আর্টসের একাধিক বিষয়ে পিএইচডি করার সুযোগ দিচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। সেই মর্মে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
বাংলা, কমপারেটিভ লিটারেচার, অর্থনীতি, এডুকেশন, ইংরেজি, ফিল্ম স্টাডিজ়, ইতিহাস, ইন্টারন্যাশনাল রিলেশনস, লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স, ফিলোজফি, ফিজিক্যাল এডুকেশন, সংস্কৃত এবং সমাজবিজ্ঞান বিষয়ে রয়েছে পিএইচডি-র সুযোগ। আবেদনের জন্য যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর-সহ স্নাতকোত্তর যোগ্যতা থাকা দরকার। লিখিত পরীক্ষার মাধ্যমে মিলবে এই সুযোগ।
কোন বিভাগে কতগুলি আসন রয়েছে?
- বাংলা বিভাগে ১৬টি
- কমপারেটিভ লিটারেচার বিভাগে ৮টি
- অর্থনীতি বিভাগে ১৭টি
- এডুকেশন বিভাগে ২০টি
- ইংরেজি বিভাগে ৬টি
- ফিল্ম স্টাডিজ় বিভাগে ৬টি
- ইতিহাস বিভাগে ২টি
- ইন্টারন্যাশনাল রিলেশনস বিভাগে ১৭টি
- লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স বিভাগে ৪টি
- ফিলোজফি বিভাগে ১১টি
- ফিজিক্যাল এডুকেশন বিভাগে ৯টি
- সংস্কৃত বিভাগে ১৩টি
- সমাজবিজ্ঞান বিভাগে ৫টি
সাধারণ এবং সংরক্ষিত বিভাগ মিলিয়ে এই আসনগুলি রয়েছে।
আরও পড়ুন:
কী ভাবে আবেদন করবেন?
প্রার্থীকে প্রথমে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে যাওয়া প্রয়োজন। এর পর বিজ্ঞপ্তিতে দেওয়া তথ্য অনুযায়ী অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। পাশাপাশি আবেদন মূল্যও জমা দেওয়া দরকার। এর পর আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি বিজ্ঞপ্তিতে দেওয়া ঠিকানায় জমা দিতে হবে। ১০ জুলাই আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন।
এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটি দেখতে পারেন।