বুধবার স্টাফ সিলেকশন কমিশন (এসএসসি) এমটিএস পরীক্ষার চূড়ান্ত মার্কশিটটি প্রকাশ করেছে। যে পরীক্ষার্থীরা ২০২০-এর মাল্টিটাস্কিং স্টাফ পদের পরীক্ষাটি দিয়েছিলেন, তাঁরা এসএসসি-র সরকারি ওয়েবসাইট-ssc.nic.in-এ গিয়ে তাঁদের মার্কশিটটি দেখে নিতে পারবেন।
গত ১৫ অক্টোবরেই এসএসসি এমটিএস পরীক্ষার চূড়ান্ত রেজাল্টটি প্রকাশ করেছিল। এ বার, পরীক্ষার্থীরা পরীক্ষায় প্রাপ্ত নম্বরগুলিও দেখতে পারবেন কমিশনের ওয়েবসাইটে গিয়ে। পরীক্ষার্থীরা রেজিস্ট্রেশন নম্বর ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলেই ওয়েবসাইট তাঁদের মার্কশিটটি দেখতে পারবেন। তবে, মার্কশিট দেখার এই লিঙ্কটি আগামী ১৫ নভেম্বর অবধি সক্রিয় থাকবে বলেও কমিশনের তরফে জানানো হয়েছে।
আরও পড়ুন:
পরীক্ষার্থীরা কী ভাবে মার্কশিটটি দেখবেন?
১. পরীক্ষার্থীদের প্রথমেই এসএসসি-র সরকারি ওয়েবসাইট-ssc.nic.in-এ যেতে হবে।
২. এর পর হোমপেজে ‘এসএসসি এমটিএস ফাইনাল রেজাল্ট ২০২০ মার্কস’ লিঙ্কটিতে ক্লিক করতে হবে।
৩. এখানে লগ ইন ডিটেলস দিলেই মার্কশিটটি স্ক্রিনে দেখতে পাবেন পরীক্ষার্থীরা।
৪. পরীক্ষার্থীরা মার্কশিটটি ডাউনলোড করে প্রিন্ট আউট নিয়ে রাখতে পারেন ভবিষ্যতের সুবিধার্থে।