প্রাথমিক টেট পরীক্ষা সংগৃহীত ছবি
বেশ কিছু বছর পর এই রাজ্যে প্রাথমিক শিক্ষা পর্ষদ শিক্ষক-শিক্ষিকা নিয়োগের যোগ্যতা নির্ণায়ক পরীক্ষার আয়োজন করেছে। টেটের পরীক্ষাটি আগামী ১১ ডিসেম্বর আয়োজন করা হবে বলে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পর্ষদ। এগারো হাজারের উপর মোট শূন্যপদে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে বলেও পর্ষদ জানিয়েছে, যার আবেদন প্রক্রিয়াও ইতিমধ্যে শুরু হয়েছে।
বর্তমানে রাজ্য জুড়ে টেট নিয়ে যে উত্তাল পরিস্থিতি তৈরি হয়েছে, তারই মধ্যে যে পরীক্ষার্থীরা এই বছর টেট পরীক্ষাটি দিতে চান, তাঁদের জন্য এই প্রতিবেদনে পরীক্ষার বিস্তারিত সিলেবাস নিয়ে আলোচনা করা হল।
পরীক্ষার ধরন :
টেট-এ মোট ১৫০ নম্বরের পরীক্ষা দিতে হবে পরীক্ষার্থীদের। পরীক্ষার সময় দেওয়া হবে আড়াই ঘন্টা। দু'টি পেপারের উপর পরীক্ষা হয়। যার মধ্যে প্রথম পেপারের পরীক্ষাটি দিতে হবে যাঁরা প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণিতে শিক্ষকতা করতে চান। আবার দ্বিতীয় পেপারের পরীক্ষাটি ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণিতে শিক্ষকতা করতে ইচ্ছুক পরীক্ষার্থীদের দিতে হবে। পরীক্ষার্থীরা একই সঙ্গে দু'টি পেপারের পরীক্ষায় বসতে পারবেন না। দু'টি পেপারের প্রতিটিতেই ১৫০ নম্বরের অবজেক্টিভ (এমসিকিউ) প্রশ্নের উত্তর দিতে হয় পরীক্ষার্থীদের। প্রতিটি প্রশ্নে ১ নম্বর করে থাকবে। তবে উত্তর ভুল হলে কোনও নম্বর কাটা হবে না।
কোন পেপারে কী কী বিষয়?
প্রথম পেপারে থাকবে-
১. শিশু বিকাশ ও শিশু শিক্ষাবিজ্ঞান/ পেডাগগি
২. আবশ্যিক ভাষা ১- বাংলা
৩. আবশ্যিক ভাষা ২- ইংরেজি
৪. অঙ্ক
৫. পরিবেশবিদ্যা
দ্বিতীয় পেপারে থাকবে-
১. শিশু বিকাশ ও শিশু শিক্ষাবিজ্ঞান/ পেডাগগি
২. আবশ্যিক ভাষা ১
৩. আবশ্যিক ভাষা ২
৪. অঙ্ক
৫. বিজ্ঞান বা সমাজবিদ্যা/ সমাজবিজ্ঞান
বিস্তারিত পাঠ্যসূচি :
শিশুবিকাশ ও পেডাগগি
১. শিশুবিকাশের ধারণা ও শিক্ষার সঙ্গে এর সম্পর্ক
২. শিশুবিকাশের মূল নীতি
৩. বংশগতি ও পরিবেশের প্রভাব
৪. সামাজিকীকরণ প্রক্রিয়া: সামাজিক জগৎ এবং শিশুরা (শিক্ষক, পিতামাতা, সমবয়সি)
৫. পিয়াগেট, কোলবার্গ এবং ভাইগটস্কি: গঠন এবং সমালোচনামূলক দৃষ্টিভঙ্গি
৬. শিশুকেন্দ্রিক এবং প্রগতিশীল শিক্ষার ধারণা
৭. বুদ্ধিমত্তা গঠনের বিষয়ে সমালোচনামূলক দৃষ্টিভঙ্গি
৮. বহুমাত্রিক বুদ্ধিমত্তা
৯. ভাষা ও চিন্তা
১০. সামাজিক নির্মাণ হিসাবে লিঙ্গ, লিঙ্গের ভূমিকা, লিঙ্গ-পক্ষপাত এবং শিক্ষামূলক অনুশীলন।
১১. শিক্ষার্থীদের মধ্যে ব্যক্তিগত পার্থক্য, ভাষা, ধর্ম, সম্প্রদায়, বর্ণ, লিঙ্গ বৈচিত্রের পার্থক্যের ভিত্তিতে জানা-বোঝার তারতম্য
১২. শিক্ষার জন্য মূল্যায়ন এবং শিক্ষার মূল্যায়নের মধ্যে পার্থক্য, স্কুলের মূল্যায়ন, ধারাবাহিক এবং সার্বিক মূল্যায়নের দৃষ্টিভঙ্গি এবং অনুশীলন
১৩. শিক্ষার্থীদের প্রস্তুতির মূল্যায়নের জন্য যথাযথ প্রশ্ন প্রণয়ন
১৪. অন্তর্ভুক্তিমূলক শিক্ষার ধারণা ও বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের বোঝা
১৫. জ্ঞান ও শিক্ষাবিজ্ঞান
আবশ্যিক ভাষা ১- বাংলা
১. আনসিন প্যাসেজ থেকে কম্প্রিহেনশন পরীক্ষা, ব্যাকরণ ও মৌখিক দক্ষতার উপরে প্রশ্ন
২. ধ্বনি-বর্ণ, বর্ণ বিশ্লেষণ
৩. ভাষা শোনা, বলা, লেখা ও পড়ার দক্ষতা
৪. বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের ভাষা শেখানোর কৌশল
৬. ভাষা শেখা ও আয়ত্ত করা
৭. ভাষা শিক্ষা দেওয়ার নীতি
৮. ভাষা শোনার ও বলার ভূমিকা, ভাষার কার্যকারিতা এবং শিশুদের ভাষা ব্যবহারের পদ্ধতি
৯. ভাষা শিক্ষার ক্ষেত্রে ব্যাকরণের গুরুত্ব
১০. ভাষা শেখার উপকরণ: পাঠ্যপুস্তক, মিডিয়া ও শ্রেণিকক্ষে নানা ভাষায় পাঠদানের ব্যবস্থা ইত্যাদি
আবশ্যিক ভাষা ২- ইংরেজি
১. ব্যাকরণ, শব্দভান্ডার ও ভাষার কম্প্রিহেনশন পরীক্ষা
২. উদ্দেশ্য ও ক্রিয়া
৩. প্রশ্নসূচক বাক্য৪ হ্যাঁ, না এবং 'ডাব্লিউএইচ' দিয়ে শব্দ
৫. বিশেষণ
৬. ক্রিয়াপদ ও ক্রিয়ার কাল
৭.সর্বনাম
৮.অব্যয়
৯. ইংরেজি ভাষায় পেডাগগি ইত্যাদি
অঙ্ক
১. সংখ্যা ও বিভাজ্যতা
২. বর্গমূল ও ঘনমূল
৩. ভগ্নাংশ
৪. দশমিক ও আবৃত্ত দশমিক
৫. সরল
৬. গড়
৭. লসাগু এবং গসাগু
৮. অনুপাত ও সমানুপাত
৯. শতাংশ
১০. লাভক্ষতি
১১. সুদকষা
১২. জ্যামিতি ও পরিমিতি
১৩. রিজনিং
১৪. মিশ্রণ
১৫. অংশীদারি কারবার
১৬. বর্গমূল ও ঘনমূল ইত্যাদি
পরিবেশবিদ্যা
১. মানবদেহ ও প্রাণী শরীর
২. খাদ্য ও খাদ্য উৎপাদন
৩. প্রাকৃতিক সম্পদ— খনিজ ও শক্তি সম্পদ
৪. পরিবেশের উপাদান ও জীবজগৎ
৫. পশ্চিমবঙ্গের পরিবেশ ও বনভূমি
৬. জনবসতি ও জনসম্পদ
৭. সমাজ ও সামাজিক সম্পদ
৮. মহাকাশ ও পৃথিবী
৯. আধুনিক সভ্যতা, পরিবেশ দূষণ ও পরিবেশ সংরক্ষণ
১০. পরিবেশবিদ্যার পেডাগগি
যে হেতু সামনে প্রাথমিক টেটের পরীক্ষা, তাই এখানে শুধু প্রয়োজনীয় প্রথম পেপারের পাঠ্যসূচিই আলোচনা করা হল। উচ্চ প্রাথমিকের জন্য অত্যাবশ্যকীয় দ্বিতীয় পেপারের সিলেবাস অন্য আর একটি প্রতিবেদনে বিস্তারিত আলোচনা করা হবে।
বিভিন্ন বিষয়ে বরাদ্দ নম্বর :
প্রাথমিক টেট পরীক্ষাটিতে যে হেতু প্রথম পেপারের উপরেই পরীক্ষা নেওয়া হবে, সেখানে প্রতিটি বিষয় থেকে কত নম্বরের প্রশ্ন আসবে তা এই রকম:
১. শিশু বিকাশ ও শিশু শিক্ষাবিজ্ঞান/ পেডাগগি বিষয়ে ৩০ নম্বরের ৩০টি প্রশ্ন আসবে।
২. আবশ্যিক ভাষা ১-এ ৩০ নম্বরের ৩০টি প্রশ্ন আসবে।
৩. আবশ্যিক ভাষা ২-এ ৩০ নম্বরের ৩০টি প্রশ্ন আসবে।
৪. গণিতে ৩০ নম্বরের ৩০ টি প্রশ্ন আসবে।
৫. পরিবেশবিদ্যায় ৩০ নম্বরের ৩০টি প্রশ্ন আসবে।
পাশ নম্বর :
এই পরীক্ষায় পাশ করলে পরীক্ষার্থীদের মোট নম্বরের ৬০ শতাংশ বা তার বেশি নম্বর পেতে হবে। এ ক্ষেত্রে তফসিলি জাতি-উপজাতি, ওবিসি, বিশেষ ভাবে সক্ষম, অব্যাহতিপ্রাপ্ত, প্রাক্তন সেনা বা কর্মরত অবস্থায় মৃত পরীক্ষার্থীদের ক্ষেত্রে ৫ নম্বর ছাড় দেওয়া হবে।
এই পরীক্ষায় পাশ করলে পরীক্ষার্থীরা এর পর প্রাথমিকে শিক্ষক নিয়োগের পরবর্তী ধাপ অর্থাৎ ইন্টারভিউয়ের জন্য বসতে পারবেন। তাই শুধুমাত্র এই যোগ্যতা নির্ণায়ক পরীক্ষাটি পাশ করলেই প্রাথমিকে শিক্ষক হওয়া যাবে না, পরবর্তী ধাপের জন্যও প্রস্তুতি নিতে হবে।
যে হেতু, এই বছরের টেট পরীক্ষার সিলেবাস সংক্রান্ত বিজ্ঞপ্তি এখনও পর্ষদের তরফে প্রকাশ করা হয়নি। উপরোক্ত পূর্ববর্তী টেট পরীক্ষার সিলেবাসে কিছু রদবদল ঘটতে পারে। এই জন্য সময়ে সময়ে পর্ষদের সরকারি ওয়েবসাইট-https://www.wbbpe.org/-এ বিজ্ঞপ্তির জন্য নজর রাখতে হবে পরীক্ষার্থীদের।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy