন বিষয় স্বল্প সময়ের মধ্যে শেখানো হবে। এই বিশেষ পাঠক্রমের আয়োজন করা হয়েছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইলেক্ট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজির কলকাতা কেন্দ্রে। কেন্দ্রীয় সরকারি প্রতিষ্ঠানের তরফে মোট ২৩টি কোর্স করানো হবে।
মোট দু’টি বিভাগে সংশ্লিষ্ট কোর্সগুলিকে ভাগ করা হয়েছে। ‘জব অ্যান্ড স্কিল ওরিয়েন্টেড কোর্সেস’ হিসাবে আইটি-ও লেভেল (সময়সীমা: ১ বছর), আইটি-এ লেভেল (সময়সীমা: ১.৫ বছর), সিএইচএম-টি ও লেভেল (সময়সীমা: ৬০০ ঘণ্টা) এবং ফাউন্ডেশন কোর্স ইন ব্লকচেন ডেভেলপমেন্ট (সময়সীমা: ৯০ ঘণ্টা)— এই চারটি বিষয় পড়ানো হবে।
‘সার্টিফিকেট কোর্স’ হিসাবে মোট ১৯টি বিষয় পড়ানো হবে। নীচে রইল তার তালিকা:
১. সাইবার সিকিউরিটি অ্যান্ড ফরেন্সিক (সময়সীমা: ৮০ ঘণ্টা)
২. নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেশন (সময়সীমা: ৬০ ঘণ্টা)
৩. মেশিন লার্নিং অ্যান্ড ডিপ লার্নিং (সময়সীমা: ২০০ ঘণ্টা)
৪. অ্যান্ড্রয়েড বেসড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট (সময়সীমা: ৮০ ঘণ্টা)
৫. অ্যাডভান্সড এফএ উইথ জিএসটি ইউজ়িং ট্যালিপ্রাইম (সময়সীমা: ৮০ ঘণ্টা)
৬. ফুলস্ট্যাক ডেভেলপমেন্ট (সময়সীমা: ৮০ ঘণ্টা)
৭. বেসিক কোর্স অফ অগমেন্টেড রিয়্যালিটি/ভার্চুয়াল রিয়্যালিটি (সময়সীমা: ৮০ ঘণ্টা)
৮. মাল্টিমিডিয়া ডেভেলপার অ্যান্ড টুলস (সময়সীমা: ১৮০ ঘণ্টা)
৯. টু ডি অ্যানিমেশন (সময়সীমা: ১৫০ ঘণ্টা)
১০. পাইথন অ্যান্ড ইন্ট্রোডাকশন টু লিন্যাক্স (সময়সীমা: ৮০ ঘণ্টা)
১১. অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট ইউজ়িং জাভা অ্যান্ড ওরাকেল (সময়সীমা: ১২০ ঘণ্টা)
১২. সোলার পাওয়ার ইনস্টলেশন, অপারেশন অ্যান্ড মেনটেন্যান্স (সময়সীমা: ৮০ ঘণ্টা)
১৩. প্রোগ্রামিং থ্রু ইউজ়িং সি/সি++ (সময়সীমা: ১২০ ঘণ্টা)
১৪. ডেটা সায়েন্স ইউজ়িং পাইথন অ্যান্ড আর (সময়সীমা: ৮০ ঘণ্টা)
১৫. অটোক্যাড (সময়সীমা: ৮০ ঘণ্টা)
১৬. এথিক্যাল হ্যাকিং বেসিকস্ অ্যান্ড কাউন্টার মেজ়রস (সময়সীমা: ৪০ ঘণ্টা)
১৭. ল্যাপটপ, ডেস্কটপ অ্যান্ড প্রিন্টার রিপেয়ারিং (সময়সীমা:৪০ ঘণ্টা)
১৮. অফিস অটোমেশন টুলস (সময়সীমা: ১০০ ঘণ্টা)
১৯. ওয়েব ডিজ়াইনিং অ্যান্ড টুলস (সময়সীমা: ১০০ ঘণ্টা)
এই কোর্সটি উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ পড়ুয়ারা করার সুযোগ পাবেন। এই বিষয়ে প্রতিষ্ঠানের এক কর্মী জানিয়েছেন, ক্লাস করানো হবে প্রতিষ্ঠানের যাদবপুর এবং সল্টলেক ক্যাম্পাসে। প্রতিদিন এক থেকে সর্বাধিক চার ঘণ্টা করে এক-একটি কোর্সের ক্লাস চলবে। কোর্স সম্পূর্ণ হওয়ার পর অংশগ্রহণকারীদের মেধা যাচাই করার ব্যবস্থাও থাকবে। প্রতিষ্ঠানের তরফে সমস্ত অংশগ্রহণকারীদের শংসাপত্র দেওয়া হবে।
আগ্রহীদের কোর্সের নিরিখে ৩ হাজার টাকা থেকে ১০ হাজার টাকা পর্যন্ত কোর্স ফি হিসাবে জমা দিতে হবে। প্রতিষ্ঠানের তরফে জানানো হয়েছে, ‘জব অ্যান্ড স্কিল ওরিয়েন্টেড কোর্সেস’-এর কোর্স ফি ন্যাশনাল স্কিলস কোয়ালিফিকেশনস ফ্রেমওয়ার্ক (এনএসকিউএফ)-এর নিয়মানুসারে ধার্য করা হয়েছে। তাই এই বিষয়ে সবিস্তার জেনে নিতে প্রতিষ্ঠানের ঠিকানায় যোগাযোগ করতে হবে।
আগ্রহীদের দ্রুত আবেদনপত্র জমা দিতে হবে। কারণ সীমিত সংখ্যক আসনেই পড়ুয়ারা ভর্তি হতে পারবেন। তবে আবেদনের শেষ দিন কবে, এই বিষয়ে কোনও তথ্য প্রতিষ্ঠানের তরফে জানানো হয়নি। তাই সংশ্লিষ্ট বিষয়ে আরও তথ্য জেনে নিতে হলে প্রতিষ্ঠানের যাদবপুর ক্যাম্পাসে উপস্থিত হতে হবে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy