Advertisement
২২ ডিসেম্বর ২০২৪
Kendriya Vidyalaya AFS Bagdogra

বাগডোগরার কেন্দ্রীয় বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, চাকরি হবে শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে

ইন্টারভিউয়ের দিন রেজিস্ট্রেশনের সময় বিজ্ঞপ্তিতে দেওয়া ফরম্যাটে আবেদনপত্র, সব নথির আসল এবং স্বপ্রত্যয়িত কপি, পাসপোর্ট সাইজ ছবি এবং সচিত্র পরিচয়পত্র-সহ উপস্থিত হতে হবে।

শিক্ষক নিয়োগ বাগডোগরার কেন্দ্রীয় বিদ্যালয়ে।

শিক্ষক নিয়োগ বাগডোগরার কেন্দ্রীয় বিদ্যালয়ে। সংগৃহীত ছবি।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৩ ১৫:৩৯
Share: Save:

দার্জিলিং জেলার বাগডোগরায় কেন্দ্রীয় বিদ্যালয়ের এয়ার ফোর্স স্টেশন শাখায় শিক্ষক, কোচ এবং প্রশিক্ষক নিয়োগ করা হবে। সম্প্রতি বিদ্যালয়ের ওয়েবসাইটে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সমস্ত বিষয়ের শিক্ষকদের চুক্তির ভিত্তিতে আংশিক সময়ের জন্য নিয়োগ করা হবে। ২০২৩-২৪ বর্ষের জন্য কোনও লিখিত পরীক্ষা ছাড়াই ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ হবে। জেনে নিন নিয়োগ সংক্রান্ত অন্যান্য তথ্য।

বাগডোগরায় কেন্দ্রীয় বিদ্যালয়ে কমার্স, পদার্থবিদ্যা, রসায়ন, জীবনবিজ্ঞান, অর্থনীতি, কম্পিউটার সায়েন্স, ইংরেজি, হিন্দি, গণিত, ইতিহাস, ভূগোল এবং সমাজবিদ্যার জন্য পোস্ট গ্র্যাজুয়েট শিক্ষক (পিজিটি) এবং গণিত, বিজ্ঞান, সমাজবিজ্ঞান, ইংরেজি, হিন্দি এবং সংস্কৃতের জন্য প্রশিক্ষিত গ্র্যাজুয়েট শিক্ষক (টিজিটি) নিয়োগ করা হবে। এ ছাড়া, প্রাইমারি শিক্ষক (পিআরটি), নার্স, কাউন্সেলর, চিকিৎসক,স্পেশ্যাল এডুকেটর, প্রশিক্ষক (কম্পিউটার, নাচ/গান, এবং যোগাসন) এবং খেলাধুলোর কোচও নিয়োগ করা হবে। প্রতিটি পদেই প্রার্থীদের কেন্দ্রীয় বিদ্যালয়ের নিজস্ব বেতন কাঠামো অনুযায়ী বেতন দেওয়া হবে।

পিআরটি পদে আবেদনের জন্য প্রার্থীদের দ্বাদশের পরীক্ষায় ৫০ শতাংশ নম্বর নিয়ে পাশ করতে হবে। পাশাপাশি থাকতে হবে জেবিটি/ ডিএলএড/ বিএড এবং সিটেট পরীক্ষায় প্রথম পত্র পাশের সার্টিফিকেট। একই সঙ্গে হিন্দি এবং ইংরেজি মাধ্যমে পড়াতে পারদর্শী হতে হবে। কাউন্সেলর পদের জন্য প্রার্থীদের সাইকোলজিতে বিএ বা বিএসসি ডিগ্রির সঙ্গে ডিপ্লোমা সার্টিফিকেট থাকা জরুরি। একই ভাবে অন্যান্য পদের জন্যেও প্রয়োজন নির্দিষ্ট কিছু যোগ্যতার। সমস্ত পদের ক্ষেত্রেই কম্পিউটার অ্যাপ্লিকেশনের বিষয়ে জ্ঞান থাকা প্রয়োজন।

প্রার্থীদের পিজিটি, টিজিটি এবং কম্পিউটার প্রশিক্ষক পদে নিয়োগের ইন্টারভিউটি আগামী ১৫ মার্চ এবং প্রাইমারি শিক্ষক (পিআরটি), নার্স, কাউন্সেলর, স্পেশ্যাল এডুকেটর, কোচ (খেলাধুলো এবং যোগাসন) পদে নিয়োগের ইন্টারভিউটি আগামী ১৭ মার্চ নেওয়া হবে। স্কুলেই হবে ইন্টারভিউগুলি। নির্ধারিত স্থানে সকাল সাড়ে ৮টা থেকে সাড়ে ১০টা অবধি ইন্টারভিউয়ের জন্য রেজিস্টার করা যাবে। ইন্টারভিউয়ের দিন রেজিস্ট্রেশনের সময় বিজ্ঞপ্তিতে দেওয়া ফরম্যাটে আবেদনপত্র, সব নথির আসল এবং স্বপ্রত্যয়িত কপি, পাসপোর্ট সাইজ ছবি এবং সচিত্র পরিচয়পত্র-সহ উপস্থিত হতে হবে। নিয়োগের শর্তাবলির বিষয়ে আরও জানতে প্রার্থীদের স্কুলের ওয়েবসাইট https://bagdogra.kvs.ac.in/-এ যেতে হবে।

অন্য বিষয়গুলি:

Kendriya Vidyalaya AFS Bagdogra Kendriya Vidyalaya Recruitment Teachers Jobs Employment coach Teaching Staffs School Teacher Schools job opportunities West Bengal Darjeeling bagdogra North Bengal JOB Offer Job Ideas
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy