Advertisement
২২ জানুয়ারি ২০২৫
SSC MTS

এসএসসি এমটিএস ২০২০-এর মার্কশিট প্রকাশিত

যে পরীক্ষার্থীরা ২০২০-এর মাল্টিটাস্কিং স্টাফ পদের পরীক্ষাটি দিয়েছিলেন, তাঁরা এসএসসি-র সরকারি ওয়েবসাইট- ssc.nic.in-এ গিয়ে তাঁদের মার্কশিটটি দেখে নিতে পারবেন।

এসএসসি এমটিএস ২০২০-এর মার্কশিট

এসএসসি এমটিএস ২০২০-এর মার্কশিট সংগৃহীত ছবি

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৭ অক্টোবর ২০২২ ২১:৩৭
Share: Save:

বুধবার স্টাফ সিলেকশন কমিশন (এসএসসি) এমটিএস পরীক্ষার চূড়ান্ত মার্কশিটটি প্রকাশ করেছে। যে পরীক্ষার্থীরা ২০২০-এর মাল্টিটাস্কিং স্টাফ পদের পরীক্ষাটি দিয়েছিলেন, তাঁরা এসএসসি-র সরকারি ওয়েবসাইট-ssc.nic.in-এ গিয়ে তাঁদের মার্কশিটটি দেখে নিতে পারবেন।

গত ১৫ অক্টোবরেই এসএসসি এমটিএস পরীক্ষার চূড়ান্ত রেজাল্টটি প্রকাশ করেছিল। এ বার, পরীক্ষার্থীরা পরীক্ষায় প্রাপ্ত নম্বরগুলিও দেখতে পারবেন কমিশনের ওয়েবসাইটে গিয়ে। পরীক্ষার্থীরা রেজিস্ট্রেশন নম্বর ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলেই ওয়েবসাইট তাঁদের মার্কশিটটি দেখতে পারবেন। তবে, মার্কশিট দেখার এই লিঙ্কটি আগামী ১৫ নভেম্বর অবধি সক্রিয় থাকবে বলেও কমিশনের তরফে জানানো হয়েছে।

পরীক্ষার্থীরা কী ভাবে মার্কশিটটি দেখবেন?

১. পরীক্ষার্থীদের প্রথমেই এসএসসি-র সরকারি ওয়েবসাইট-ssc.nic.in-এ যেতে হবে।

২. এর পর হোমপেজে ‘এসএসসি এমটিএস ফাইনাল রেজাল্ট ২০২০ মার্কস’ লিঙ্কটিতে ক্লিক করতে হবে।

৩. এখানে লগ ইন ডিটেলস দিলেই মার্কশিটটি স্ক্রিনে দেখতে পাবেন পরীক্ষার্থীরা।

৪. পরীক্ষার্থীরা মার্কশিটটি ডাউনলোড করে প্রিন্ট আউট নিয়ে রাখতে পারেন ভবিষ্যতের সুবিধার্থে।

অন্য বিষয়গুলি:

SSC MTS Scorecard/Marksheet result Marks Government Exam Education Career Job Employment Recruitment
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy