Advertisement
১৮ ডিসেম্বর ২০২৪
Kolkata Metro Recruitment

কলকাতা মেট্রো রেলে কর্মখালি, ৫৩ হাজার থেকে বেতন শুরু

প্রতি মাসে বেতন মিলবে ৫৩,১০০ টাকা থেকে ১,৬৭,৮০০ টাকা পর্যন্ত। কাজের মেয়াদ ৩ বছরের।

কলকাতা মেট্রো।

কলকাতা মেট্রো। প্রতীকী ছবি।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৫ মে ২০২৩ ১৮:৩০
Share: Save:

কলকাতা মেট্রো রেল কর্পোরেশন লিমিটেডের তরফে কর্মী নিয়োগ করা হবে। সেই মর্মে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সংস্থার ওয়েবসাইটে।

অ্যাসিস্ট্যান্ট পারসোনেল অফিসার/ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে নিয়োগ করা হবে। ডেপুটেশনের ভিত্তিতে স্বল্প সময়ের জন্য নেওয়া হবে কর্মী। প্রতি মাসে বেতন মিলবে ৫৩,১০০ টাকা থেকে ১,৬৭,৮০০ টাকা পর্যন্ত। কাজের মেয়াদ ৩ বছরের। প্রয়োজন অনুযায়ী মেয়াদ বাড়তে পারে।

আবেদনের জন্য প্রার্থীর বয়স ৪০ বছরের মধ্যে হওয়া প্রয়োজন। মেট্রো-র প্রোজেক্টে/ রেলওয়ে-তে কাজ করেছেন ১০ বছর এমন অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থী আবেদন করতে পারবেন।

আবেদন প্রক্রিয়া:

প্রার্থীকে কলকাতা মেট্রো রেল কর্পোরেশন লিমিটেডের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে ‘কেরিয়ার’-এ গেলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে। বিজ্ঞপ্তি অনুযায়ী প্রার্থীর নাম, জন্মতারিখ, ঠিকানা-সহ বিস্তারিত জীবনপঞ্জি এবং প্রয়োজনীয় নথি বিজ্ঞপ্তিতে দেওয়া ঠিকানায় পাঠিয়ে দিতে হবে। ৩ জুন আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন। ঐ দিন সন্ধ্যা সাড়ে ৬টার পর আর কোনও আবেদনপত্র গ্রহণ করা হবে না।

নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে কলকাতা মেট্রো রেল কর্পোরেশন লিমিটেডের ওয়েবসাইটটি দেখতে পারেন।

অন্য বিষয়গুলি:

Govt Job Recruitment 2023 Job Vacancy
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy