স্নাতকোত্তর পড়ুয়াদের জন্য গবেষণাধর্মী কাজের সুযোগ রয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। মঙ্গলবার এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের তরফে। জানানো হয়েছে, বিশ্ববিদ্যালয়ের একটি বিভাগে ডায়াবেটিস নিয়ে গবেষণা প্রকল্পের কাজ হবে। এর জন্য অর্থ সাহায্য করবে একটি কেন্দ্রীয় মন্ত্রক। প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে শুধু মাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে। এর জন্য আগে থেকে আবেদনপত্র পাঠানোর প্রয়োজন পড়বে না।
বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ ন্যাচরাল প্রোডাক্ট স্টাডিজ়ে প্রকল্পের কাজ হবে। প্রকল্পের নাম— ‘ইভ্যালুয়েশন অফ বিদাঙ্গদি লৌহম, আ ক্লাসিকাল আয়ুর্বেদিক ফর্মুলেশন ইন দ্য ম্যানেজমেন্ট অফ ডায়াবেটিস ইন এক্সপেরিমেন্টাল অ্যানিম্যালস’। এটি কেন্দ্রের আয়ুষ মন্ত্রকের অধীনস্থ সংস্থা সেন্ট্রাল কাউন্সিল ফর রিসার্চ ইন আয়ুর্বেদিক সায়েন্সেস-এর অর্থপুষ্ট।
প্রকল্পে জুনিয়র রিসার্চ ফেলো পদে নিয়োগ হবে। শূন্যপদ রয়েছে একটি। নিযুক্ত ব্যক্তির কাজের মেয়াদ থাকবে দু’বছর তিন মাস। আবেদনকারীদের জন্য বয়ঃসীমা ধার্য করা হয়েছে ৩৫ বছর। নিযুক্ত ব্যক্তির সাম্মানিক হবে মাসে ৪৮,১০০ টাকা।
আরও পড়ুন:
আবেদনকারীদের ফার্মাসি/ জীবনবিজ্ঞান/ উদ্ভিদবিদ্যা/ রসায়নের স্নাতকোত্তরে ফার্স্ট ক্লাস নিয়ে উত্তীর্ণ হতে হবে। এ ছাড়াও যোগ্যতার অন্য মাপকাঠি স্থির করা হয়েছে।
আগামী ৪ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিভাগে সকাল সাড়ে ১১টা থেকে নিয়োগের ইন্টারভিউয়ের আয়োজন করা হবে। ওই দিন বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন সেন্টার থেকে ৫০ টাকার বিনিময়ে সংগৃহীত আবেদনপত্র-সহ অন্যান্য নথি নিয়ে প্রার্থীদের যথাস্থানে উপস্থিত হতে হবে। এই বিষয়ে আরও জানতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট দেখে নিতে হবে প্রার্থীদের।